নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কোন পরিচয় নাই।

আমি রাছেল খান

বলার মত কিছু নেই

আমি রাছেল খান › বিস্তারিত পোস্টঃ

ডেঙ্গু জ্বর হলে করনীয়

১৩ ই জুলাই, ২০২৩ রাত ১:৫২

জ্বরের সাথে নীচের ৭ টির যে কোন ২ টি থাকলেই ডেঙ্গু সন্দেহ করবেন এবং ডাক্তারের দ্রুত পরামর্শ নিবেন।

১. তীব্র মাথাব্যাথা
২. চোখে ব্যাথা (বিশেষ করে পিছনের দিকে)
৩. হাড় বা মাংসে ব্যাথা
৪. বমি বমি ভাব
৫. বমি
৬. চামড়ায় ফুসকূড়ি (rash)
৭. গ্ল্যান্ড ফুলে যাওয়া
৮. নীচের যে কোনো ওয়ার্নিং সাইন

মারাত্মক ডেঙ্গুর সতর্ক সংকেত (Warning signs)
ডেঙ্গু জ্বরের প্রথম লক্ষন দেখা দেবার ৩ থেকে ৭ দিনের মধ্যে কেউ কেউ মারাত্মক ডেঙ্গুর সংকটাপন্ন অবস্থায় চলে যেতে পারেন।

জ্বর কমে যাওয়া মানে এই নয় যে রোগ শেষ। বরং এটা হতে পারে শেষের শুরু। জ্বর ভাল হয়ে যাবার ২৪ থেকে ৪৮ ঘন্টা পরই বরং ব্লাড প্রেসার কমতে কমতে রোগী শকে চলে যেতে পারে বা লিভার, কিডনী, ফুসফুস, ব্রেন damage এর লক্ষন শুরু হতে পারে। এটা রক্ত ক্ষরনেরও কাল। এ সময়ে তাই নিয়মিত বিরতিতে ব্লাডপ্রেসার চেক করতেই হবে।

সতর্ক সংকেত বা Warning sign গুলি নিম্নরূপঃ

১. তীব্র পেট ব্যাথা।
২. ক্রমাগত বমি (দিনে তিনবার বা তার চেয়ে বেশি)
৩. দাঁতের মাড়ি থেকে রক্তপাত
৪. রক্তবমি
৫. শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস
৬. অত্যধিক দূর্বলতা, অবসাদ বা অস্থিরতা।
৭. ল্যবরেটরী টেষ্টে একই সঙ্গে PCV (hematocrit) বেড়ে যাওয়া ও Platelet দ্রুত কমতে থাকা।
৮. ব্লাড প্রেসার ডেঙ্গু পূর্ববর্তী অবস্থা থেকে কমে যাওয়া।

এ সতর্ক সংকেতগুলি নজরে রাখতে হবে এবং এর এক বা একাধিক দেখা দিলেই আপনাকে জরুরী বিভাগ/হাসপাতাল/চিকিৎসকের কাছে যেতে হবে।

(তথ্যসূত্রঃ WHO, CDC)

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪০

করুণাধারা বলেছেন: একটি প্রয়োজনীয় পোস্ট। অনেক ধন্যবাদ আমি রাছেল খান।

২| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: ডেঙ্গুর টিকা কি আবিস্কার হবে?

৩| ১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০১

আমি সাজিদ বলেছেন: অনেকে হাসপাতালে না গিয়ে/ কোন টেস্ট না করিয়ে নিজে থেকেই ঘরে চিকিৎসা নিলে, ডেংগু হেমোরেজিক ফিভার বা শক ডেভেলপ করতে পারে, যা খুবই ঝুঁকিপূর্ণ। কেউ যেন হাসপাতাল/চিকিৎসকের উপর অন্তত এই বিষয়ে অহেতুক ইগো দেখানোর চেষ্টা করে এই রোগকে প্রাণঘাতী না করে, এই কামনায়। গতকাল একটা পোস্ট এসেছে, একটায় ডেঙ্গুতে হাসপাতালে যাওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে।

৪| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৪

ফেনা বলেছেন: সুন্দর এবং খুবই প্রয়োজনীয় পোষ্ট। সবার পড়া এবং জেনে রাখা দরকার।

১৪ ই জুলাই, ২০২৩ ভোর ৪:৪২

আমি রাছেল খান বলেছেন: আমি সুন্দর পোস্টই করি, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.