নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে ভালোবাসতে পারলে ভালো লাগে

রাসেল আহমেদ মাসুম

রাসেল আহমেদ মাসুম › বিস্তারিত পোস্টঃ

ভন্ডরাজ

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

ভন্ডের রাজা থাকে
গন্ডের দেশে,
চাটুকার সব তার
থাকে সাধুবেশে।
সাধুবেশে সারাদেশে
খাড়া করে তত্ত্ব,
তালগাছ তার চাই
চাই সে কি অত্ত!
শুধু টাকা, টাকা চাই
ভন্ডের ভক্ত,
লুটপাট হাট,মাঠ
যাক ঝরে রক্ত।
ছিনতাই গুমখুনে
ক'জনই বা মরে রোজ,
গাঁজা, মদ, তাড়ি, হাড়ি
খায় রাজা ডালভোজ।
তাই তার মাথা ঠিক
সব সময় থাকে না,
ভুল ভাল্ বকে সব
এ খবর রাখে না।
তাই তিনি করে দিতে
মুখখানা বন্ধ,
"মাল" খেয়ে চোখ দুটো
করে রাখে অন্ধ।
তাই বলে ভক্তরা
জয় বাবা ভন্ডরাজ,
আছেন বলে গন্ড দেশে
চলে সব কাজ।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.