নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

আজন্ম উৎসব

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪২



যে নারী শব্দে শব্দে
ভেঙে ফেলে শব্দের কাঁচ!
তার অধরে দ্রোহের আগুনস্পর্শ
এঁকে দেয়নি চুম্বনের উত্তাপ।

শ্রাবণের অন্তিম কান্নায় ভেজা
মায়াবী জগতের সেই অশ্রুকারিগর
পৃথিবী পোড়ানো ছাই দিয়ে
তাই বলেছিল,
এই নাও, তোমাকে দিলাম
রবি ঠাকুরের সুখের মত ব্যথা।

প্রেমিকের তবু জোছনা ছিল,
খড়কুটোর মত আঁকড়ে
ধরা নারীর বিষণ্ণ চোখ।
খুঁজে ফেরা আদিম পাপে
সাত সমুদ্রের আজন্ম উৎসব।

ফাগুনের ঘ্রাণে উড়ে উড়ে
হাহাকার আসে, ছত্রভঙ্গ মিছলে
অনুভূতির লাশ হাতে কারা
যেন মাতম করে যায়
আহারে!আহারে!

অতলে ডুবে মরার সময়,
এক মুঠো স্বপ্নের মত
হাতে হাত হৃদয়ে হৃদয়!
নষ্ট সময়ের কবিতায়
প্রেমহীন প্রেমিকের ক্ষয়।

ফিরে তাকাবার মত সময়ের কাছাকাছি
দাঁড়িয়ে, অপলক চেয়ে থাকার মত
সেই মুহূর্তগুলোর কাছে নতজানু
হতে বলেছিল বিদগ্ধ এক কবি।


রবি ঠাকুর প্রশ্ন রেখেছিলেন “সখী, ভালোবাসা কারে কয়?”সে প্রশ্নের উত্তর তিনি খুঁজে পেয়েছিলেন বলে মনে হয় না।এ যুগের নচিকেতার গানে দেখি “ভালোবাসা আসলেতে পিটুইটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম!”অপর দিকে ডারউইন বলে গেছেন বিবর্তিত মানুষের বিবর্তিত ভালোবাসার গল্প।সবাই নিজের মত করে ভালোবাসা খুঁজে ফিরে যার সমস্থ রহস্য লুকিয়ে আছে মহাকালের পরতে পরতে।বেঁচে থাকার আজন্ম উৎসবে তাই আমি সেই মহাকালকেই ভালোবাসিলাম!



মন্তব্য ৯৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫১

আরণ্যক রাখাল বলেছেন: কবিতা ভাল লেগেছে। উপসংহারটার কি কোন দরকার ছিল

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০০

জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম!

উপসংহারে মহাকালের প্রতি ভালোবাসা জানাইলাম!

ধন্যবাদ রাখাল ভাই।

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

আপনার নতুন গল্পের অপেক্ষায় আছি।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: হাতে হাত হৃদয়ে হৃদয়!! কি এক অদ্ভুত অবাস্তব সময়ের কথা কইলেন রে ভাই।

কবিতা ভাল্লাগছে। নাইস ওয়ান। ++

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৯

জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ভাই।

অদ্ভুত অবাস্তব সময়।

ভালো বলেছেন।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: রবি ঠাকুর প্রশ্ন রেখেছিলেন “সখী, ভালোবাসা কারে কয়?

ভালোবাসা কারো কাছে যেন এক টুকরো মেঘ....
কেউ বলে এই জীবন অথবা অনুভুতি এক....
কারো জন্য কাছে পাওয়া অথবা চলে যাওয়া....
কেউ বলে সবকিছুই আর কেউ অজানা....

(সুমন ভাই এর গান)

কবিতায় ভাল লাগা।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০

জেন রসি বলেছেন: ভালোবাসার অনুভূতি আসলেই আপেক্ষিক।যা সময়ের সাথে পরিবর্তিত হয়।
আবার ভালোবাসার বোধ মানুষ ভেদে ভিন্ন হয়।

ধন্যবাদ।মন্তব্যে ভালো লাগা।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১০

মিঠু জাকীর বলেছেন: " প্রেমিকের তবু জোছনা ছিল,
খড়কুটোর মত আঁকড়ে
ধরা নারীর বিষণ্ণ চোখ। " --- বাহ !

