![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7
আজকে সন্ধার পর একটা নিউজ শুনে মনটা অনেক খারাপ হয়ে গেলো।
বন্ধুরা মিলে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম।
এর মধ্যে নীরব এর কাছে একটা ফোন আসলো। ফোনে কথা বলা শেষ করে নীরব বলল, A+ রক্তের প্রয়োজন!
তোদের মধ্যে কারো কি এ" পজেটিভ রক্ত আছে?
আমি বললাম,
কি হয়েছে দোস্ত? কার রক্ত লাগবে?
ওর কথাগুলো শুনে আসল ঘটনাটা বুঝতে পারলাম। নীরবের এলাকার ওর একটা ফ্রেন্ডের ভাইয়ের স্ত্রীর জন্য এ" পজেটিভ
রক্তের প্রয়োজন।
যে কারনে রক্ত লাগবেঃ
ওই মেয়েটা তার পাঁচ মাসের বাচ্চা নষ্ট করে ফেলেছে!
অনিচ্ছাকৃত ভাবে নয়,
নিজের ইচ্ছায়। এই বাচ্চা নষ্টের পেছনে তার স্বামীরও যথেষ্ট মত ছিল।
এই বাচ্চা নষ্ট করাতে ওই মেয়ে তার জন্ম নিয়ন্ত্রক ক্ষমতাও হারিয়ে ফেলেছে।
আর হয়ত ভবিষ্যতে কোন ছেলে, মেয়ে হবেনা!
বাচ্চা নষ্ট করার পেছনেও যথেষ্ট কারন #রয়েছে।
ওই মেয়ের আরেকটা ছেলের সাথে গোপন সম্পর্ক রয়েছে। শুধু একটা না , একের অধিকও থাকতে পারে।
কিন্ত তার স্বামী তাকে অন্ধ ভালবাসার কারনে কিংবা অন্য যে কোন
আবাদেরের কারনে হোক?
বাচ্চা নষ্ট করার জন্য তার স্ত্রীকে সমর্থন দিয়েছে।
আমার কথা হচ্ছে, যাই হোক না কেন,
বাচ্চাটা কি অপরাধ করেছিলো?
তার কি দোষ ছিল?
সে তো নিস্পাপ ছিল।
কেন তুই তোর বেশ্যা গিরি কিংবা প্রেমিকের চাহিদা মেটানোর জন্য এই নিস্পাপ বাচ্চাটাকে হত্যা করলি?
আর হত্যায় যখন করবি,
তাহলে পাঁচ মাস কেনই বা তোর পেটে নিলি?
আগেই ফেলে দিতে পারতি?
আর তুই কেমনই বা পিতা হলি যে তোর নিজের সন্তানকে
হত্যা করতে তোর একটুও বুক কাপলোনা!
কি বলে তোদের সম্বোধন করবো?
কিছুই মাথায় আসছেনা।
এর ফল তোদের ভোগ করা লাগবেই।
সারা জীবন এর মাশুল তোদের গোনা লাগবে।
উপরে একজন আছেন, তার কাছেই বা কি জবাব দিবি?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
রাসেলহাসান বলেছেন: ঠিক বলেছেন ভাই।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫
খাটাস বলেছেন: মানসিক প্রতিবন্ধী তো দুজন ই - একজন ভালবাসায় অন্ধ হয়ে বউ এর অন্যায় মেনে নেয় আবার বউ কে ফেরাতে ও পারে নি।
আর একজন বিয়ের পর ও চরিত্র ঠিক করে নি আবার নিজের সন্তান কে মারে নিজের কুকর্মে ।
কিছু মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা না করে মাটি চাপা দেয়া উচিত- এরা সেই জাতের।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৭
রাসেলহাসান বলেছেন: খাটাস ভাই কারেক্ট কথা বলছেন। এদের মাটি চাঁপা দেওয়ায় উচিৎ।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২০
স্বাধীন কিবোর্ড বলেছেন: তাদের দর্শন করতে মুঞ্চায়!!!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
রাসেলহাসান বলেছেন: আমার তো মাইরা ফেলতে মুঞ্চায়!!
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
ডরোথী সুমী বলেছেন: কিছু মানুষ একদম নষ্ট হয়ে গেছে। সুস্থ চিন্তা তাদের মাথা থেকে ডিলিট হয়ে যাচ্ছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
রাসেলহাসান বলেছেন: সত্যিই তাই।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
মদন বলেছেন: দু:খ জনক
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
নতুন বলেছেন: ওই মেয়ের আরেকটা ছেলের সাথে গোপন সম্পর্ক রয়েছে।
বিয়ের পরেও যে পরকীয়ায় মজে তার জন্য করুনা হয়.... এরা বুঝবে তবে অনেক দেরীতে...