![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7
একটা মেয়ে ছোট বেলা থেকে দেখেছি। বলতে গেলে আমার চোখের সামনেই বড় হইছে। সেই মেয়েটার বর্তমানে বয়স ১৬ এর মত হবে। আহা! এই বয়সে মেয়েটা যে কি খেলায় না দেখালো। চার/পাচটার উপরে প্রেম! শুধু প্রেমই না আর কত কি বলে বুঝাতে পারবনা, বুইঝা লন। এর জন্য ওই মেয়ের বাপ মাইর ও খাইছে পোলাপাইনের হাতে। উঠতি যৌবনে পা দিতেই মেয়েটা কেমন যেন দিশেহারা হয়ে গেল। বাপ মায়ের কন্ট্রোলে না থাকলে যেমন হয় আরকি। মাস খানেক আগে একটা ছেলের সাথে পলাইয়া গেছিলো। তারপর ৬/৭ দিন পর অজ্ঞান অবস্থায় পাওয়া যায় পাশের এলাকার এক জনের বাড়িতে। মাগার মাইয়া কিছুতেই মুখ খুলে নাই। যাই হোক মেয়েটা অল্প বয়সেই নষ্ট হয়ে গেল..তার বাপ আবার এলাকার নাম করা একজন সুদ খোর! এটা তারই প্রভাব হয়তবা, জানিনা...
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫১
রাসেলহাসান বলেছেন: আমার বাপে কোন খোর না, তবে ভাই মানুষের ভালো দিক নিয়ে যদি আলচনা করা হয় মানে ভালোকে খারাপ বানানো হয় সেটা গীবত। তবে খারাপ দিক তুলে ধরা গীবত কিনা এটা জানতাম না। আর এটা যদি গীবতই হয়, তবে আমরা যে সরকার কিংবা রাজনীতি নিয়ে তুলোধুনো করে ফেলি তাহলে সেটা কি? যে যায় করুক তাকে নিয়ে লেখালিখি করি সেটা কি?
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৪
বটের ফল বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪
রাসেলহাসান বলেছেন:
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
আরজু পনি বলেছেন:
পরিবারের মানুষগুলোর সম্পর্কের আরো উন্নতি হোক ।
বয়ঃসন্ধির বাচ্চাদের প্রতি পরিবারের মানুষগুলোর বেশি যত্ন, মনোযোগ দেয়া প্রয়োজন ।।
আর সন্তানের চোখে পিতা যেন পিতাই থাকে ...শ্রদ্ধার পাত্র থাকে ।
পিতা যেন সন্তানের চোখে ক্রিমিনাল হয়ে না যায় ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২
রাসেলহাসান বলেছেন: একমত ভাই,
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১
আন্ধার রাত বলেছেন:
পিতা যেন সন্তানের চোখে ক্রিমিনাল হয়ে না যায় ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪
রাসেলহাসান বলেছেন: ঠিক কথা বলেছেন।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৫
স্তব্ধতা' বলেছেন: আর আপনে যে এতক্ষন বেহুদা গীবত গায়া গেলেন, আপনার বাপে কী খোর?