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ জাকির ভাই।

ভালো থাকবেন।

শুভকামনা রইল।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৫

শায়মা বলেছেন: বাপরে!



কবিতা পড়ে ভুই পাইসি ভাইয়ু!

তুমি তো যে সে নহে!



আসলেই ভালো কাব্য লিখতে হয় মন দিয়ে! নো জাগতিক চিন্তা,নো কাজকাম!

রবিঠাকুরের মত!:)

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৪

জেন রসি বলেছেন: লেখলাম কবিতা( অপচেষ্টা)!!!!!

তাও আপনি ভূতের গল্প মনে কইরা ভয় পাইলেন!!!!

পরেরবার ভূতের গল্প লেখব!!!

নো রবিঠাকুর!!!!

ডাইরেক্ট এডগার অ্যালান পো!!!!!

৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩২

যুগল শব্দ বলেছেন:




পৃথিবী পোড়ানো ছাই দিয়ে
তাই বলেছিল,
এই নাও, তোমাকে দিলাম
রবি ঠাকুরের সুখের মত ব্যথা।



আপনি তো দারুণ কবিতা লেখেন!
অনেক অনেক মুগ্ধ হলাম আমি। ++

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ যুগল শব্দ ভাই।

ভালো থাকবেন।

শুভকামানা রইল।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো হয়েছে।

যুগল শব্দের কোট করা লাইনগুলোতে একরাশ মুগ্ধতা।

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই।

আনন্দিত হলাম।

আপনার নতুন কবিতার অপেক্ষায়।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৫

শায়মা বলেছেন: না না আসলেই ভয় পাইসি।

কারণ এটা মোটেও অং বং কাব্য না!!!!!!!

অনেক অনেক উচ্চ!!!!!!!!!! :)

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৭

জেন রসি বলেছেন: ভয় পাইয়েন না :)

মির্জা গালিবের শাঁয়ের পড়েন।

") Abhi mashroof hoon kaafi, kabhi fursat mein sochunga,
Ke tujhko yaad rakhne mein mai kya kya bhool jaata hoon"

"I'm too occupied to think, i'll think someday when I can spare sometime,
Whatever it is that i keep forgetting, so that i can remember you."

১০| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: ভাইয়া শায়ের বুঝিনা।:(

বঙ্গানুবাদ করে দাও।:)

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৬

জেন রসি বলেছেন: নো চিন্তা:)

আমিও বুঝিনা।:(

১১| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: "I'm too occupied to think, i'll think someday when I can spare sometime,
Whatever it is that i keep forgetting, so that i can remember you."



এইটা কি ইংলিশানুবাদ নাকি!!!!!!!!!! :)

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৫

জেন রসি বলেছেন: এইটা কি ইংলিশানুবাদ!!!!!!! :

"এখন দৌড়ে বেরাচ্ছি, কোন একদিন সময় করে দাঁড়াব,
তখন ভেবে নিব, তোমাকে মনে রাখতে কত কিছুই না আমাকে
ভুলে থাকতে হয়!!!!!!!!

এইটা বাংলিশ!!!!!!

গালিব বেঁচে থাকলে আমার খবর আছিল!!!!!

১২| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৬

শায়মা বলেছেন: অনেকদিন আগে একটা কাব্য লিখেছিলাম প্রতিফলনের সাথে---

http://www.somewhereinblog.net/blog/mahjabeen/28907505


যদি,
একদিন খুব ইচ্ছে করে
ভীষন কাঁদি,
সত্যি তোকেই ডাকবো তখন-
কাঁদবো একা?
কক্ষনও না
তুই যে আমার ব্যথার কারণ।

হুম,
হারিয়ে সেতো যেতেই হবে
বাঁধবি কি আর-
কোন বাঁধনে?
বিনি সুতোর বাঁধনটুকু -
থাকুক এমন,
এমনি নাহয়- খুব যতনে।

বারণ??
সেতো শুনিই নেকো
কারো নিষেধ, কারো বারণ
সবকিছুতে তোরেই ডাকি
ডাকবো তখন এলেও মরণ।

সঙ্গী হবি?
চুপি চুপি
ডাকি যদি, ঐ পারের শেষে,
নিভার্বনায় থাকবো দুজন
বাঁধবো বাসা মেঘের দেশে।

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৪

জেন রসি বলেছেন: ভোট কেন্দ্রের অবস্থা দেখতে বের হইছিলাম!!!!!

