![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7
আমার মোবাইলে আন্নোন নম্বর থেকে একটা কল আসলো...
আমি: হ্যালো, কে বলছেন ? (ওপাশ থেকে একটা পুরুষের কণ্ঠ)
'এই জামাল, তুই কোথায়?
-আমি: কে বলছেন?
-আরে আমি তোর চাচা! তুই কোই গেছিস? বউডারে একলা ফালাইয়া?...
(আমি একটু মজা না নিয়া পারলাম না )
-ও চাচা!! আমি তো ঢাকা আইছি।
কেন?..কি হয়ছে?
-কি হয়ছে বুঝছ না? গত তিন দিন ধইরা তোর বউ না খাইয়া রইছে!
কিছুই খাইনা। এমনে না খাইয়া থাকলে বেচারি তো মইরা যাইবো! আর
রাগ করিস না বাবা, আই বাড়িতে ফিরে আয়।
-আমি: চাচা ওরে কন খাওয়া, দাওয়া করতে, আমি খুব দ্রুত চলে আসবো।
এই নে তোর বউয়ের লগে কথা ক"..
-আমি: ওই তুমি নাকি না খাইয়া আছো? দ্রুত খাইয়া লও। আমি কাইল
আইতাছি। না খাইলে কিন্ত আমুনা..
-আফনের গলায় কি হইছে? কেমন অন্যরকম মনে হইতাছে?
-আমি: আরে ঠাণ্ডা লাগছে তো তাই একটু অন্যরকম লাগতেছে।
তুমি খেয়ে নাও ঠিক আছে? এখন রাখি পাখি!
এই বলে ফোন টা কেটে দিলাম..
কিছুক্ষন বাদে ওই নম্বর থেকে আবার কল এলো...
হ্যালো, ওই মিয়া তুমি কেডা? ফাইজলামো করো?
তুমি তো জামাল না...
আমি:
আপনি যাকে কল করেছেন সে এই মুহূর্তে ব্যাস্ত আছে, অনুগ্রহ করে একটু পরে
কল করুন...ধন্যবাদ...
ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখলাম...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬
রাসেলহাসান বলেছেন: আমিও সেটাই চাই। মজা নিলেও ব্যাপারটা কিন্ত দুঃখজনক!!
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: যাক ইডিয়টিক কিছু বলেন নাই। যা বলেছেন ভদ্রতার সীমানার মধ্যে। এটুকু নিদোর্ষ আমোদ করাই যায়।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
রাসেলহাসান বলেছেন: হুম, আমি মানুষ টা খারাপ হইলেও অতটা খারাপ না!!
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০২
এহসান সাবির বলেছেন:
খেয়া ঘাট বলেছেন: আসল জামাল বউয়ের কাছে ভালোবাসা দিবসের আগে ফিরে যাক।
আপনি মানুষ টা খারাপ হইলেও অতটা খারাপ না!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৮
রাসেলহাসান বলেছেন:
:#>
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
অপ্রচলিত বলেছেন: মাঝেমধ্যে সীমা অতিক্রম না করে এমন নিরীহ মজা নেওয়াটা খারাপ কিছু নয়। বাস্তব রম্য ভালো লাগলো। ++++++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪১
রাসেলহাসান বলেছেন: ++++++ এর জন্য ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
রাসেলহাসান বলেছেন:
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১
খেয়া ঘাট বলেছেন: আসল জামাল বউয়ের কাছে ভালোবাসা দিবসের আগে ফিরে যাক।
আহারে বেচারি না খেয়ে আছে।