![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা যুদ্ধে সর্বমোট ৪৭ জন সেনা কর্মকর্তা মারা গিয়েছিলেন। আর শুধুমাত্র বিডিআর বিদ্রোহে মারা গিয়েছেন ৫৭ জন। বিডিআর বিদ্রোহের পর অনেক কিছু হয়ে গেছে। বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি রাখা হয়েছে। সাথে পোশাকও পরিবর্তন করা হয়েছে। সে পরিবর্তনের ছাপ দেহ ছুঁয়ে যেন প্রবেশ করেছে তাদের অন্তরে। পাদুয়া ও রৌমারীর কলঙ্ক মুছে উড্ডয়ন করা হয়েছে শান্তির শ্বেতপতাকা। পাল্টে গেছে সীমান্তের চিত্র। উদ্ধ আচরণে বি এস এফ যখন তখন চাপছে বন্দুকের ট্রিগার আর বিজিবির শ্বেতপতাকায় লাগছে রক্তের লাল ফিনকি। রক্তাক্ত শাড়ি প্যাঁচানো ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলে থেকে বিশ্বের কাছে মহিমা কীর্তন করছে মানবতা ও মানবাধিকারের। আর আমাদের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. আন্ধা মিজান ব্যস্ত বিরোধীদলের নেত্রীকে গণহত্যার সংজ্ঞা শেখাতে। অন্যদিকে ফেলানীর হত্যাকারী বিচারে খালাস পেয়ে কাদের মোল্লার মত দুই আঙ্গুল উচিয়ে V দেখাচ্ছ।
©somewhere in net ltd.