![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবর,
মডু,
সামু ব্লগ স্কুল ,কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ,
ইন্টারনেট, বাংলাদেশ।
বিষয়ঃ ব্লগ এ জেনারেল স্ট্যাটাস প্রদান প্রসঙ্গে ।
মডুব,
সবিনয় নিবেদন এই যে আমি আপনার ব্লগের একজন নিয়মিত পাঠক ।দীর্ঘ এগার দিন যাবত আমি সামুতে লেখালিখি শুরু করেছি।কিন্তু সাত দিন পরে আমার জেনারেল স্ট্যাটাস পাওয়ার কথা থাকলেও আমি আখন সেটা পাইনি। মডু আপনার জ্ঞাতার্থে বলছি ১ সপ্তাহে ৭ দিন হয়।আমি সে সময়টা বহু কষ্টে অতিবাহিত করেছি।
অতএব, মডুর নিকট আমার আকুল আবেদন এই যে আমার আবেদন বিবেচনা করে আমাকে অন্যের পোস্টে মন্তব্য করার সুযোগ ও জেনারেল স্ট্যাটাস দান করেন ।তা না হলে আমরণ অনশন প্যাকেজ নিমু ।
নিবেদক
রাশেদ অনি ব্লগ,সামু।
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩
রাশেদ অনি বলেছেন: ভাইরে আমার সেফ হওয়ার চিন্তা ত পরে আগে জেনারেল ই করুক!
কার পোস্ট এ মন্তব্য করে পারলে ভাল লাগত।যাই হোক, আপনাকেও ঈদ এর অনেক শুভেচ্ছা।
২| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮
এহসান সাবির বলেছেন: জেনারেল কি হয়েছেন?
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০২
রাশেদ অনি বলেছেন: না ভাই আর হইলাম কই! আমার দরখাস্ত জ্যামে আটকা পড়ছে মনে হয়।আমার ব্লগে আসার জন্য ধইন্যা।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
ইমরাজ কবির মুন বলেছেন:
||
১১দিনেই এ দশা ? একজন দেখলাম ১১মাস পর সেফ হৈসেন কিছুদিন আগে।
মিনিমাম ৩-৪ মাস তো লাগবেই।
ঈদের শুভেচ্ছা