![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7
সে অনেক দিন আগে ছোট কালের কথা।
তখন ক্লাস ফাইভে পড়ি। ক্লাস ফোর থেকেই ফলো
করতেছিলাম জুবাইদাকে, কিভাবে প্রপোজ করবো
ঠিক বুঝতে পারছিলামনা।
নাইমের কথা মনে পড়লো কিছুদিন আগে ক্লাসে
রাবেয়াকে প্রপোজ করেছিল চিঠির মাধ্যমে।
সেই চিঠি রাবেয়া স্যারের কাছে জমা দিয়ে দিছিলো।
তারপর সে কি মাইর খাইলো নাইম..
না এভাবে প্রপোজ করা যাবেনা,
যদি স্যারের কাছে বলে দেই? তাহলে কিভাবে বলব,
"তোমাকে আমার খুব ভালো লাগে জুবাইদা"
বাধন আমার আরেক ফ্রেন্ড চালু মাল!
মাইয়াদের ক্যামনে যেন পটাইয়া ফেলত।
ওর মত হলে তো কথায় ছিলনা।
যাই হোক বাধন আমাকে একটা আইডিয়া দিল,
তুই জুবাইদাকে চোখ মারবি তাহলেই কাম শেষ।
ও পটে যাবে। আমি: তাই?
শুধু চোখ মারলেই হবে?..হ্যাঁ হবে।
ওর কথা মত চোখ মারার বহুত ট্রাই করলাম।
জুবাইদার সামনে গিয়ে যেই চোখ মারতে যায়,
সেই দুই চোখ একসাথে ক্যামনে যানি বন্ধ হয়ে যাই।
ও তাকাই আর আমি একসাথে দুই চোখ টিবনি দেই..
মাগার কাম হয় না। কিছু দিন এমনে কাটলো।
তারপর একদিন সাহস করেই এক চোখ মেরে দিলাম।
তারপর যা হবার কথা, শালি ক্লাস ভর্তি ছাত্র ছাত্রিদের মধ্যে দাঁড়াইয়া স্যাররে সব বলে দিল।
হেরপর, স্যার কি বানান আর কি অপমান না করছিল সেদিন.. তারপর অনেক দিন কোন মাইয়ারে
এই গুলা করতে সাহস পাই নাই।
মাগার পরবর্তীতে একখান ঘটনা ঘটছিল,
সেই জুবাইদা আমার হারামি ফ্রেন্ড বাধনের কু জাদুতে পইটা গেছিলো।
হায়রে কপাল!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৭
রাসেলহাসান বলেছেন: না কোন দুঃখ নেই, যা কপালে ছিল তাই হইছে।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০১
নষ্ট কাক বলেছেন: বাঁধন মিয়া মাল একটা !
আপনারে চোখ টিপানির টিপস দিয়া চামের উপরে
জুবাইদারে আদায় কইরা নিল
পুড়া কপাইল্লা !
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৬
রাসেলহাসান বলেছেন: হ' রে ভাই,
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩০
ভিটামিন সি বলেছেন: জুবাইদা রা এমনই হয়। জোবায়েরদের মরে পেরেক মাইরা খালেক, বশিরের গলায় ঝুইল্লা যায়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯
রাসেলহাসান বলেছেন: একবারে কারেক্ট কথা,
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনের তো দেহি আসলেই .....
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০
রাসেলহাসান বলেছেন: ছ্যাকা দিছে,
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৮
অর্থনীতিবিদ বলেছেন: বেশিরভাগ সময় এটাই হয়। অর্থাৎ আপনি যাকে ভালবাসবেন সে আপনাকে কখনই ভালবাসবে না। শুধু গুটিকয়েক ভাগ্যবান ছেলে ভালবাসার মানুষটিকে আপন করে পাওয়ার সৌভাগ্য অর্জন করে। বোঝাই যাচ্ছে সে দলে আপনি নেই। দুঃখ করবেন না। কারো জন্য কারো জীবন থেমে থাকে না।