| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
rashedur rhman
অতীতে যে মানুষ আমি দেখেছি বর্তমানে তা দেখি না। আবার বর্তমানে যা দেখি আমি নিশ্চিত ভবিষ্যতেও তা দেখব না। পরিবর্তন তো হবেই। কিন্তু এই পরিবর্তন আমাদের এখানে ভাল হয় না। এই আমার চরম দুঃখ।
পদ্ম ফোটা সকালে ঘুম থেকে উঠে মুগ্ধ হয়েছিলাম
কিন্তু কে জানতো, এরই আড়ালে লুকিয়ে আছে চকচকে ছুড়ি!
পদ্ম তুলতে গিয়ে পা পিছলে পানিতে আমি
আর আমার বুকের ঠিক বাঁ পাশে পদ্ম পাতার ফাঁকে লুকিয়ে থাকা চকচকে ছুড়ি
হে ঈশ্বর, আমি এখন বিকল্প পথ খুঁজে ফিরছি।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: ঈশ্বর দেবে তার সমাধান
এজন্য সাবধান
ভাল থাকুন শুভকামনা