নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, মাতৃভাষা ও মাতৃভূমি

শুদ্ধ হোক তোমার মন,ইতিবাচক হোক তোমার দৃষ্টিভঙ্গি,প্রকাশ হোক তোমার কর্মে,চেতনায় ও মননে ।

রাসেল মাহমুদ মাসুম

আমি খুব সাধারণ একটি মানুষ।

রাসেল মাহমুদ মাসুম › বিস্তারিত পোস্টঃ

হাতে লেখা পাসপোর্ট এর বদলে এম আর পি পাসপোর্ট চাই

৩১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৯

দয়া কেউ কি আমাকে সহজে এম আর পি পাসপোর্ট পাওয়ার উপায় বাতলে দিতে পারেন। আমার হাতে লেখা ২০১৮ সাল পর্যন্ত মেয়াদ সহ পাসপোর্ট আছে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: হাতে লেখা পাসপোর্ট নিয়ে নতুন ফর্ম নিয়ে প্রয়োজনীয় কাগজাদি সহ ঐ হাতে লেখা পাসপোর্ট জমা দিন। আপনার পুলিশ ভেরিফিকেশন লাগবেনা ।

২| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৬

নিজাম বলেছেন: ২০১৮ সাল পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকার পরও কেন এমআরপি পাসপোর্ট পেতে চাইছেন? এটা জরুরী নয়। পৃথিবীর যে কোন দেশে যে কোন কাজে এই পাসপোর্ট ব্যবহার করা যাবে বৈধভাবে। তবে আপনার পাসপোর্টের মেয়াদ শেষে নতুন পাসপোর্ট নিতে চাইলে এমআরপি পাসপোর্ট নেবেন। অহেতুক ঝামেলা করে নতুন পাসপোর্ট এখন জরুরী নয়।

৩| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮

শাহ আজিজ বলেছেন: মিসগাইড না করাই ভালো । ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা পিন কোড ছাড়া পাসপোর্টের কার্যকারিতা । উন্নত সব দেশেই এখন মেশিন রিড ছাড়া প্রবেশের অনুমতি নেই । তাছাড়া ঢাকাতে ট্রাই করে দেখতে পারেন কেউ আপনার হাতে লেখা পাসপোর্টে ভিসা দ্যায় কিনা । আমি জেনে শুনেই বলছি । পাসপোর্ট অফিসে গিয়ে একটু জিজ্ঞাসা করলেই তো সব চুকে যায় ।

৪| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

শাহাদাত_১৩ বলেছেন: একটি পাসপোর্টের মেয়াদ থাকে ৫ বছর। ২০১৮ পর্যন্ত মেয়াদ তার মানে আপনি গত বছর আপনার লেখা পাসপোর্ট করিয়েছেন। সেটা কি করে সম্ভব।

যাই হোক, আপনি এখন কোন ঝামেলা ছাড়াই আগের পাসপোর্ট জমা দিয়ে এবং সাথে অন্যান্য পেপারস জমা দিয়ে মেশিন রিডেবল পাসপোর্ট করিয়ে নিতে পারবেন। আপনার পুলিশ ভেরিফিকেশন লাগবেনা । নতুন পাসপোর্টে আপনার আগের পাসপোর্টের নাম্বারটি থাকবে। আগের পাসপোর্টটি তারা ফিরত দিয়ে দিবে। আগের পাসপোর্টটি আপনার নতুন পাসপোর্টের সাথে এটাচ করে রাখবেন। আপনার নতুন মেশিন রিডেবল পাসপোর্ট কোথাও ভিসার জন্য জমা দিলে আপনার পুরনো পাসপোর্টটি চাইতে পারে। আপনি যদি আপনার নতুন পাসপোর্টে কোন তথ্য পরিবর্তন করে না থাকেন তাহলে এতে ভয় পাবার কোন কারন নাই। মনে রাখবেন এটা আপনার সম্পত্তি।

হাতে লেখা পাসপোর্টে এখন নতুন করে ভিসা পাওয়া তো দুরের কথা জমাই নিবে না। বিশ্বের বিভিন্ন দেশে যারা আগে হাতে লেখা পাসপোর্টে ভিসা নিয়েছিল শুধুমাত্র তারাই এখন পর্যন্ত হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করে।

শাহ আজিজ ভাই ঠিক বলেছেন এবং আমার কথায় কোন ভুল থাকলে শুধরে দিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.