![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক দিন আগে পাড়ার মুদির দোকানে বড় বড় সবরি কলা ঝোলানো ছিল। একজন খরিদ্দার এসে বলল - কলা কয় টাকা হালি? দোকানদার বলল- একটা ৫ টাকা করে। খরিদ্দার বলল- হেই কলার দাম তাই এতো টাকা হয়? এই বলে সে পকেট থেকে ৫ টাকা বের করে দিয়ে একটা গোল্ডলিফ সিগারেট নিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে চলে গেল। এই হলো আমাদের দেশের .....
২| ২৯ শে মে, ২০১৫ সকাল ১০:০২
রাসেল আহমেদ মাসুম বলেছেন: ঠিক বলেছেন ভাই। কেউ নিজের টাকা খরচ করে সিগারেট খেলে আমারা তাকে নিষেধ করতে পারি না। তবে এতটুকু বলতে পারি, প্রতিদিন সিগারেট খেতে যে টাকা খরচ হয় সেই টাকা নিজের ভাই, বোন, ছেলেমেয়ের শিক্ষার পিছনে খরচ করলে তারা একদিন অনেক ভাল ছাত্রে পরিণত হবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৫ রাত ৮:৪০
সুবৃষ্টি বলেছেন: এটা আসলেই বড্ড বাজে বাস্তবতা। কাউকে সহায়তার কথা বললে ৫ টাকাই যেনো অনেক, কিন্তু ধোয়া গেলার বেলায় ২৪ ঘন্টায় ৫০-১০০ টাকা কোনো ব্যাপারই নাহ!!