নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

ধ্যানমগ্ন খুব!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১



নিমগ্ন ধ্যানে জেগে ছিলাম!
চোখ মেলে বললাম- হয়ে যাও
কিছুই হলো না-শুধু চলমান শূন্যতায়
কয়েকটি তারার খসে পড়ার শব্দ শুনলাম!
তারার সাথে কয়েকটি চাঁদ নেমে এসেছিল
বিপন্ন মানুষের নির্বাক হওয়ার মুহূর্তবিশেষে।
নেমে আসতেই নিভে গিয়েছিল পরজীবী আলো
যেমনটা প্রসারিত হতে হতে সংকোচিত হতে হতে
হৃদয় এক বিন্দুতে এসে থামিয়ে ফেলে সব কোলাহল!

সে ছিল এক আদিমতর প্রহর যখন তোমার অপেক্ষায়
আমি বসে ছিলাম অন্য কোথাও, অন্য ভুবনে
পৃথিবীর জন্ম কি হয়েছিল?কেউ কি বলেছিল হয়ে যাও?
অমাবস্যা কি নেমে এসেছিল মায়াবী জোছনার হাত ধরে?
মনে করে রাখার মত মনই ছিলনা না আমার!

দৃষ্টি আর অপলক নির্বাক চেয়ে থাকার উৎসবে!
আজো বসে আছি, ধ্যানমগ্ন খুব!
যদি বলি হয়ে যাও!হয়ে যাবে??

মন্তব্য ১৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

শায়মা বলেছেন: ছাই হবে!!!!!

এহ রে !!!!!!!!!!!


আসছেন ধ্যানী বুদ্ধা!!!!!!!!!!!!




হাহাহাহাাহাহাহাহাহাহা

আসলেও হাসতে হাসতে মারা যাচ্ছি!! শুনো সকাল থেকে কিন্তু মাথায় চেপেছে ভুত!!!!!!!! একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে!:(


:P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২

জেন রসি বলেছেন: হা হা হা হা..................

ছাই হইলেও হইতে পারে!!! তখন সেই ছাই থেকে জন্ম নিবে ছাই মহাবিশ্ব!!!!

ঘটনা থাকলে অঘটন ঘটবে এটাই স্বাভাবিক!!!!

চিন্তার কিছু নাই! :)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

কাবিল বলেছেন: ধ্যানে ফরমালিন যুক্ত ছিল, তাই হয়নি হা হা হা ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

জেন রসি বলেছেন: ভাই ধ্যানে ফরমালিন থাকলে কিছু একটা হয়ে যেত!!!

এই যেমন ধরেন তারা খসার বদলে দুই একটা উর্বশী মেনকা আইসা কইত ওই ব্যাটা তোর চোখ কই থাকে!!!!!! ;)

ধন্যবাদ কাবিল ভাই। :)

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

সাহসী সন্তান বলেছেন: "কয়েকটি তারার খসে পড়ার শব্দ শুনলাম!
তারার সাথে কয়েকটি চাঁদ নেমে এসেছিল"

-ভাই এতদিন জানতাম পৃথিবীতে একটাই মাত্র চাঁদ! তো আপনি আরো কয়েকটা চাঁদ কৈ পাইলেন? অন্য গ্রহ থেকে ধার কইরা আনলেন নাকি? বিষয়টা আগে ক্লিয়ার করেন??


কবিতা ভাল্লাগছে!! শুভ কামনা জানবেন!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০

জেন রসি বলেছেন: তখন সব কিছু এক বিন্দুর মধ্যে অসীম সম্ভাবনা নিয়া বিস্ফোরণের অপেক্ষা করতেছিল!!!!

