![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7
গভীর রাত, জরিনার বাপ আর জরিনার মা ঘুমায় আছে। হঠাৎ জরিনার বাপের ঘুম ভেঙ্গে গেল। প্রচণ্ড মুত চেপেছে জরিনার বাপের। এত রাতে বাহিরে মুততে যেতেও ভয় পাচ্ছে জরিনার বাপ। পাশে থাকা জরিনার মায়েরে কি ডাকবে ? নাহ একাই যায় ভাবল জরিনার বাপ। বুকে সাহস নিয়ে কোন মতে বিছানা ছাড়লো জরিনার বাপে..ঠিক সেই মুহূর্তেই কারেন্ট চলে গেল জরিনার বাপ তো আরো ভয় পেয়ে গেল। এমন সময় ঘুম জড়ানো কণ্ঠস্বর শুনতে পেল জরিনার বাপে, এই কোথায় যাচ্ছো তুমি ? কণ্ঠস্বর শুনে ভয়ে জমে গেল জরিনার বাপের পুরা শরীর। কোন মতে ঢোক গিলে বলল, কে কে কথা বলে ? ওপাশ থেকে কণ্ঠস্বর ভেসে এল, আরে আমি, আমি? আমি কে? বলল জরিনার বাপ। আরে আমি জরিনার মা..তুমি এত রাতে খাটের পাশে দাড়িয়ে কি কর ? জরিনার বাপ হাফ ছেড়ে বাঁচল..ওহ তুমি আগে বলবা না, আমিতো ভয় পেয়ে গেছিলাম। তা তুমি অখানে দাড়িয়ে কি কর ? বলল জরিনার মা। না মানে মুততে যাবো তাই, দাড়িয়ে আছি..তা যাও দাড়িয়ে আছো কেন ? জলদি যাও..দরজাটা খুলে বারান্দার কোনায় মুততে বসে গেল জরিনার বাপ। অনেক রাত হয়ে গেছে তাই বাহিরে আর বেরোনো হলোনা। জরিনার বাপ মুতছে আর চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখছে,
মাথার উপরে তেঁতুল গাছ, গাছের দিকে তাকিয়ে ভাবছে এত রাতে তেঁতুল গাছ থেকে যদি কিছু...না না না কি সব উল্টা পাল্টা ভাবছি। আবার মুতে জোর বাড়ালো জরিনার বাপ। হঠাৎ তেঁতুল গাছের একটা পাতা নড়ে উঠলো। পরানটা ধুক ধুক করে উঠলো জরিনার বাপের, মুত ও থেমে গেল..ঠিক সেই মুহূর্তে আওয়াজ ভেসে এল, এই তুমি এখানে কি করছো ?...কণ্ঠস্বর শুনেই মাথা ঘুরে পড়ে গেল জরিনার বাপ। জ্ঞান ফেরার পর, জরিনার বাপ দেখল টার পাশে জরিনার মা আর পাশের বাড়ীর মফিজ দাঁড়ানো।
জরিনার মা কইলো, বারান্দায় বইসা মুত্তা ছিলা কেন ? আর আমার গলা শুইনা মাথা ঘুইরা পইড়া গেলা..কাহিনী কি ? তারপর সব ঘটনা খুইলা কইল জরিনার বাপ মফিজের কাছে। মফিজ কইল কোন চিন্তা নিয়েন না, আমি অক্ষুনি রাসেল ভাইয়ের কাছে sms কইরা দিতাছি এই ঘটনা..রাত্রেই মুত এফেম এ শুনতে
পারবা...
এই কথা শুনতে শুনতে জরিনার বাপে আবার জ্ঞান হারালো......
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
রাসেলহাসান বলেছেন:
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২
অর্থনীতিবিদ বলেছেন: বেচারা জরিনার বাপ ঠিকমতো মুততেও পারলো না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
রাসেলহাসান বলেছেন:
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৬
গুরুমিয়াঁ বলেছেন: প্রচণ্ড মুত চেপেছে জরিনার বাপের। বেচারা ঠিক মতো মুততেও পারলোনা।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫১
বটের ফল বলেছেন: বেচারা!!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩
রাসেলহাসান বলেছেন:
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
পথহারা সৈকত বলেছেন: অর্থনীতিবিদ বলেছেন: বেচারা জরিনার বাপ ঠিকমতো মুততেও পারলো না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
রাসেলহাসান বলেছেন: ভুতের ভয়ে ক্যামনে মুতবে,
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯
নষ্ট কাক বলেছেন: "জরিনার বাপ"আর "মুত" দিয়াই তো গল্পের অর্ধেক শেষ