পুলিশ মামা এবং পোলাপাইনের কাইটা লামু মাইরা লামু ভাব দেখে ভয়ে চলে এসেছি!!!!

কাব্য পড়লাম! :)

ভালো লেগেছে! :)

আপনিত সাংঘাতিক আবেগপ্রবন!!!!!!!!!!!!!!! :)

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৫

আমি সৈকত বলছি বলেছেন: রবি ঠাকুর প্রশ্ন রেখেছিলেন “সখী,
ভালোবাসা কারে কয়?”সে প্রশ্নের উত্তর
তিনি খুঁজে পেয়েছিলেন বলে মনে হয় না।এ
যুগের নচিকেতার গানে দেখি
“ভালোবাসা আসলেতে পিটুইটারির খেলা,
আমরা বোকারা বলি প্রেম!”অপর দিকে
ডারউইন বলে গেছেন বিবর্তিত মানুষের
বিবর্তিত ভালোবাসার গল্প।সবাই নিজের
মত করে ভালোবাসা খুঁজে ফিরে যার সমস্থ
রহস্য লুকিয়ে আছে মহাকালের পরতে
পরতে।বেঁচে থাকার আজন্ম উৎসবে তাই
আমি সেই মহাকালকেই ভালোবাসিলাম!




অসাধারন ছিলো এই কথা গুলা :)

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ সৈকত ভাই।

আমাদের সকলের ভালোবাসার মধ্যে আসলে ভিন্নতা আছে।

ভালো থাকবেন।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৫

শায়মা বলেছেন: লেখক বলেছেন: এইটা কি ইংলিশানুবাদ!!!!!!! :

"এখন দৌড়ে বেরাচ্ছি, কোন একদিন সময় করে দাঁড়াব,
তখন ভেবে নিব, তোমাকে মনে রাখতে কত কিছুই না আমাকে
ভুলে থাকতে হয়!!!!!!!!

এইটা বাংলিশ!!!!!!

গালিব বেঁচে থাকলে আমার খবর আছিল!!!!!


আসলেই তাই স্মৃতি বা দুঃখকে ভুলতে মানুষকে ব্যাস্ত থাকতে হয় । সেটাই বলছিলাম সেদিন।:)


২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

জেন রসি বলেছেন: কিন্তু যখন মনে হবে স্মৃতি কিংবা দুঃখ ভুলার জন্য আপনি ব্যাস্ত তখন কিন্তু স্মৃতি এবং দুঃখ আবার ফিরে আসবে। কারন একদিন হয়তোবা মানুষকে দাঁড়াতেই হয়, ভাবতে হয়।

বরুনা স্বত্বাকে ধ্বংস করলেও তা আপনার মধ্যে আজও রয়ে গেছে।

যাইহোক, বড়দের মত কথা কইলাম!!!!!!
কান মলা দিয়েন না!!!!!!!

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৭

শায়মা বলেছেন: লেখক বলেছেন: ভোট কেন্দ্রের অবস্থা দেখতে বের হইছিলাম!!!!!

পুলিশ মামা এবং পোলাপাইনের কাইটা লামু মাইরা লামু ভাব দেখে ভয়ে চলে এসেছি!!!!

কাব্য পড়লাম! :)

ভালো লেগেছে! :)

আপনিত সাংঘাতিক আবেগপ্রবন!!!!!!!!!!!!!!! :)


ইহা আমার একখানা আবেগী এবং সবচাইতে প্রিয় নিজের কবিতা।:)

http://www.somewhereinblog.net/blog/saimahq/29180355

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

জেন রসি বলেছেন: আবেগকে কন্ট্রোলে রাখার নানা কলা কৌশলও আপনি আবিষ্কার করে ফেলেছেন।তবে সেগুলো কাজে দিচ্ছে বলে মনে হয় না। দিন শেষে আপনাকে আকাশনীলার কাছেই ফিরে যেতে হয়।:)

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

আমি সৈকত বলছি বলেছেন: হুম্মম আসলেই তাই,

প্রত্যেকের ভালোবাসারই একটা ভিন্নতা আছে....

