নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

আজিজ সাহেবের গল্প

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২০

আজিজ সাহেবের হাতে জ্বলন্ত সিগারে।তাকে দেখে চিন্তিত মনে হচ্ছে।আজিজ সাহেব একজন বিখ্যাত লেখক।একটি স্বনামধন্য সাহিত্য পত্রিকায় গল্প লিখতে হবে।তাই গল্পের প্লট নিয়ে ভাবছেন।একটি প্লট কিছুক্ষন ধরেই বেশ যন্ত্রনা দিচ্ছে।মনে হচ্ছে, না লিখা পর্যন্ত যন্ত্রনা দিয়েই যাবে।আজিজ সাহেব তাই মনস্থির করে ফেললেন,সেই যন্ত্রনাকারী প্লটটি নিয়েই গল্প লিখবেন।শেষ পর্যন্ত একটি সিদ্ধান্ত নিতে পারার আনন্দে তিনি আরেকটি সিগারেট ধরালেন।প্রথম কাজ শেষ।এখন দ্বিতীয় কাজটি করতে হবে।প্লট ঠিক করেছেন। এখন কল্পনা করতে হবে।আজিজ সাহেবকে এখন কিছু চরিত্র নিয়ে একটি কাল্পনিক ঘটনা সৃষ্টি করতে হবে।লেখক হওয়ার অনেক যন্ত্রনা।সেই যন্ত্রনা উপভোগ করার জন্য আজিজ সাহেব প্রস্তুত।তিনি খাতা কলম নিয়ে খুব আয়োজন করে বসলেন।

গল্পটির মূল চরিত্র একটি বালিকা। নিজেকে নিয়ে যার রয়েছে হাজারো রকম স্বপ্ন।যে এখনো কুতকুত এবং দড়িলাপ খেলা নিয়ে বান্ধবীদের সাথে নিয়মিত ঝগড়া করে।বাসায় মায়ের বকুনি খেয়ে আত্মহত্যার কথাও চিন্তা করে।আবার রাতে ভুতের ভয়ে মায়ের কোলে আশ্রয় খোঁজে।বালিকাটির সরলতা আজিজ সহেবকেও স্পর্শ করে।লেখকেরই সৃষ্ট কাল্পনিক চরিত্রের কাল্পনিক আবেগ,স্বপ্ন,অনুভুতি লেখকের মনে শিহরন জাগায়।আজিজ সাহেব জানেন এটি লেখকদের একটি অসুখ,যে অসুখের কোন চিকীৎসা নেই।হঠাৎ গল্পে কিছু অবাঞ্চিত যুবকের আবির্ভাব ঘটে।যারা সারা দিন বিভিন্ন সমাজ এবং মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকে এবং রাতে বিচরন করে নেশার ভয়াল জগতে।এদের অভিশপ্ত কামনার স্বীকার হয় বালিকাটি।একদিন কোন এক অভিশপ্ত সময়ে বালিকাটি ধর্ষিত হয়।নেশায় বুদ কয়েকটি নরপিশাচ বালিকাটিকে ধর্ষনের পর হত্যা করে লাশ ফেলে দেয় ডোবায়।গল্পের এই অংশটুকো লিখতে আজিজ সাহেবের খুব কষ্ট হয়।তিনি যেন স্পষ্ট বালিকাটির আর্তনাদ শুনতে পান।নরপিশাচদের উল্লাস তাকে অস্থির করে তোলে।তিনি লিখতে চান না,কিন্তু লিখে চলেন।

এই সময় কারো ডাকে আজিজ সাহেব বাস্তবে ফিরে আসেন।করিম দাড়িয়ে আছে।করিম আজিজ সাহেবের দূর সম্পর্কের ফুফাতো ভাই।বর্তমানে এই বাসায় আশ্রিত হিসেবে আছে।করিমকে খুব উত্তেজিত মনে হয়।করিম বলে,ভাইজান খবর শুনছেন?পাশের বাসার কাজের মাইয়্যাটারে মাইরা কারা যেন ফ্যানের লগে লটকাইয়া রাখছে।সাংবাদিক আর পুলিশও আইছে।আপনে যাবেন নাকি একবার?আজিজ সাহেব খুব বিরক্ত হয়।তিনি রাগত স্বরে করিমকে বলেন,তোকে বলেছি কাজের সময় ডিস্টার্ব করবি না।এইসব ফালতু ব্যাপারে মাথা ঘামানোর সময় কই?করিম ভয় পেয়ে চলে যায়।

আজিজ সাহেব আবার গল্পে হারিয়ে যান।গল্পের গাঁথুনী ভালো হয়েছে।আজিজ সাহেবের কাল্পনিক বালিকার অব্যক্ত যন্ত্রনা তাকে কষ্ট দেয়।নিজের সৃষ্ট কাল্পনিক চরিত্রের দুঃখে,আজিজ সাহেবের চোখে অশ্রু গড়ায়।
কাল্পনিক নয়,বাস্তব অশ্রুজল।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল্

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইল।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার! অনেক ভালো লাগলো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ!!!

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগল গল্প ।
ভাল থাকবেন ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন ।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩

সেভেন্থ সেন্স বলেছেন: আপনার লেখার হাত ভাল, তবে আপনাকে লেখার সময় আরও চিন্তাশীল হতে হবে। বানানের দিকে একটু খেয়াল রাখবেন আর গল্পের শুরুটা চমৎকার হলেও কিছু শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। লেখাটাকে আরেকটু বড় করা উচিত।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনার প্রস্তাবনাগুলো মনে থাকবে।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইল।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২

অর্বাচীন পথিক বলেছেন: সত্যিয় নিজের কল্পনা কাছে সব কিছু তুচ্ছ।

সুন্দর লিখেছেন।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইল।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হিপোক্রট লোক তো। যে বাস্তব মানুষের দুঃখ বোঝে না সে আবার কিসের কথাসাহিত্যিক ? X((

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৪

জেন রসি বলেছেন: বিপ্লবী এবং কথাসাহিত্যিকের মধ্যে এটাই পার্থক্য।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: এটা এ ব্লগে পোস্ট করা আপনার প্রথম গল্প। গল্পের শুরুটা দারুণ হয়েছে। তবে শুরু হতে হতেই যেন শেষ হয়ে গেল!
গল্পে ভাল লাগা + +

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

জেন রসি বলেছেন: অনেক আগের লেখা। পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। :)

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাত্রই বিড়ি ধরাইয়া বসছি- অমা আদ্ধেক না যেতেই শেষ গপ্প ;) :P
হা হাহা

ভাল লাগা
++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

জেন রসি বলেছেন: হাহা.... ধন্যবাদ বিদ্রোহী ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.