নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে ভালোবাসতে পারলে ভালো লাগে

রাসেল আহমেদ মাসুম

রাসেল আহমেদ মাসুম › বিস্তারিত পোস্টঃ

আমাদের বিবেক, নীতি, নৈতিকতা এখন কোন দিকে?

০১ লা জুলাই, ২০১৫ সকাল ১১:৪১

আজ থেকে ১৫/১৬ বছর আগে আমাদের গ্রামে উপর দিয়ে চলে যাওয়া বিশ্ব রোডে যখন সড়ক দুর্ঘটনা ঘটত তখন দল বেধে লোক তা দেখতে আসতো। সামান্য দুর্ঘটনা হলেও তা দেখার জন্য জনসাধারণের ঢল নামতো। আর একজন মারা গেলে অনেকে কান্না শুরু করে দিত। লোকজন দু:খ প্রকাশ করত। এভাবে দিনের পর দিন অনেক লোকই আমাদের সেই সড়কে সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং এখনও যায়। তবে এই ব্যাপারটা এখন মানুষের গা সওয়া হয়ে গেছে। এখন সড়ক দুর্ঘটনা ঘটলে মানুষ আগে জিজ্ঞেস করে কয় জন মারা গেছে। যদি শোনে দুই জন তখন বলে খালি দুই জন। মানুষের চোখের সামনে লাশ পড়ে থাকে কারুর কোনো গুরুত্ব নেই।
এর কারণ আছে, মানুষ যখন টেলিভিশনে দেখে লঞ্চ ডুবিতে ৩০০ জন মারা গেছে, বিমান দুর্ঘটনায় ২৫০ জন মারা গেছে এত বড় মৃত্যুর খবর তাদের গা সওয়া হয়ে যায়। তাই ২/৫ জন কিছুই না। আবার দেশে যখন ৪শ কোটি, ৪ হাজার কোটি টাকা দুর্নীতি হলেও তা কিছু না। তেমটিভাবে অফিস আদালতে ১/২ শ টাকা ঘুষ খাওয়া কিছুই না। তেমটিভাবে সন্ত্রাসীদের হাতে রোজ রোজ মানুষ খুন হলেও তা কিছু না। ঘুষ খেয়ে চাকরি দিলেও তা কিছু না। ঘুষ দিয়ে চাকরি নিলেও তা কিছু না। মালের সাথে ভেজাল দিলেও তা কিছু না। দুর্নীতির লেভেল গায়ে লাগলেও তা কিছু না। মাদক দিয়ে মানুষ হত্যা করাও কিছু না.........................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.