নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কোন পরিচয় নাই।

আমি রাছেল খান

বলার মত কিছু নেই

আমি রাছেল খান › বিস্তারিত পোস্টঃ

দেশটা কি চোরের দেশ হয়ে গেছে? না, আগে থেকেই ছিলো।

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

গ্রামের এক দরিদ্র কৃষক বঙ্গবন্ধুকে ভালোবেসে তার নিজ খেত থেকে শাক নিয়ে গিয়েছিল দেয়ার জন্য। বাসার নিচে দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা শাকগুলো উপরে নিয়ে গিয়েছে। বঙ্গবন্ধু শাকগুলো দেখে ২০ টাকা দিয়েছে ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে। কৃষক টাকা পেয়ে মন খারাপ করে ফেললো। টাকা সহ তিনি উপরে উঠলেন এবং বঙ্গবন্ধুকে বল্লেন " আমি আপনাকে ওনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, টাকার জন্য শাক নিয়ে আসিনি। আমার নিজের খেত থেকে আপনার জন্য নিয়ে আসছি। এটা বলে টাকাটা ফেরত দিলেন। বঙ্গবন্ধু বল্লেন তো ১০ টাকা কেন? কৃষক বল্লেন উনিতো আমাকে ১০ টাকাই দিলো। বঙ্গবন্ধুর ততক্ষণে বুঝা হয়ে গেছে। বঙ্গবন্ধু তখন আক্ষেপ করে বল্লেন এই ২ মিনিটের মধ্যে দোতলা থেকে নামতে ২০ টাকা যদি ১০ টাকা হয়ে যায়, তাহলে এই দেশ থেকে আর কিইবা আশা করা যায়?

স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। তখন বঙ্গবন্ধু বিভিন্ন দেশ থেকে সাহায্য এনে দুর্ভিক্ষ মোকাবিলা করছিলো, এই সময় সাহায্য আসে ৮ কোটি কম্বল। কিন্তু দেশের জনসংখ্যা ছিল তখন ৭ কোটি। তারপরও নাকি কম্বলের ঘাটতি পড়ছিল কারণ এত পরিমাণ কম্বল চুরি হয়ে যায়।
এক জনসভায় তখন বঙ্গবন্ধু বলেন "সাত কোটি জনতার জন্য আট কোটি কম্বল এসেছে। আমার কম্বল কৈ?" তিনি আরো বলেন- আমার কৃষক দুর্নীতি করে না, আমার মজদুর দুর্নীতি করে না, দুর্নীতি করে আমাদের শিক্ষিত সমাজ।’তিনি আফসোস করে আরও বলেছিলেন, ‘সবাই পায় সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি’।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা আজ নতুন জানলেন মনে হয় !!!
এদেশটা যে চোরের খনি তা তো
বঙ্গবন্ধু আগেই ঘোষণা করেছিলেন।
ভুলে গেলে আর একবার স্মরণ করে দিচ্ছি!
" দেশ স্বাধীন করলে সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি..!!
আমার ডানে চোর, বাঁয়ে চোর, সামনে চোর, পিছনে চোর, চোর আর চোর..!!!
আমি বিদেশ থেকে যা কিছু আনি এই চোর চাটার দল সব খাইয়া ফেলায়..!!!
সাত কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল আনছি , অথচ আমি আমার টাও পেলাম না..!! ’’


- শেখ মুজিবুর রহমান

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:০৫

আমি রাছেল খান বলেছেন: মনে হয় আমাদের দেশের মাটির দোষ আছে।

২| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:০৯

সাইন বোর্ড বলেছেন: কম্বলকাহিনী মুখস্ত থাকলেও উপরের ঘটনাটি এই প্রথম জানলাম । আসলে বাস্তবতা বোঝার মত অসাধারন ক্ষমতা ছিল বঙ্গবন্ধুর, আর এখন তেল জেনেও অনেকে তাতে মজা করে সাঁতার কেটে আরাম পায় ।

৩| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

Subdeb ghosh বলেছেন: এটা তো নতুন কথা না।
দেশ স্বাধীন করলে সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি----

৪| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: শাকের ঘটনার কোনো রেফারেন্স দিতে পারবেন??
তবে হ্যা আমাদের দেশের লোকজন সৎ না। বেশীর ভাগই চোর। মানে দূর্নীতিবাজ। যারা ভালো, ধরে নিবেন তারা দূর্নীতির সুযোগ পায়নি বলে তারা ভালো আছে।

৫| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

ঢাবিয়ান বলেছেন: আপনারেতো পুলিশে ধরায়ে দিতে এক ব্লগার পোস্ট দিয়েছে। দেশে থাকলে সাবধান!!

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:০০

আমি রাছেল খান বলেছেন: হা হা। আমি জেল খানায়'ই আছি। কোন ব্লগার ভাই?

৬| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:০৭

নেওয়াজ আলি বলেছেন:

৭| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১০:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শাক দেয়ার ঘটনাটা কি আপনার মনগড়া নাকি কারো মুখে শোনা ? রেফারেন্স ছাড়া বঙ্গবন্ধুর এ জাতীয় ঘটনা ব্লগসহ কোথাও প্রকাশ না করাই কাম্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.