সেখান থেকে ধ্যানের আকর্ষণে কিছু দলছুট চাঁদ খইসা পড়ছিল!!!! ;)

ধন্যবাদ সাহসী ভাই। :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

শায়মা বলেছেন: সাহসী সন্তান বলেছেন: "কয়েকটি তারার খসে পড়ার শব্দ শুনলাম!
তারার সাথে কয়েকটি চাঁদ নেমে এসেছিল"

-ভাই এতদিন জানতাম পৃথিবীতে একটাই মাত্র চাঁদ! তো আপনি আরো কয়েকটা চাঁদ কৈ পাইলেন? অন্য গ্রহ থেকে ধার কইরা আনলেন নাকি? বিষয়টা আগে ক্লিয়ার করেন??


কবিতা ভাল্লাগছে!! শুভ কামনা জানবেন!!



ভাইয়ু তুমি তো জানোনা এলএসডি খেলে মানুষ কয়েকটা না কয়েকশো চাঁদ তারাও হাতের মুঠোয় পায়!!!!!!!!!!!!:)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

জেন রসি বলেছেন: এলএসডি খাইলে মানুষ গানও গাইতে পারে- আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে!!!!!!!!

কিন্তু মানুষ যখন নেশামুক্ত থাকে তখন নিজেই চাঁদ তারা সূর্য সব হইয়া যাইতে পারে!!!!! ;)

আপনিও একদিন নেশামুক্ত হবেন এই পরাবাস্তব বিমূর্ত কামনা রইলো!!!!! :P

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: ২. ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮ ১
কাবিল বলেছেন: ধ্যানে ফরমালিন যুক্ত ছিল, তাই হয়নি হা হা হা ।
ভাইয়া এল এস ডি ছিলো!!!!!!!!!!!!!!!!!! হাহা

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

জেন রসি বলেছেন: এল এস ডি থাকলে চাঁদ তারার বদলে উর্বশী মেনকা সহ দেবালয়ই খইসা পড়ত!!!!!!! ;)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

জুন বলেছেন: ধ্যানে মানুষ জেগে থাকে ! কি বলেন জেন রসি :-*
আমি ইয়াংগনের বিখ্যাত শডেগন প্যাগোডায় ধ্যনরত যাদের দেখেছিলাম , চিমটি কাটলেও তাদের ধ্যনভংগ হয়নি /:)
মজা করলাম , আশাকরি মনে কিছু নেবেন না । তবে ঘটনা সত্য :)
+

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

জেন রসি বলেছেন: জেগে থাকবে বলেই মানুষ ধ্যান করে!!

কারন অধিকাংশ সময় মানুষ জেগে থেকেও আসলে ঘুমে থাকে!!!! ;)

নিশ্চিন্ত মনে চিমটি কাটতে পারুন!! :P কিছু মনে করার প্রশ্নই আসে না! প্লেজার ইজ মাইন! :)

ধন্যবাদ জুন আপু।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

শায়মা বলেছেন: সে এক প্রশ্নোভূত বিস্ময়
ভাঙ্গাগড়া যোগবিয়োগের খেলায়
শুভংকরের ফাঁকি, সৃষ্টির আদি হতে অদ্যাবধি-

ধ্যানমগ্ন রিষি
কিংবা অবার্চীন বালক একই সূত্রে,
একই গোলকধাঁধায় ঘূর্নায়মান, অবিচল পরিশ্রান্ত-

পথ পরিক্রমার
সুদূর আভাস হতে বয়ে আসে
সৃষ্টির সঙ্গীত, জ্যোস্না বা অমাবশ্যাধারা-

পাষান ও মায়ায়
চলে যুগৎপৎ হোলিখেলা
চন্দ্রাহত যুবক খোঁজে প্রশ্নোত্তর আহত উল্কাকাশে-

ক্ষয়ে যায়
দিঠি, ভাঙ্গে ভঙ্গুর রূহ
অস্ত যায় নশ্বরতা, অপার বিলীনতায়-

ধ্যানমগ্ন পথিকের
হয়না জানা সৃষ্টি এবং শেষের রহস্য তবু
সৃষ্টি এবং শেষ, সকলি নিমজ্জমান একটি জীবদ্দশায়-



এক জীবনেই-

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

জেন রসি বলেছেন: আহা! বালক তবু খুঁজে ফিরে বিস্ময়
সৃষ্টির অতলে ধ্বংসের অবসাদ!
চোখ বুজলেই অতৃপ্ত কোলাহল
ঘুমন্তপুরীর গোলকধাঁধায় তবু
বসে আছে কেউ, খুব গোপনে
যদি কেউ আসে, যদি কেউ ফিরে যায়!!

