![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দেখা আমার লেখা:
এইতো সেদিন ক্লাসে, এক গণিতের শিক্ষক সৃজনশীল পদ্ধতিতে ছাত্রছত্রীদেরকে যোগ-বিযোগ-গুণ-ভাগ শিখিয়ে, ক্লাসের এক অংকে দুর্বল ছাত্রকে জিজ্ঞেস করলেন-
এই বলতো একবার রান্না করে মানুষ কয়বার খায়?
ছাত্র: স্যার দুই বার।
শিক্ষক: দুই বার রান্না করে কয় বার খায়?
ছাত্র: চার বার।
শিক্ষক: চার বার রান্না করে কয় বার খায়?
ছাত্র: স্যার চার বার।
শিক্ষক: কিরে আট বার হবে তো।
ছাত্র: না স্যার মানুষ সকালে রান্না করে দুপুরে খায়। আবার বিকেলে রান্না করে রাতে খায়। দ্যাখেন স্যার রান্না করল দুই বার, খেলো কিন্তু চার বার। এখন কেউ যদি সকাল, দুপুর, বিকাল , রাত এই চার বারই রান্না করে তাহলে বোঝা গেল সেই পরিবার গরম গরম রান্না করে, গরম গরম খায়। দিন রাত যদি রান্নাই করবে তাহলে অন্য কাজ করবে কখন? স্যার আমাকে ঘোল খাওয়াতে চেয়েছিলেন? আমি ঘোল খাই না, ঘোল খাওয়াই।
শিক্ষক: তাহলে চল্ হাটের মধ্যে, আমাকেই ঘোল খাওয়া। হাটের মধ্যে গিয়ে ছাত্র শিক্ষককে চার গ্লাস ঘোল খাওয়ালো। ঘোল খাওয়া শেষ হলে শিক্ষক বললেন- দে টাকা দে....
ছাত্র টাকা না দিয়েই ওখান থেকে চলে আসতে আসতে বলল- স্যার আপনাকে আগেই বলেছি আমি ঘোল খাই না ঘোল খাওয়াই।
২| ২৮ শে মে, ২০১৫ দুপুর ২:২৮
যায়েদ সাবেত বলেছেন: বাহ! ভালো তো!
৩| ২৯ শে মে, ২০১৫ সকাল ১০:০৮
রাসেল আহমেদ মাসুম বলেছেন: আপনারা আনন্দ পাওয়ায় আমার ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৫ দুপুর ১:৫৬
কাবিল বলেছেন: আমি ঘোল খাই না ঘোল খাওয়া