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

জেন রসি বলেছেন: এমনটা বলেই কিন্তু ভালোবাসার বোধ বৈচিত্র্যময়।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আবেগকে কন্ট্রোলে রাখার নানা কলা কৌশলও আপনি আবিষ্কার করে ফেলেছেন।তবে সেগুলো কাজে দিচ্ছে বলে মনে হয় না। দিন শেষে আপনাকে আকাশনীলার কাছেই ফিরে যেতে হয়।:)



আরে নাা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আই ক্যান কন্ট্রোল এভেরিথিং অব দ্যা ওয়ার্ল্ড!!!!!!!!! হা হা


তুমি জানোনা শুধু সেটা আমার ভালোমানুষ ভাইয়ু!!!!!!!!!! :) :) :)

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

জেন রসি বলেছেন: আরে নাা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আই ক্যান কন্ট্রোল এভেরিথিং অব দ্যা ওয়ার্ল্ড!!!!!!!!! হা হা

আপু সাবধান!!!

মোল্লারা কিন্তু ফতোয়া দিয়া দিতে পারে!!!!

আমি ভালোমানুষ এইটা আপনি বুঝলেন কেমনে????

আমি আপেক্ষিক মানুষ!!!!!!!!

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১২

শায়মা বলেছেন: ফতোয়া দিলেই কি??

নিজেরাই ফতোয়া দিক নিজেরাই সেটা শুনুক বসে বসে!!!!!!!

আমি তো আর শুনতে যাবোনা এবং আমাকেও শুনাতে পারবেনা !!!!!! :P

আর তুমি ভালোমানুষ বুঝা যায় আর শত্রুভাইয়া পাঁজী মানুষ সেটাও বুঝি!!!:)


:P :P :P

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

জেন রসি বলেছেন: শতদ্রু ভাই নিজেরে পাঁজী প্রমান করার আপ্রাণ চেষ্টা চালাইতেছেন!!!!!

পাঁজী মানুষ ভালোমানুষের মুখোশ পড়ে ঘুরে!!!!!!!!

তার মানে আমি কিন্তু কই নাই আমি পাঁজী মানুষ!!!!!!

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: লেখক বলেছেন: শতদ্রু ভাই নিজেরে পাঁজী প্রমান করার আপ্রাণ চেষ্টা চালাইতেছেন!!!!!

পাঁজী মানুষ ভালোমানুষের মুখোশ পড়ে ঘুরে!!!!!!!!

তার মানে আমি কিন্তু কই নাই আমি পাঁজী মানুষ!!!!!!



কানে কানে বলি ভাইয়া

শতদ্রু ভাইয়া আসলে বড়ই ভালো মানুষ। স্ট্রেইট ফরওয়ার্ড বা ঠোঁট কাটা হলেও হি ইজ গুড। পেটে পেটে জিলাপীর প্যাচ বা মনে মনে শয়তানী বা হিংসামী করা মানুষ তো কম দেখলাম না, সেসবের কিছুই নাই তার মাঝে। তাই তো আমার এত প্রিয় ভাইয়া হয়ে গেলো এই কদিনেই। :)

তবে জোর করে নিজেকে পাঁজী বানানো ছোটবাবুদের কাজ!!!! শত্রুভাইয়াটা এখনও ইমম্যাচিউরড তারও প্রমান সেটা।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৩

জেন রসি বলেছেন: আপনার কানে কানে বলা কথার সাথে একমত।:)

আমি আবার প্যাচ দেখলে মজা পাই। প্যাচ খোলার মজাই আলাদা!!!!

২০| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন:


Ghalib ko ghusa dijiyee,aur Iqbal ko kill kijiye
Aur iss khusi see meere sath saline peejiye...

