| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রশিদ সভাপতি মুমুরদিয়া
জীবনে দেখেছি এক কুমেধাবী ছাত্র
লেখাপড়া বাদ দিয়ে লেখে প্রেম পত্র।
প্রেম প্রেম মন তার প্রেম প্রেম মন
লেখাপড়া বাদ দিয়ে প্রেম করে
গড়তে চাই সোনার সিংহাসন।
প্রেমে হাসায় প্রেমে কাঁদায়
প্রেম আসে প্রেম যায়
তবুও প্রেম করতে মন চাই।
রাত হলে ঘর থেকে ভাত খেতে ডাকে মা
ছেলেটি ঘরে নেই হলে দেখে সিনেমা।
রোজ রোজ ঘুম থেকে উঠে সকাল আটটা
কেউ কিছু বললেও করে হাসি ঠাট্টা।
পরীক্ষা এলেও সে ঘুমায় খাতা মুড়িয়া
পরীক্ষা দিতে যায় বইগুলি ছিড়িয়া।
----- ---*----*----*----*----*-----
এগার বছর আগের লেখাটি কোন রকম
বিকৃতি ছাড়াই বাঁধ ভাঙার আওয়াজে
শেয়ার করলাম।
©somewhere in net ltd.