![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7
আজ আপনার পকেটে টাকা আছে। কিন্ত আপনার সেই সব বন্ধুদের পকেট খালি!
যারা আপনার দুর্দিনে ১ টাকা হলেও খরচ করেছে।
আজ আপনি মনে করছেন নিজেকে অনেক বড়।
আপনি তাদের এড়িয়ে চলছেন।
টাকা মানুষের পকেটে সব সময় থাকেনা। হয়তো আজ আছে আপনার কাছে
কাল থাকবেনা। এটাই স্বাভাবিক। তবে একটা জিনিস মনে রাখবেন সব সময়,
যে আপনার দুর্দিনে পাশে ছিল, আপনার সুদিনে তাকে কখনো ভুলবেন না।
কেউ আপনাকে ১ টাকা দিয়ে সাহায্য করলে, আপনার বিষয়টা
মাথায় রাখতে হবে যে আমার সামর্থ্য হলে,
(আর সে যদি তখন বিপদে থাকে)
অন্তত তাকে ১০ টাকা দিয়ে সাহায্য করা লাগবেই।
সব সময় নিজের স্বার্থ দেখা যাবে না।
আপনি যদি জিরো থেকে হিরো হতে পারেন, তবে হিরো থেকে
জিরো হতেও কিন্ত টাইম লাগবেনা।
"আল্লাহ" সবই পারেন।
তাই কথা একটাই, বিপদে বন্ধুর পরিচয়।
আরেকটা কথা মনে রাখবেন।
এমন যদি আপনার কোন বন্ধু থাকে যে তার সামর্থ্য থাকা সর্থেও
আপনার উপর নির্ভর করে আছে তবে যত দ্রুত সম্ভব তাকে ত্যাগ করুন।
কারন আপনার বিপদে সে কোন কাজে আসবে না। এটা লিখে রাখতে পারেন।
দুই
কথায় আছেনা, মায়ের চেয়ে মাশির দরদ বেশী!
আজকাল পোলাপাইন প্রেমিকা পাইলে সব কিছু ভুলে যায়।
বিয়ে করলে মা/বাবারে ভুলে যায়। পৃথিবীর সমস্ত সুখ নিজের প্রেমিকা কিংবা স্ত্রী রে দিতে চাই। জন্ম দাত্রীকে দূরে ঠেলে দেই!
খাবার কিছু নিয়ে আসলে চুপি চুপি আড়াল করে নিয়ে আসে, যেনো কেউ টের না পাই। ঘরে ঢুকেই বৌয়ের হাতে তুলে দেই। তখন মনে থাকেনা ছোট বেলায় যখন আইসক্রিম খাওয়ার জন্য কাঁদতাম তখন রাত ১২ টা বাজলেও "বাবা" আমার জন্য আইসক্রিম আনার জন্য বাহিরে চলে যেতো! এটা জেনেও যে এতো রাতে কোন দোকান খোলা নেই! শুধু ছেলের মুখের হাঁসি ফেরত আনার জন্য কত কিছুই না বাবারা করেছে। আজ তাদের আড়াল করে খাবার নিয়ে আসি বৌয়ের জন্য। বাবার পকেট থেকে টাকা চুরি করি প্রেমিকার সাথে ডেট করার জন্য। বৌয়ের এক কথায় মায়ের সাথে ঝগড়া শুরু করে দেই তাঁর দোষ বিবেচনা না করেই! তখন মনে থাকেনা এই মা, ছোট বেলায় সারা রাত জেগে আমাকে দুগ্ধ পান করিয়েছে! প্রসাব, পায়খানা করলে সাথে সাথে পাল্টে দিয়েছে যেনো ঠাণ্ডা না লেগে যায়! সব থেকে বড় ব্যাপার তিনি আমাকে জন্ম দিয়েছেন। যার জন্য এই সুন্দর পৃথিবীর আলো দেখতে পাচ্ছি! যে দিনের পর দিন কষ্ট সহ্য করে দশ মাস দশ দিন তাঁর গর্ভে নিয়ে আমাকে টেনে বেড়িয়েছেন! তাঁকে কষ্ট দিচ্ছি আমরা? তাঁর সাথে ঝগড়া করছি? তাঁরা বৃদ্ধ হয়ে গেলে এক ঘরে তাদের সাথে স্ত্রী সন্তান নিয়ে থাকতে বড় অসুবিধে হয়ে যাচ্ছে, তাই অবশেষে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি!!