(স্যালাইনের লগে কুক মিশাইয়া দিমুনে। ;) )

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪০

জেন রসি বলেছেন: Peena Haram Hai na Pilaana Haram Hai,
Peene ke Baad Hosh me Aana Haram Hai,,,

(পিনা হারাম হ্যাঁয়, না পিলানা হারাম হ্যাঁয়,
পিনেকে বাদ হোশ মে আনা হারাম হ্যাঁয়)

একলগে স্যালাইনের লগে কুক মিশাইয়া খামুনে একদিন । ;)

২১| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯

শতদ্রু একটি নদী... বলেছেন:


এই মোটকু ইমম্যাচিউরড কারে কইলো? X( X(

ম্যাচিউরিটির গুষ্টি কিলাই,
তুমি (সাইমা হাক) একটা ভোটকী বিলাই।
ভোটকী বিলাই নিশ্চিত খাবে মাইর,
তোমারে বল বানাইয়া পিটাবো চাইর!! =p~

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৫

জেন রসি বলেছেন: এইবার কি ঝগড়া বাদ দিয়া কিলাকিলি শুরু হইব?????????

২২| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: ঐ শত্রু

ভাগ এখান থেকে! X((



জানিস আমি কত্ত সুন্দর
বিশ্ব সুন্দরীদের বড় বোইন B-)
তুই একটা আগলি বান্দর
তাই তোর মনে পেইন!!!!!!!! X((

খেংরা কাঁঠি ঝাটার কাঁঠি
ল্যাকপ্যাক ঠ্যাং খোড়া X((
চুনকালি তোর মুখে মেখে
চড়িয়ে দেবো উল্টো ঘোড়া।:) :) :)

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

জেন রসি বলেছেন:
শতদ্রু ভাইয়ের মনে পেইন
তাই তোমার গরম ব্রেইন!
ভাই আমার মারেন কিল
তোমার সাথে কত মিল।

তোমায় মটু বলল ভাই
তুমি রাগ করলে তাই?
রাগ করলে হেরে যাবে
কুল ব্রেইন কোথায় পাবে?

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৮

শায়মা বলেছেন:



এই যে মোদের শতদ্রুভাই যাচ্ছে গাধায় চেপে :)
লজ্জাতে আর ভয়ের চোটে ওড়নাতে মুখ ঢেকে ( হে হে )
মা দিয়েছেন কানটা মলে বাবা দিছেন বকা
কারণ তিনি ফেলটু ছেলে হাবলু ভাইজান খোকা
পরীক্ষাতে ফেইল করেছেন গোল্লা রিপোর্ট কার্ডে
সেই দুঃখে মুখ ঢেকেছেন কষ্টে পরান ফাডে। ( আহারে :( )

করবেনা ফেইল ? সারাটাদিন ব্লগে থাকেন পড়ে X(
বিশ্ব সুন্দরী বড় বোইনকে মোটকু বিড়াল বলে X( X( X(
ঠিক হয়েছে আর কোনোদিন বলবি আমায় বিড়াল X(( X(( X(( X((
তাও নাকি মোটকী আমি ! আনছি দাঁড়া কুড়াল X( X( X( X( X( X( X(
কুড়াল দিয়ে টুকরা তোরে করবো কয়েক খানা
তখন বাবা মোটকি বলার বুঝবে মজা খানা!!!:) :) :) :) :) :)

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫

জেন রসি বলেছেন:
ফেলটু হলেই হাবা হয়
এ কথাটা সঠিক নয়।
আছেন অনেক লোকজন
ফেল করেও গুণীজন।

(ফেল করা নিয়া গালি দিলেন, তাই নিজেরও একটু লাগছে!!!!!!!!!!!!!)

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

মনিরা সুলতানা বলেছেন: মহাকাল বাহ সুন্দর নাম তো B-)

রাজপুত্রের - রাজকন্যা
সতদ্রু দ্যা নদী র - বালিকা
রেসী ভাই এর - মহাকাল..


খুব খুব ভালো লাগা :)

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৯

জেন রসি বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম আপু। :)

ঠিক বলেছেন। আমি মহাকাল নিয়েই আছি!!!!!

২৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৫

শায়মা বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: মহাকাল বাহ সুন্দর নাম তো B-)

রাজপুত্রের - রাজকন্যা
সতদ্রু দ্যা নদী র - বালিকা ( স্বপ্নে)
রেসী ভাই এর - মহাকাল..


খুব খুব ভালো লাগা :)


সব ঠিক আছে শুধু ছোট্ট একটা কারেকশন করে দিলাম আপুনি!:)

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩

জেন রসি বলেছেন: হা হা হা...........

