নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

নতজানু

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

হাজার বছরের বিশ্বাস আজ নতজানু আমার কাছে
সেই বিশ্বাসের আজ্গাবাহী দাস,তোমাদের চোখে আজো মোহের আগুন।
আমিও বিশ্বাসী,লালন করি তোমাদের অবিশ্বাস
তোমরা তবুও পা- চাটা কুকুরের মতো প্রভুর সত্তায় সমর্পিত।
বার্তাবাহী সময় এসে থেমে যায় আমার আকাঙ্খার আবর্তে,
যখন তোমাদের শিকলবন্দী অস্তিত্ব,আরোপিত পঙ্কতিমালায়।
চেতনারা হাহাকার করে ভ্রান্ত বিশ্বাসের বিষাক্ত থাবায়,
উপলব্ধি সব সমাহিত হয় মধ্যযুগের আদিম গহ্বরে।
মুক্তিকমীর হাতে পায়ে সমস্ত শরীরে আজ
অষ্টেপৃষ্টে জড়িয়ে আছে শেকড়ের বন্ধন।
আঁধারের নিরবতায় সেও নিরব অন্ধের কল্পনায়
তবুও চারপাশে সুতীব্র চিৎকারে শোনা যায় আত্মিক ক্রন্দন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

মিঠু জাকীর বলেছেন: শক্তিশালী দেহে "পা- চাটা কুকুরের মতো","বিষাক্ত থাবায়","সুতীব্র চিৎকারে" শব্দগুচ্ছ গুলো দুর্বল অঙ্গের মতন।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

মিঠু জাকীর বলেছেন: শক্তিশালী দেহে "পা- চাটা কুকুরের মতো","বিষাক্ত থাবায়","সুতীব্র চিৎকারে" শব্দগুচ্ছ গুলো দুর্বল অঙ্গের মতন।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

টুম্পা মনি বলেছেন: কঠিন কবিতা। ভালো লাগা।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: “চেতনারা হাহাকার করে ভ্রান্ত বিশ্বাসের বিষাক্ত থাবায়,
উপলব্ধি সব সমাহিত হয় মধ্যযুগের আদিম গহ্বরে।
মুক্তিকমীর হাতে পায়ে সমস্ত শরীরে আজ
অষ্টেপৃষ্টে জড়িয়ে আছে শেকড়ের বন্ধন।”


অসাধারণ ভাই..

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর একটি কবিতা

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।

৯| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৩

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা।
বার্তাবাহী সময় এসে থেমে যায় আমার আকাঙ্খার আবর্তে,
যখন তোমাদের শিকলবন্দী অস্তিত্ব,আরোপিত পঙ্কতিমালায়।
চেতনারা হাহাকার করে ভ্রান্ত বিশ্বাসের বিষাক্ত থাবায়,
উপলব্ধি সব সমাহিত হয় মধ্যযুগের আদিম গহ্বরে।
মুক্তিকমীর হাতে পায়ে সমস্ত শরীরে আজ
অষ্টেপৃষ্টে জড়িয়ে আছে শেকড়ের বন্ধন।
- এই দ্ব্যার্থহীন অভিব্যক্তি খুব ভালো লাগলো।

১২ ই জুন, ২০১৬ দুপুর ২:২৭

জেন রসি বলেছেন:
ধন্যবাদ আপনাকে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.