![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল আহমেদ মাসুম
ওরে মুসলিম, ওরে হিন্দু ভুলেছিস ইতিহাস?
ঐ ইংরেজ তোদের সেবার করেছিল পাতিহাঁস।
তারা রাজহাঁস, তোরা পাতিহাঁস ছিলি হুকুমের গোলাম
চারদিকে ছিল মৃত্যু-ক্ষুধা ছিল না মনেতে সালাম।
ব্যবসার নামে তারা ধুমধামে লুটেছে হিরের আসন
মানবতাকে চিৎকরে ফেলে দিয়েছে দু'পায়ে ঠাসন।
দিনে দিনে তোরা হয়েছিস গোড়া তাদের নিয়মে চলে
তাদের পথেই রয়েছিস আজও বেঁচে থাক কিবা ম'লে।
তারা নির্মম সত্যের যম মিথ্যা তাদের পথ
বিভাজন করে মেরে দিবে ব্যাটা বলে দিনু আলবত।
মিথ্যে ইস্যুতে করবে হিসু তোদের পবিত্র গায়ে
বাঁধাবে তারা খুব কৌশলে মারামারি ভায়ে ভায়ে।
©somewhere in net ltd.