![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল আহমেদ মাসুম
রাতের বেলায় কিচিরমিচির করছে মুরগি ছানা
সেই সুযোগে বনবিড়ালে তাই তো দিচ্ছে হানা।
সন্ধ্যা বেলায় ওঠনি টঙ্গে
বিবাদে থেকেছো, থেকেছো রঙ্গে
শুধু ঠোকাঠুকি শুধু মারামারি তোমাদের আছে জানা
সেই সুযোগে বনবিড়ালে তাই তো দিচ্ছে হানা।
তিন বেলাতে পেয়েছো আহার
ওঠেনি কো জ্বলে পেটের নাহার
এত সুখকে দেখ নি তোমরা সেজে থেকেছো কানা
সেই সুযোগে বনবিড়ালে তাই তো দিচ্ছে হানা।
বনবিড়ালের হানা
আমাদের আছে জানা
টঙ্গে না উঠলে খোয়া যাবে তাই তোমাদের ষোল আনা
সচেতন হও বিশ্বব্যাপীয়া যত মুরগির ছানা।
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লিখেছেন
২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
রাসেল আহমেদ মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লিখেছেন