![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল আহমেদ মাসুম
আমাদের বল্টু নেতা
পল্টু নেতার ভাই,
এঁড়ে মেরে গোয়াল ঘরে
পোষেণ কেবল গাই।
মঞ্চে উঠে ভাষণ দিলে
জনতার ঢল নামে,
গলা কাঁপে কাঁপে না সে
নাকের ডগা ঘামে।
কথায় কথায় বাঘ মেরে দেয়
মস্ত বড় বীর,
জংলি মশা হুল ফোটালেই
নোয়ায় মাথার শির।
দাঁতগুলো তার মস্ত বড়
হাতি মানে হার,
কোলা ব্যাঙ্গের পেটের মতো
বিশাল ভূড়ি তার।
ভক্ত বলে পল্টু নেতা
নাকি বীরের জাতি,
দিনের বেলায় জ্বালিয়ে রাখে
কেরসিনের বাতি।
যে সে নয় বল্টু নেতা
পল্টু নেতার ভাই,
জুতোর মালা পাইছে কত
হিসেব নিকেশ নাই।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৫ সকাল ১১:৫৩
তোজি বলেছেন: হা হা হা
ভালো লেগেছে ।