মজা পাইলাম :)

২৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫

শায়মা বলেছেন: লেখক বলেছেন:
ফেলটু হলেই হাবা হয়
এ কথাটা সঠিক নয়।
আছেন অনেক লোকজন
ফেল করেও গুণীজন।

(ফেল করা নিয়া গালি দিলেন, তাই নিজেরও একটু লাগছে!!!!!!!!!!!!!)


আহা আহা ভাইয়া তোমার লজ্জা একটু লাগছে
কিন্তু দেখো শতদ্রুভাই লজ্জাতে মুখ ঢাকছে
ঠিক বলেছো উনি গুণী অন্যের পিছে লাগায়
সুন্দরী বোইনকে তিনি মোটকি বিড়াল বলায়।



২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৯

জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: লেখক বলেছেন:
ফেলটু হলেই হাবা হয়
এ কথাটা সঠিক নয়।
আছেন অনেক লোকজন
ফেল করেও গুণীজন।

(ফেল করা নিয়া গালি দিলেন, তাই নিজেরও একটু লাগছে!!!!!!!!!!!!!)


আহা আহা ভাইয়া তোমার লজ্জা একটু লাগছে
কিন্তু দেখো শতদ্রুভাই লজ্জাতে মুখ ঢাকছে
ঠিক বলেছো উনি গুণী অন্যের পিছে লাগায়
সুন্দরী বোইনকে তিনি মোটকি বিড়াল বলায়।


আমার লজ্জা লাগছে কে বলেছে তোমায়?
আমি কি আর মরি সামান্য সেই বোমায় (পরীক্ষা!!!!!!!)
সুন্দরী, অসুন্দরী নিয়া তোমার এত ভাবনা ক্যান ?
নাকি তুমি আফ্রিকান সাদা বিড়ালের ফ্যান।

২৭| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

পৃথিবী পোড়ানো ছাই দিয়ে
তাই বলেছিল,
এই নাও, তোমাকে দিলাম


শুভকামনা পুনরায়।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৫

জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

ভালো থাকবেন।

শুভকামনা রইল।

২৮| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৬

নক্ষত্রচারী বলেছেন: যে নারী শব্দে শব্দে
ভেঙে ফেলে শব্দের কাঁচ!
তার অধরে দ্রোহের আগুনস্পর্শ
এঁকে দেয়নি চুম্বনের উত্তাপ।


অনবদ্য!!


২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

মাঝে মাঝে কবিতা লেখার অপচেষ্টা করি।

ভালো থাকবেন।

শুভকামনা রইল।

২৯| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮

কলমের কালি শেষ বলেছেন: ভাল লেগেছে ভালবাসার অনুভূতির আজন্ম উৎসব ।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

আজন্ম উৎসবে আপনাকে স্বাগতম।

৩০| ০২ রা মে, ২০১৫ বিকাল ৪:১৪

নতুন অভিনেতা বলেছেন: এই নাও, তোমাকে দিলাম
রবি ঠাকুরের সুখের মত ব্যথা।

অসাধারণ লাইন ! অসাধারণ কবিতা.....আরো লিখবেন....

০২ রা মে, ২০১৫ বিকাল ৪:৪৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন।

শুভকামনা রইল।

৩১| ০২ রা মে, ২০১৫ বিকাল ৫:১৫

শায়মা বলেছেন: নতুন অভিনেতা ভাইয়া শুধু জিনিভাইয়া আর তত্তুভাইয়ার কাব্য পড়লে !!!!!!!!

আমার কাব্য পড়লেনা ভাইয়ু?????????

কেনো কেনো কেনো ?????????? :( :( :(

০২ রা মে, ২০১৫ বিকাল ৫:২৫

জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: নতুন অভিনেতা ভাইয়া শুধু জিনিভাইয়া আর তত্তুভাইয়ার কাব্য পড়লে !!!!!!!!

আমার কাব্য পড়লেনা ভাইয়ু?????????

