![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল আহমেদ মাসুম
এক যে ছিল রূপাবতী পড়ত রসায়নে
সুন্দরীদের সুন্দরী সে ভাবতো মনে মনে।
এস.এস.সিতে রেজাল্ট ভালো ফোর পয়েন্ট ছিক্স
ইন্টারেতে প্লাস পেতে হয়নি কোনো রিস্ক।
চারদিকে তাই খুশির খবর পড়লো ছড়িয়ে
যাই যেখানে আত্মীয় ছিল আসলো দৌঁড়িয়ে।
রূপাবতী ভাবলো শেষে পড়বে মেডিকেলে
কোচিং করে পড়ার চাপে যাচ্ছে শুধু হেলে।
মেডিকেলে চান্স না পেলে পড়বে ঢাকাতে
পড়তেই হবে যেভাবেই হোক ফার্মেসীতে।
চান্স হলো না মনের মতো ছোট্ট সোনার দেশে
রসায়নে রাজশাহীতে পড়লো অবশেষে।
ফাস্ট ইয়ারের প্রথম দিনে ক্লাস রুমে এসে
বড় বড় বুলি ছেড়ে যাচ্ছে শুধু হেসে।
রূপাবতীর ক্লাসমেটরা গেঁও নাকি সবে
তাই তো রূপা মনে মনে ফাটছে শুধুই ক্ষোভে।
পোশাক ভালো রূপও ভালো রেজাল্টটো তার ভালো
ক'জন মেয়ে তার মতো জ্বালায় ধরায় আলো।
ডাক্তার, ইঞ্জিনিয়ার করবে সে যে বিয়ে
কত জনা যেচে যেচে যাবে তাকে নিয়ে।
সেকেন্ড ইয়ার বয়েস বিয়ার আসে না যে কেউ
বি.সি.এস ক্যাডার এলেও লাগতো মনে ঢেউ।
থার্ড ইয়ারে উঠলো তবু হলো না তার বিয়ে
রূপাবতীর রূপ দেখেও গেল না কেউ নিয়ে।
যাচ্ছে সময় বিয়ের বয়স কেউ আসে না যেচে
চাকরিজীবী যে কেউ হলে যাবে সে যে বেঁচে।
বাঁচলো না আর রূপাবতী ফোর্থ ইয়ারের পালা
দেয় না কেহ ভালবেসে রূপার গলায় মালা।
পেতাম যদি ক্লাসমেটকেউ ভাবে মনের ভুলে
কলেজেরও টিচার হলে যেতাম গলায় ঝুলে।
মাস্টার্স এ উঠলো রূপা সেকেন্ড ক্লাস নিয়ে
ডিগ্রি আছে তবুও রূপার হচ্ছে না আজ বিয়ে।
রূপার মতো এ দেশেতে মেয়ে আছে মেলা
ছোট বলে সব কিছুকে যারা করে হেলা।
অবশেষে বধূর বেশে সাজলো সেই যে রূপা
ছেলে ভালো বিদেশ থাকে পেশায় কিন্তু ধোপা।
২| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০
মোঃ সরব বাবু বলেছেন: নিচ থেকে দশ নম্বর লাইনে মনে হয় (হচ্ছে+না) হবে, তাই না?
৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১
মোঃ সরব বাবু বলেছেন: নিচ থেকে দশ নম্বর লাইনে মনে হয় (হচ্ছে+না) হবে, তাই না?
৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডিগ্রি আছে তবুও রূপার হচ্ছে আজ বিয়ে।
আমার মনে হয় লাইনটি ঠিক আছে , আজ ধোপার সাথে রূপার বিয়ে হচ্ছে এমন বুঝানো হচ্ছে ।
কবিতা ভাল লেগেছে ।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮
রাসেল আহমেদ মাসুম বলেছেন: না ছুেট গেেছ
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০২
হাবীব কাইউম বলেছেন: