নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে ভালোবাসতে পারলে ভালো লাগে

রাসেল আহমেদ মাসুম

রাসেল আহমেদ মাসুম › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের বধূ, শহর বধূ, ফ্যাশান বধূ

১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

১.
গাঁয়ের বধূ
রাসেল আহমেদ মাসুম

গাঁয়ের বধূ শ্যামলা বধূ আঁধার কালো চুল
চোখ দুটি তাঁর মায়ের আদর কাজগুলি নির্ভুল।
নিখুঁতভাবে কাজ করে সে সত্যি কারুকাজ
আপ্যায়ণে দারুণ পটু ঘোমটা পরা লাজ।
আজান হলে ওজু করে নামাজ আদায় করে
আল্লাহ মাবুদ দেয় যেন গো সুখ শান্তি ঘরে।
কঠিন শ্রমী গাঁয়ের বধূ একাই করে কাজ
দাসী বাধি তার লাগে না সোহাগ জড়া লাজ।
গাঁয়ের বধূ শ্যামলা বধূ কানে সোনার দুল
তোমার সুখেই ডাকে সদা মাছরাঙ্গা, বুলবুল।
শহর বধূ তোমার মতো হতো যদি সাদা
উন্নতিতে থাকতো না আর কোনো প্রকার বাঁধা।
গাঁয়ের বধূ দোয়া কর শহর বধূর লাগি
তোমার মতো তারাও যেন আবার উঠে জাগি।


২.
শহর বধূ
রাসেল আহমেদ মাসুম

শহর বধূ ফ্যাশন বধূ বব কাটিং চুল
চোখ দুটি তার মেকাব মাখা ভুরু চাছা ভুল।
কাজ কর্মে নেই কোনো সখ সত্যি ফাঁকিবাজ
অন্তরটাই অগোছালো বাইরে মেকি সাজ।
আজান হলে কিসের ঘোমটা চুলগুলো ঢের উড়ে
ডানাকাটা নাভি দেখা বেলাউজ পরে ঘুরে।
কর্মবিমুখ শহর বধূ বাচ্চা দেওয়াই কাজ
ডানে দাসী বামে দাসী নেই কো তাতে লাজ।
শহর বধূ ফ্যাশন বধূ গায়ে নকল দুল
পথে তাকে শিস মারে ঐ মাস্তান বুলবুল।
গাঁয়ের বধূ তোমার মতো থাকতো যদি ডুবে
উন্নতিটা জাদুঘরে দেখতিস যেত কবে!
শহর বধূ চেষ্টা কর গাঁয়ের বধূ হওয়ার
তোমার ঘরে সুখ শান্তির আসবে দেখ জোয়ার।

৩.
ফ্যাশান বধূ
রাসেল আহমেদ মাসুম

ফ্যাশান বধূ
ছড়ায় মধু
রাস্তার উপুরে ,
মধু মেখে
তাকে দেখে
শিস দেয় কুকুরে।
বব চুল
হাই হিল
পেছনটা দুলিয়ে,
পথিকের
যুবকের
মাথা দেয় ঘুলিয়ে।
ন্যাকে হাঁটা
ডানা কাটা
নাভিখানা দেখিয়ে,
পোজ দেয়
কাছে চায়
মাজাখানা বেকিয়ে।
রোজ রোজ
সাজগোজ
যেন এক পেশা তার,
নিজেদের
খায়েশের
চিন্তাটা বারবার।
মশগুল
শুধু ভুল
ফ্যাশানি বধূদের,
মিছামিছি
খিচাখিচি
রাস্তার যদুদের।








মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

আরণ্যক রাখাল বলেছেন: প্রথমটা ভাল লেগেছে| পরেরগুলো পড়ে মনে হল ষাটের দশকে আপনার জন্ম নেয়া উচিৎ ছিল| আপনার যদি নাভি ইত্যাদি ইত্যাদি দেখার ইচ্ছা না থাকে, তবে সানগ্লাস পরে আকাশ পানে চেয়ে হাঁটুন| নতুবা টুপি পরে মসজিদে গিয়ে জিকির করুন| ব্যক্তি স্বাধীনতায় হাত দেয়া যাবে না| সামুতে ঢুকেই বাজে একটা পোস্ট পড়লাম| ধুর

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬

রাসেল আহমেদ মাসুম বলেছেন: আপনার সমালোচনার জন্য ধন্যবাদ আরণ্যক ভাই। আপনার সমালোচনা কিছুটা হলেও আমাকে দিক নিদের্শনা দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.