![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন রেডিও কেবল গ্রামে গ্রামে যাচ্ছে। ঠিক এই রকম সময়ে কাটাখালির পাশে নওদাপাড়া গ্রামের এক লোক একটি রেডিও কিনেছে। তিনি রাজশাহী ছাড়া অন্য কোনো চ্যানেল ধরেন না। খবর হোক, গান হোক তিনি শুধু রাজশাহীই শোনেন এবং তার রেডিও কাউকে ছুতে পর্যন্ত দেন না। তিনি পুকুরে গোসল করতে গেলে একদিন তার বড় ছেলে রেডিওটি নিয়ে ঢাকা চ্যানেল ধরে চুপি চুপি গান শুনছেন। এমন সময় সেই লোক বাড়ির ভেতর ঢুকেই গানের শব্দ পেয়ে রেডিওর কাছে গিয়ে দ্যাখে তার বড় ছেলে ঢাকা চ্যানেলে গান শুনছে।
সেই লোকটি প্রচন্ড রেগে গিয়ে তার ছেলেকে গালি গালি দিতে দিতে ছেলের কান ধরে বলছে- হারামজাদা, ঢাকা যে সে দূর! রেডিওর ব্যাটারীগুলো আজকে সব শেষ হয়ে গেল। ব্যাটারী খরচ বেশি হওয়ার ভয়ে আমি রাজশাহী ছাড়া অন্য কোনো চ্যানেল শুনিনা। আর হারামজাদা একদিন সুযোগ পেয়েই আমাকে ফকির করার ধান্দায় লেগেছো।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০১
কবীর হুমায়ূন বলেছেন: বেশ বলেছেন!