নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা কোনোনাকোনো ভাবে সবাই পরাধীন

Bondi

Modest

Bondi › বিস্তারিত পোস্টঃ

জিজ্ঞাসা ২

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৬

যখন সবকিছুই ছিল অস্তিত্বহীন
প্রথম সৃস্টি হলো প্রেমের পিদিম
মহাকালের উদ্ভব , মহাকাশের সম্প্রসারণ

যে যার মতো কি ভাবছে ?
যে যার মতো কি ছুটছে ?
নাকি অদৃশ্য নির্দেশে সদা স্থির, সদা গতিশীল ?

সংকোচন শুরু হয়ে গেছে
অদৃশ্য নির্দেশের অপেক্ষায় নক্ষত্রগুলো
সাগরগুলো আগুনের ঢেউয়ে,পাহাড়গুলো তুলোর মতো উড়ার

সময় ফুরিয়ে কি এসেছে ?
যে যার মতো কি ভাবছে ?
নাকি অদৃশ্য নির্দেশে সদা গতিশীল ?


একদিন ঘুম ভেঙ্গে দেখবে
তোমার গায়ের রং ফ্যাকাশে
দৃষ্টিগুলো স্তম্ভিত হবে অতিপ্রাকৃতিক দৃষ্টিগোচরে
তুমি কি, ভয় পাও না ?
স্রষ্টার সামনে তোমার জিজ্ঞাসা
তবে কি? তোমার সাড়া জীবন পুণ্যে ভরা ?

প্রকাশকাল: ৭, সেপ্টেম্বর, ২০২২।





মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৮

সাইফুলসাইফসাই বলেছেন: সু্ন্দর!

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লিখেছেন। এটা কি গান হবে? গান হলে দারুণ হবে।

'পিদিম' শব্দটার চাইতে প্রদীপ শব্দটা বেটার মনে হচ্ছে আমার কাছে। তাতে ছন্দের হেরফের হয় না, ধ্বনি-মিলও বজায় থাকে।

শুভেচ্ছা।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫২

Bondi বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাই

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৭

Bondi বলেছেন: সোনাবীজ ভাই ধন্যবাদ। আপনি ঠিকই ধরেছেন। 'পিদিম ' টা বেশী ম্যাচ করেছিল টিউন এর সাথে। প্রদীপ টাও যায়

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৭

জগতারন বলেছেন:
+++
সুন্দর কবিতা।
পড়ে খুব ভালো লাগলো।
লাইক !!!

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৮

Bondi বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১০

মনিরা সুলতানা বলেছেন: আমাদের সবাই কে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে একদিন। এইটুকুই চিরন্তন শাশ্বত সত্য।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১১

Bondi বলেছেন: ঠিকই বলেছেন। এই উপলব্ধিটাই বোধগোম্যতায় আনতে চেয়েছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.