![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল আহমেদ মাসুম
দারুণ মজা দেশবাসীকে গরিব করে রাখা
খুব সহজে তাদের থেকে যায় যে লুটা টাকা।
দারুণ মজা পুঁটির তেলে পুঁটিকেই করা ভাজা
বর্ষার দিনে দুখীর টাকায় বসে বসে খাওয়া খাজা।
দারুণ মজা ঘুষের টাকায় কোর্মা পোলাও খাওয়া
বিকেল বেলায় ছাদের উপর ইংরেজি গান গাওয়া।
দারুণ মজা কেনা যদি যায় ঘুষের টাকায় গাড়ি
ভেঙ্গে চার চালা গড়া ছয় তালা সুদের টাকায় বাড়ি।
দারুণ মজা দল করলে যায় শিক্ষক হওয়া
সত্য চেপে মঞ্চে উঠে মিথ্যে ভাষণ দেওয়া।
দারুণ মজা করলে বিয়ে যায় চাকরি পাওয়া
অফিস গিয়ে ঘুমিয়ে পড়ে ফ্যানের বাতাস খাওয়া।
দারুণ মজা নায়কা হয়ে দেহ ব্যবসা করা
পরের সাথে রাত কাটিয়ে মোটা টাকা ধরা।
দারুণ মজা লুকিয়ে টাকা ড্রামের ভিতর রাখা
টাই বেঁধে ভাই ভদ্র সেজে কপটতা ঢাকা।
দারুণ মজা ক্রসফায়ারে সন্ত্রাসীদের মারা
খুঁড়তে কেঁচো বেরুবে সাপ যাবে না আর পারা।
দারুণ মজা ব্যবসা নামে ব্যাংকে টাকা নেওয়া
অর্ধেকটা লাগিয়ে কাজে তাতেই আগুন দেওয়া।
নেইকো মজা প্রতিদিনই গণধোলাই খাওয়া
যোগ্যতারই দাম না পেয়ে নষ্ট হয়ে যাওয়া।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