![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল আহমেদ মাসুম
ভালো লাগে চন্দ্র সুরুজ
ভালো লাগে তারা,
ভালো লাগে আকাশ পাতাল
সাথে নদীর ধারা।
ভালো লাগে গোস্ত পোলাও
ভালো লাগে পায়েশ,
ভালো লাগে দেখতে স্বপন
সাথে আরাম আয়েশ।
ভালো লাগে ক্ষেতের জমি
ভালো লাগে চাষা,
সবার চেয়ে ভালো লাগে
মায়ের ভালোভাসা।
©somewhere in net ltd.