নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কোন পরিচয় নাই।

আমি রাছেল খান

বলার মত কিছু নেই

আমি রাছেল খান › বিস্তারিত পোস্টঃ

কোরআনের সংখ্যা বিষয়ক অলৌকিকতা

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৪

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
বাক্যটিতে রয়েছে ১৯ টি অক্ষর। কোরআনের প্রতিটি সূরার শুরুতে রয়েছে এই মহান আয়াত। এ আয়াতটি কোরআনে ১১৪ বার এসেছে, যা উনিশের ছয় গুণ। কোরআনের সূরার সংখ্যাও ১১৪টি।
(সূরা তওবার শুরুতে এ মহান বাক্যটি নেই। অন্যদিকে সূরা নামলে এ বাক্য দু’বার রয়েছে)

উল্লেখ্য, কোরআনের সর্বশেষ সূরা “সূরা আন নাস”-এর শব্দ সংখ্যা ১৯। এই সূরার প্রথম আয়াতের বর্ণ সংখ্যাও ১৯।

মুহাম্মদ এর ওপর প্রথম নাযিল হয় আল-আলাকের ১ম ৫টি আয়াত গণনায় দেখা যাবে যে তার শব্দ সংখ্যা ১৯। এ সূরা কোরআনের ৯৬ নম্বর সূরা। অন্য কথায় শেষের দিক থেকে এ সূরার অবস্থান ১৯ নম্বরে। এই সূরার মোট আয়াতের সংখ্যা ১৯।

সূরা আত তওবা থেকে সূরা নামল পর্যন্ত সূরার মোট সংখ্যা ১৯। সূরা তওবায় ” বিসমিল্লাহির রাহমানির রাহিম” শীর্ষক সূচনা-বাক্য দিয়ে শুরু হয়নি। অন্যদিকে সূরা নামলে এ বাক্য দু’বার রয়েছে।

কোরআনে ওয়াহেদ শব্দটি ১৯ বার এসেছে। রহমান শব্দটি কোরআনে ৫৭ বার এসেছে যা ১৯ এর তিন গুণ।

রহিম শব্দটি এসেছে ১১৪ বার যা ১৯ এর ৬ গুণ

১৯ টি শব্দের অক্ষর গুলোর যোগফল ৭৬ যা ১৯ দ্বারা বিভাজ

কুরআন শরীফের মোট সুরা সংখ্যা ১১৪ যা ১৯ দ্বারা বিভাজ

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০৬

সোনালি কাবিন বলেছেন:
রাশেদ খলিফা শুধু ‘বিসমিল্লাহ’র বর্ণ সংখ্যার মধ্যে অলৌকিকতা খোঁজার চেষ্টা করেননি, ‘বিসমিল্লাহ’র অন্তর্ভূক্ত শব্দগুলোর মধ্যে অলৌকিকতা খোঁজে পেয়েছেন। তিনি বলেন : “কোরানে ‘ইসম’ শব্দটি ১৯ বার, ‘আল্লাহ’ শব্দ ২৬৯৮ বার, ‘আর রাহমান’ শব্দ ৫৭ বার এবং ‘আর রাহিম’ ১১৪ বার রয়েছে যাদের সবগুলোই ১৯ দিয়ে বিভাজ্য।”



১৯৮৬ সালে দক্ষিণ আফ্রিকার ‘The Muslim Digest’ (জুলাই-অক্টোবর সংখ্যা) পত্রিকা রাশেদ খলিফার ‘গাণিতিক চালাকি’কে তীব্র ভাষায় আক্রমণ করে ‘অনিষ্টকর উৎপথগামী’ (sinister heretic) বলে মন্তব্য করেছে। তারা বলছেন : “রাশেদ খলিফার দাবি মতো কোরানে ‘আল্লাহ’ শব্দের সংখ্যা ২৬৯৮ নয়, এটি ২,৮১১ বার; আর-রাহমান ৫৭ বার নয় বরং এটি ১৬৯ বার এসেছে।” পূর্বেও ঐ পত্রিকা (জুলাই/আগস্ট, ১৯৮১ এবং মার্চ/এপ্রিল, ১৯৮২ সংখ্যা) রাশেদ খলিফার কোরান নিয়ে ভুলভাবে ‘মিরাকল’ উপস্থাপনের জন্য সমালোচনা করেছে।



