![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল আহমেদ মাসুম
তোমার আজ একি দুর্দিন হে ফিলিস্তিন
নিষ্পাপ শিশু কত বোন হারা, হারিয়ে হারিয়ে যেন তুমি দিশে হারা
কাফনে জড়ানো লাশ, আহতের চিৎকার
দেখে হাসে কাফের বেদিন,
তবু মাথা উচু করে দাঁড়িয়ে আছো হে ফিলিস্তিন।
সন্ত্রাসী ইসরাইল মারে বোম, মরে কত লোক
মানবতা পায়ে পিশে তারা করে শোক
নিষ্পাপ শিশুদের যারা পিশে মারে
তারা কি কখনো ক্ষমা পেতে পারে!
কোথা গেলি মানবতাবাদী?
বারো মাস লাশ দেখে উঠবি না কাদি?
আজ তোর কোথা গেল সেই মানবতা
কোথা গেল সেদিনের মোটা মোটা কথা?
তাহলে কি তোরা আজ মানবতা নামে
খেয়ে যাবি শিশুর খুন এই ধরাধামে?
যদি তাই হয়, করবো না ভয়
আমিও পাপির খুনে রাঙাব হৃদয়
সব শেষে বলে যাব হে ফিলিস্তিন,
তুমি নির্ভিক, দুর্জয়।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
রাসেল আহমেদ মাসুম বলেছেন: ঠিক বলেছেনভাই
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
হাসান বিন নজরুল বলেছেন: আমরাও নিতে পারি সেই স্পিরিট হতে শিক্ষা...