![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসো বলে জীবনটাকে করতে পারি নি কালো
চিৎকার দিয়ে জানিয়ে দিয়েছি তোমারে বাসি গো ভালো।
ভালোবাসো বলে কাঁপতে পেরেছি শীতে
অনায়াসে তাই তোমারে নিয়েছি জিতে।
ভালোবাসো বলে করতে পেরেছি যুলুমের প্রতিবাদ
সত্যকে পেয়ে সত্যের সাথে মিলাতে পেরেছি কাঁধ।
ভালোবাসো বলে কাঁদতে শিখেছি দুঃখে
অন্যায় কাজে পাষাণ বেঁধেছি বুকে।
ভালোবাসো বলে গেয়ে যাব সদা সত্যের জয়গান
ভালোবাসি বলে তোমার জন্য দিয়ে যাব এই প্রাণ।
©somewhere in net ltd.