![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল আহমেদ মাসুম
এতো খাতির- যত্ন, আপ্যায়নের অর্থ বুঝিনি সেদিন
সকাল সন্ধ্যায় পানি দেওয়া, নিখুঁত নিড়ানি
বেড়ে ওঠার প্রতিযোগীতায় আমাকে জিতিয়ে দিয়েছে,
রোদ ঝলমলে দিনে হাওয়া খাই, বেড়ে উঠি
কিন্তু যখন বুঝলাম,
মালিরা আমায় বনসাই করার গোপন ফন্দি আটছে
আমি তখন ক্রমাগত সরে যেতে থাকলাম
আমায় বনসাই করতে আসা মালিদের থেকে
নিজের আবিষ্কার করা এক জংলি বাগানে,
যেখানে আমি বড় হব আমার মতো করে,
ফলে ফুলে ভরিয়ে দেব চতুর্দিক
নইলে ভেঙ্গে পড়ব আপন খেয়ালে,
আমায় বনসাই করতে আসা মালিদের ঘাড়ে।
২| ৩০ শে মে, ২০১৫ দুপুর ১:৪৫
রাসেল আহমেদ মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৫
কাবিল বলেছেন: ভাল হইছে।