![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7
আমি মার্কেটে গেছি সাথে একটা ফ্রেন্ড রে নিয়া। শপিং সেন্টারে উঠেছি ২ টা গেঞ্জি কিনবো তাই। দোতালায় উঠে আমি আর আমার ঐ বন্ধু দুইজনে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছি। কোন গেঞ্জি পছন্দ হচ্ছিলোনা। দেখতে দেখতে এক পর্যায় একটা দোকানে সুন্দর সুন্দর কয়েকটা গেঞ্জি দেখতে পেলাম। আমি সব গুলো গেঞ্জি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমার পাশেই আমার ফ্রেন্ড দাঁড়ানো ছিল। আমি দোকানের ঝুলিয়ে রাখা গেঞ্জির দিকে তাকিয়েই পাশে বন্ধুর হাত শক্ত করে ধরলাম। হাত শক্ত করে ধরে টানতে টানতে দোকানের ভেতর নিয়ে গেলাম। আর কোইতে লাগ্লাম, শালা তুই কস এই মার্কেটে ভালো গেঞ্জি নাই? তাইলে এইগুলা কি?
এই কথা বইলাই আমি বন্ধুর মুখের দিকে তাকালাম। পুরাই টাস্কি খাইলাম তাকাইয়া!
আমি আমার বন্ধুরে ভাইবা আরেকটা পোলার হাত ধইরা দোকানের মধ্যে টাইনা আনছি!
সে কহিলো, কি ভাই? আমারে টাইনা আনছেন কেন?
আমি আর কি কমু? লজ্জায় আমার মুখ লাল হয়ে আছে। হের বোইন দেখলাম
পোলাডারে ডাকতেছে, অ্যাই দোকানের মধ্যে কি করিস বাইরে আয়।।
আমিতো মনে মনে কইতে লাগ্লাম ইশ' লজ্জার ব্যাপার, না বুইঝা পোলাডারে
#শালা বানাইয়া দিলাম!!
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪০
রাসেলহাসান বলেছেন: চরম আছিলো।
২| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪০
রাসেলহাসান বলেছেন:
৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬
অক্টোপাস বলেছেন: আহা মরি মরি কি লজ্জা
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪১
রাসেলহাসান বলেছেন: চরম লজ্জা।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭
বশর সিদ্দিকী বলেছেন: ভাল টাইমিং করছেন ব্রাদার।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪২
রাসেলহাসান বলেছেন: হুম, হেব্বি টাইমিং।
৫| ১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:২৫
আহমেদ নিশো বলেছেন: তাইলে শালা কইতে সমস্যা কি মিয়া?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৯
রাসেলহাসান বলেছেন: কোনই সমস্যা নাই মিয়া ভাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১
আহমেদ নিশো বলেছেন: হের বইনের চেহারা ছবি কেমন