কেনো কেনো কেনো ?????????? :( :( :(

হা হা হা

নতুন অভিনেতাকে একটু অভিনয় করতে দিন।

৩২| ০২ রা মে, ২০১৫ বিকাল ৫:৩৩

শতদ্রু একটি নদী... বলেছেন:

অভিনেতা যেই হোক, আমি না এইটা শিওর। নিজের উপর সম্পূর্ন আস্থা আছে। :)

রশি ভাই হইতেও পারেন। নট শিওর। ;)

০২ রা মে, ২০১৫ বিকাল ৫:৪২

জেন রসি বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন:

অভিনেতা যেই হোক, আমি না এইটা শিওর। নিজের উপর সম্পূর্ন আস্থা আছে। :)

রশি ভাই হইতেও পারেন। নট শিওর। ;

কথাটা কেমন যেন "ঠাকুর ঘরে কেরে?? আমি কলা খাইনা টাইপের হইয়া গেল না??" ;)

৩৩| ০২ রা মে, ২০১৫ বিকাল ৫:৩৬

শায়মা বলেছেন: লেখক বলেছেন: শায়মা বলেছেন: নতুন অভিনেতা ভাইয়া শুধু জিনিভাইয়া আর তত্তুভাইয়ার কাব্য পড়লে !!!!!!!!

আমার কাব্য পড়লেনা ভাইয়ু?????????

কেনো কেনো কেনো ?????????? :( :( :(

হা হা হা

নতুন অভিনেতাকে একটু অভিনয় করতে দিন।


ওকে জিনিভাইয়া। তুমি আমার লক্ষীভাইয়া তুমি যা বলবে তাই আমি শুনবো!!!:)

০২ রা মে, ২০১৫ বিকাল ৫:৪৮

জেন রসি বলেছেন: নতুন অভিনেতা মনে হচ্ছে মঞ্চ নাটক না কইরাই মিডিয়াতে চলে এসেছে :P

৩৪| ০২ রা মে, ২০১৫ বিকাল ৫:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন:

হইলে হোকনা। ঠাকুর ঘরে ঢুইকা কলাই খাইতে হইবো, এইটাও কোন কথা না। ;)

০২ রা মে, ২০১৫ বিকাল ৫:৫১

জেন রসি বলেছেন: এইটাও একটা বিবেচনার কথা!!!!! ;)

৩৫| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:১০

শায়মা বলেছেন: জিনিভাইয়া এই ঠাকুর কলা খান না । কলা জমান। বিক্রি করে পিজ্জা, চাইনিজ খাবার জন্য।:)

০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:২০

জেন রসি বলেছেন: খাবার হিসেবে পিজ্জা, চাইনিজ কিন্তু খারাপ না।:)

খালি কলার দামে পাওয়া গেলে ভালো হত!!!!!!

৩৬| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন:

হোয়াট এবাউট ৫৫৫, বি এন্ড এইচ? ওইগুলা কি ফ্রি? ;)

০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

জেন রসি বলেছেন: আছে নাকি?থাকলে একটা পাঠাইয়া দেন!!!!!

আমি ভাবছিলাম রানিং শর্ট!!!!!!!!!

এখন দেখি শেষ!!!!!!

৩৭| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

শায়মা বলেছেন: ৫৫৫ , বি বি এন্ড এইচ এই সব কি ??? মাথার তার কি ছিড়ে গেলো???


লেখক বলেছেন: আছে নাকি?থাকলে একটা পাঠাইয়া দেন!!!!!

আমি ভাবছিলাম রানিং শর্ট!!!!!!!!!

এখন দেখি শেষ!!!!!!


তোমারও কি ছিড়লো ভাইয়া???? B:-)

০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

জেন রসি বলেছেন: আমার কাছে মনে হইছে ধুম্রশলাকা!!!

এই জন্য পাঠিয়ে দিতে বললাম!!!!!!!

অন্যকিছু হইলে আমি আবার শতদ্রু ভাইরে ফেরত পাঠিয়ে দেব।

৩৮| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন:


একি নিষ্ঠুর কথা!! এই ছিলো কপালে? একি শুনাইলেন শেষমেশ??
ব্যাপারনা, ম্যানেজ হইবে, ধইরা ঝুলেন সাইমা আফার এলো কেশ। ;)

০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

জেন রসি বলেছেন: আমিত মনে করছিলাম বাংলা ফাইভ আর বেনসনের কথা কইছেন। ;)

পাঠানো লাগবে না???

৩৯| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন:



আরে, কেশ ধইরা ঝুলেন আগে, পাত্তি না দিয়া যাইব্য কই? এক শলাকা না, পুরা কার্টুনই কিইনা নিয়েন। ;)

০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

জেন রসি বলেছেন: আপনি কইছিলেন বিড়ি আপনার, কোক আমার।

আপনি বিড়ি পাঠাইয়া দেন!!!!!