কোরানে ‘বিসম’ শব্দটি ৩ বার, আলাদাভাবে ‘ইসম’ শব্দটি ১৯ বার এবং ‘ইসমুহু’ শব্দটি এসেছে ৫ বার। তাই ‘ইসম’ মোট ২৭ বার। বহুবচনরূপে ‘ইসম’ শব্দটি এসেছে ১২ বার; অর্থাৎ মোট ৩৯ বার ‘ইসম’ শব্দটি কোরানে এসেছে যা ১৯ দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। ‘বিসম’ ও ‘ইসমুহু’-এর সাথের ‘ইসম’ শব্দটি রাশেদ খলিফা তাঁর ‘১৯ মিরাকল’-এ হিসেব করেননি অথচ ‘লিল্লাহ’-তে অন্তর্ভূক্ত ‘আল্লাহ’ শব্দটি হিসেব করেছেন। কিন্তু কেন? কারণ এটি না করলে তাঁর ‘১৯ মিরাকল’-এর মিরাকল আর থাকছে না। আবার ‘আর রাহিম’ শব্দটি কোরানে ১১৪ বার রয়েছে, সেটি সত্য নয়। ‘আর রাহিম’ কোরানে এসেছে মোট ১১৬ বার (একবার বহুবচনে) যা ১৯ দিয়ে নিঃশেষে বিভাজ্য নয় (কুরানের মিরাকলের উনিশ বিশ)

২| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১৬

সোনালি কাবিন বলেছেন: কারো পড়ার ইচ্ছে থাক্লে পড়ে আসুন
কুরানের মিরাকল ১৯ এর উনিশ বিশ (বিশাল লেখা)

কুরানের মিরাকল ১৯ এর উনিশ বিশ

১২ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৪১

আমি রাছেল খান বলেছেন: যাচাই করা ছাড়াই দেখেছি, তথ্য বিভ্রান্তি রয়েছে

৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৭

সুপারডুপার বলেছেন:




এটা রাশাদ খালিফার বানানো ( সোনালি কাবিন আগেই এটা পরিস্কার করেছেন)।। এই রাশাদ খালিফা তার নিজের ইংরেজি অনুবাদকৃত কোরানে নিজের নাম পর্যন্ত ঢুকিয়ে দিয়ে তাঁর বক্তব্যের ‘ধর্মীয় গ্রহণযোগ্যতা’ আদায়ের চেষ্টা করেছে

বিস্তারিত : উকি বাংলা কুরআনের_সংখ্যাগত_বিশ্লেষণ

৪| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৩

সোনালি কাবিন বলেছেন: @ লেখক, আপ্নার অনেক পোস্টে মন্তব্য করি না কারণ ইচ্ছা হয় না। আপ্নাকে অনুরোধ করব, নেটে বিরোধীদের অনেক লেখাই আছে, আপ্নি নিজে পড়ুন আর নিজেকে নিরপেক্ষ রেখে দেখুন সেখানে যুক্তি কতটুকু।

১২ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৩৯

আমি রাছেল খান বলেছেন: আপনার রেফারেন্স না, আমার টা পড়ে যাচাই করেছেন?

৫| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: আমি ভাই কোনো মন্তব্য করবো না। মন্তব্যে করলে, আমার মন্তব্য কারো ভালো লাগবে না।

১২ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৪২

আমি রাছেল খান বলেছেন: আমার লেখার সাথে ওনার প্রথম কমেন্টের লেখার কোন মিল আছে?

৬| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৪

নতুন বলেছেন: কোরানের বত`মানের এই সুরার ক্রমকি আল্লাহ বা রাসুল সা: করে দিয়েছিলেন?

আমরা জানি প্রথম আয়াত নাজিল হয়েছিলো সুরা আলাক।

শেষ আয়াত নাজিল হয়েছিলো সেটা সুরা কি সুরা নাসের??

কোরানের আয়াতের ক্রম নাজিল হবার সময় অনুযায়ী হওয়া উচিত নয় কি?

যদি এই ক্রম মানুষ করে থাকে তাতে অলৌকিকতার কি আছে?

আর একটা প্রশ্ন কোরানের আয়াত কয়টা? ৬৬৬৬ টা? এখানে ১৯ এর কি আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.