নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, মাতৃভাষা ও মাতৃভূমি

শুদ্ধ হোক তোমার মন,ইতিবাচক হোক তোমার দৃষ্টিভঙ্গি,প্রকাশ হোক তোমার কর্মে,চেতনায় ও মননে ।

রাসেল মাহমুদ মাসুম

আমি খুব সাধারণ একটি মানুষ।

রাসেল মাহমুদ মাসুম › বিস্তারিত পোস্টঃ

বিএনপির একজন সমর্থক বলছি

১৯ শে মে, ২০১৩ রাত ২:৫৩

জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল বিএনপি নানা মানুষের , নানা মতের একটি প্লাটফর্ম মাত্র। বিভিন্ন সময় ভাঙ্গন ও দুর্নীতিবাজ বিভিন্ন নেতার কারনে বিএনপি বারবার হোঁচট খেয়েছে ।আর এর সাথে যুক্ত হয়েছে দেশী ও বিদেশী চক্র , যারা বিএনপিকে যেভাবেই হোক ক্ষমতার বাইরে রাখতে বদ্ধপরিকর । তবে বারবারই কেন যেন এই দলটি ফিনিক্স পাখির মত আবার দাড়িয়ে গেছে । অথচ এই দলটির সাংগঠনিক কাঠামো মজবুত তো নয়ই অধিকন্তু, বেশিরভাগ নেতাই সুবিধাবাদী। যারা আন্দোলন সংগ্রামে না ঝাপিয়ে না পড়ে, টি ভি তে নিজেদের মুখ দেখাতেই বেশি পারদর্শী । অথচ এই দলটিই আবার বাংলাদেশের ক্ষমতায় যাবে । যদি সাধারণ কোন কর্মীকেও নির্বাচনে মনোনয়ন দেয়। কেন জানেন ,এই দলের মূল প্রাণ লক্ষ-কোটি সমর্থক । কারণ এই সমর্থকেরা মনে করে এই দলই বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে । তারা একবার ঠিকমত ভোট দিতে পারলে আবার বিএনপি ক্ষমতায় আসবে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে। তাই বিএনপির নেতৃত্বকে আগামী দিনে ক্ষমতায় গিয়ে এসব সুবিধাবাদী নেতা বাদ দিয়ে আপামর জনগণের কল্যাণে মনোনিবেশ করতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.