আমি কোক পাঠাইয়া দিমুনে। ;)

৪০| ০২ রা মে, ২০১৫ রাত ৯:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন:


তাও ভালো, বিড়িই কইছি। আকিজ বিড়ি রেডিই আছে। টানতে জানলেই হইলো। তয় বারান্দায় গিয়া টাইনেন। ;)

০২ রা মে, ২০১৫ রাত ৯:২০

জেন রসি বলেছেন: আইচ্ছা ঠিক আছে। ;)

যতক্ষণ ফুসফুস আছে ততক্ষন টানা কোন ব্যাপার না। ;)

৪১| ০২ রা মে, ২০১৫ রাত ৯:২৯

শতদ্রু একটি নদী... বলেছেন:


হ ভাই, আমি বিড়ি সিগারেটের মায়া কয়দিন বাক্সবন্দী করতে রাজী আছি, কিন্তু সাইমা হাকের সরিষার তেল দেয়া কেশ ধইরা ঝুলা?? অসম্ভব!! ;)

০২ রা মে, ২০১৫ রাত ১০:৫৯

জেন রসি বলেছেন: হে বহমান নদী, বিড়ির সাথে দর্শনের নিবিড় সম্পর্ক আছে।

৪২| ০২ রা মে, ২০১৫ রাত ৯:৪২

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন:


হ ভাই, আমি বিড়ি সিগারেটের মায়া কয়দিন বাক্সবন্দী করতে রাজী আছি, কিন্তু সাইমা হাকের সরিষার তেল দেয়া কেশ ধইরা ঝুলা?? অসম্ভব!! ;)



হা হা যাক শেষ মেষ বুঝিলে অনেক কিছুই অসম্ভব এই আমার কাছে।

যাইহোক ভাইয়া অতি সত্বর জেন ভাইয়ার সাথে যোগাযোগ করো। প্লিজ !

০২ রা মে, ২০১৫ রাত ১১:০০

জেন রসি বলেছেন: দার্শনিক দর্শন চর্চায় নিমজ্জিত!!!!

৪৩| ০৩ রা মে, ২০১৫ রাত ১২:২০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার কবিতা কবি :) :) অনেকদিন পর ব্লগে একটা চমৎকার কবিতা পড়লাম ।

০৩ রা মে, ২০১৫ রাত ১২:২২

জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল হাসান ভাই।

আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

শুভকামনা রইলো।

৪৪| ০৩ রা মে, ২০১৫ রাত ১২:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: অনেক কিছু না, কিছু কিছু। রুচিবোধ যে আমার মধ্যে তীব্রভাবেই বর্তমান। ;)

০৩ রা মে, ২০১৫ রাত ১২:৩৯

জেন রসি বলেছেন: দার্শনিক এইবার সুশীল সমাজ!!!!!!

৪৫| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:২৯

নীলপরি বলেছেন: যাহোক প্রেমটা ছিল ভ্যাগিস । তাই তো আপনি কবিতাটা লিখলেন আর আমরা পড়তে পারলাম । খুব ভালো লাগলো ।+

০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:০৬

জেন রসি বলেছেন: হা হা হা.......।

মজা পাইলাম!

ধন্যবাদ আপনাকে।

৪৬| ০৯ ই মে, ২০১৫ রাত ৩:০২

একলা ফড়িং বলেছেন: প্রেমিকের তবু জোছনা ছিল,
খড়কুটোর মত আঁকড়ে
ধরা নারীর বিষণ্ণ চোখ।



ভালো লাগল আজন্ম উৎসব! অনেক!


০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:৪২

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

ভালো থাকবেন।

শুভকামনা রইল।

৪৭| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

উর্বি বলেছেন: অতলে ডুবে মরার সময়,
এক মুঠো স্বপ্নের মত
হাতে হাত হৃদয়ে হৃদয়!
নষ্ট সময়ের কবিতায়
প্রেমহীন প্রেমিকের ক্ষয়। ..................
অসাধারন

১৪ ই জুন, ২০১৫ রাত ১০:৫৪

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.