এই বাপ, মা বড় অমূল্য জিনিস! সময় থাকতে তাদের সাথে ভালো ব্যাবহার করুন। তাদের সেবা যত্ন করুন। যতদিন বেঁচে আছে তাদের কাছাকাছি থাকুন, তাদের আদেশ মেনে চলুন। দেখবেন জীবনে সুখের অভাব হবেনা।। গ্যারান্টি দিয়ে দিলাম!!
বোনাস
এড ভাইস..
ফেসবুকে মাইয়া গো স্ট্যাটাস/পিকে ভুলেও কমেন্ট করবেন না! করলে কিন্ত ফাইসা যাবেন। মানে, নোটিফিকেশনের বন্যা বয়ে যাবে!
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১১
রাসেলহাসান বলেছেন: "আল্লাহ" আমাদের সেই তৌফিক দান করুক, আমিন।।
ধন্যবাদ। ভালো থাকবেন "লুৎফর" ভাই।
২| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!!
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৪
রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ "দেশ প্রেমিক" ভাই।
আপনার নাম টা জানা হলোনা?
"আরিশা" কেমন আছে?
৩| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩
নিশাত তাসনিম বলেছেন: সর্থেও বানানটি ঠিক করে দিন।
ভালো উপদেশ ভালো লাগলো +
ফেসবুকে মাইয়া গো স্ট্যাটাস/পিকে ভুলেও কমেন্ট করবেন না! করলে কিন্ত ফাইসা যাবেন। মানে, নোটিফিকেশনের বন্যা বয়ে যাবে!
সঠিক ।
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৯
রাসেলহাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপবার মূল্যবান বক্তব্য জানানো এবং ভুলটি শুধরে দেবার জন্য। বানান টা যে ভুল হয়েছে সেটা আগেই লক্ষ্য করেছিলাম কিন্ত ইচ্ছাকৃত ভাবে ঠিক করা হয়নি। দ্রুত লিখতে যেয়ে দেখলাম ভুল হলেও উচ্চারন তো ঠিক আছে, তাই অলসতায় রেখে দিয়েছি।
৪| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভেচ্ছা।
শুভকামনা রইল।
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৪
রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো "আলাউদ্দিন" ভাই।
৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৯
মামুন রশিদ বলেছেন: হিতোপদেশ, গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট টাচ করেছেন ।
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫
রাসেলহাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে "মামুন" ভাই।
৬| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৩
সাজিদ উল হক আবির বলেছেন: অত ভোরে মাথা ঠাণ্ডা রেখে ভালো কথাগুলো লিখলেন কিভাবে ভাই ?
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:১৭
রাসেলহাসান বলেছেন: সারা রাত জেগে চিন্তার চেতনায় ঘষামাজা করে লিখে ফেললাম ঠিক ভোর বেলাতে।।
৭| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৫
এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:১৯
রাসেলহাসান বলেছেন: অভিনন্দন! ভালো থাকবেন।
নিরন্তর শুভ কামনা রইলো।
৮| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৭
তৌফিক মাসুদ বলেছেন: ধন্যবাদ দারুন কথাগুলোর জন্য।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:০০
রাসেলহাসান বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ। স্বাগতম।
৯| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৫
মোঃ ইসহাক খান বলেছেন: কিছু পুরনো কথা সবসময়েই মূল্যবান।
শুভেচ্ছা রেখে গেলাম।
০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৭
রাসেলহাসান বলেছেন: আপ্নাকে দেখে ভালো লাগলো। মনে মনে আপনার মন্তব্যের আশা করছিলাম। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন "প্রিয় গল্পকার"
১০| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯
অদৃশ্য বলেছেন:
সুন্দর পোষ্ট...
শুভকামনা...
০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৯
রাসেলহাসান বলেছেন: কেমন আছেন? আপ্নাকে দেখে ভালো লাগলো। নামটা জানতে পারি "প্রিয় অদৃশ্য" ভাইয়ের?
১১| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
উপদেশ ভাল্লাগছে।
শুভকামনা।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ২:০৯
রাসেলহাসান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আপনার জন্যও অনেক শুভচ্ছা এবং শুভ কামনা রইলো।।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০০
লুৎফুল ইসলাম বলেছেন: সদুপোদেশ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের কে মা,বাবার সেবা করার জন্য সুযোগ দান করুন ।আমরা যেন মা,বাবা,ভাই,বোন,পরিবার এবং সমাজের প্রত্যেকের জন্য সঠিক কর্তব্য পালন করতে পারি।আমিন।