![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!
কোথাও যেতে হবে না তোমাদের!
অন্ধকারে ঝিম মেরে আছে
শতাব্দীর সব পরীক্ষিত জীর্ণ মতবাদ।
পরকালে হুরপরি পাবে বলে,
ওরা মস্তিষ্কে বিচ্ছুর
সাথে সহবাস করে!
আর আমারা যারা
তোমাদের সূর্য দেখাব বলে
ভোর আনতে বদ্ধপরিকর,
গিলে খাই হাজার বছরের
শোষণের ইতিহাস।
তারপর ডুবে যাই
দ্বিতীয় মৃত্যুর সব আয়োজনে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
জেন রসি বলেছেন: হা হা হা
ধন্যবাদ কাবিল ভাই।
২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
নিমগ্ন বলেছেন: চরম একমত জেন রসি!
২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
শায়মা বলেছেন:
২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭
জেন রসি বলেছেন: শুভকামনা রইলো।
৪| ০৯ ই মে, ২০১৬ রাত ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: অন্ধকারে ঝিম মেরে আছে
শতাব্দীর সব পরীক্ষিত জীর্ণ মতবাদ -- দারুণ বলেছেন এ কথাটা!
আপনার প্রথম লেখাটা পড়তে এলাম। ভালো লেগেছে।
ব্লগে আপনার অবস্থান দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় হোক!
০৯ ই মে, ২০১৬ রাত ১০:০২
জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো।
৫| ২০ শে মে, ২০১৭ রাত ৯:১৭
ভার্চুয়াল বাউন্ডুলে বলেছেন: বাহ, চমকিত হইলাম।।
২০ শে মে, ২০১৭ রাত ১০:১৪
জেন রসি বলেছেন: আনন্দিত হইলাম।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৭
কাবিল বলেছেন: সব পোস্টেই কমেন্ট আছে, এটা বাদ যাবে কেন।
দারুন লিখেছেন।