কবিতা চমৎকার হইছে শায়মা আপু! আরেকটু হইলে ধ্যান ভাইঙ্গা যাইত!!!!!!!

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

রিকি বলেছেন:

জেন ভাই ধ্যানে শামুক দেখছে !!!!! ;) ;) ;) ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

জেন রসি বলেছেন: রিকি আপু, আপনিও ধ্যান শুরু করেন!!

ধ্যানে শামুক আইসা বইলা গেছে, তারা নাকি ভুত হইয়া আপনার ধ্যানের মধ্যে অবস্থান করার প্রস্তুতি নিচ্ছে!!! ;) ;)

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

শায়মা বলেছেন: রিকিমনি

তোমার জন্য শামুকের মালা বানাবে মনে হচ্ছে জিনিভাইয়া!:)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

জেন রসি বলেছেন: শামুকের ভুতের মালা বানাইয়া দিলে ভালোই হয়!!

একদিন ভূতের মালা পইড়া ধ্যানে বসব!!! ;) ;)

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০

রিকি বলেছেন:

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

জেন রসি বলেছেন: সাথে একটা বিড়ি হইলে ভালো হইত!!!!

ধ্যানের মাঝে বিড়িতে টান দেওয়ার মজাই আলাদা!!! ;) ;)

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১

রিকি বলেছেন: নাহ, ভাইয়া তো শুধু একটা শেল দিয়েছে, মুরেক্স ---বাকিগুলো ধ্যানে খুঁজছে !!!! সার্চিং মোলাস্কান শেল !!!!! ;)



২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

জেন রসি বলেছেন: ধ্যানে আইসা তারা বইলা গেছে আপনাকে একটা প্রশ্ন করতে!!!!!!!!

সেই প্রশ্নটা হইল মোলাস্কান শেল ব্যাপারটা কি????

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

শায়মা বলেছেন:

আর আমি তোমাকে দিলাম এক বক্স শেল চকোলেট ইয়াম্মী ইয়াম্মী!!!!!!:)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু!!!!!!!!

ধ্যানের বিরতিতে খাইয়া দেখব কি হয়!!!

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

কাবিল বলেছেন: ধ্যানেমগ্ন রসি ভাই

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০০

জেন রসি বলেছেন: ধ্যানে এক চোখ খোলা রাখার এই আইডিইয়া কাজে দিবে মনে হচ্ছে!!! ;)

চমৎকার হইছে কাবিল ভাই। :)

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

এস কাজী বলেছেন: হয়ে যাও, কি হয়ে যাও ভাউ? B-) কবিতা সুন্দরী হয়েছে। যথারীতি কমেন্ট পড়ে মজা পাচ্ছি। :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২

জেন রসি বলেছেন: সুন্দরী কবিতা আপনার প্রেমিক মনে দোলা দিয়েছে জেনে আনন্দিত হলাম!!! ;)

কি হয়ে যাবে- এইটায় প্রশ্ন, আবার এইটাই উত্তর!!!! ;)

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতার ভাবনা দারুন। কিছু কিছু লাইন, যেমন শুরুর দিকটা আর শেষটা অসাধারন। তবে কাঠামোটা আরো ছকের মধ্যে আসতে পারতো।

কবিতায় ভালোলাগা রইলো। :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

জেন রসি বলেছেন: কাঠামোর মধ্যে থাইকা ধ্যান কইরা আরাম পাওয়া যায়না!!!!!! ;)

আনন্দিত হলাম।ধন্যবাদ নদী ভাই। :)

আপনার রিভোল্টের খবর কি?? ;)

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আহা! বালক তবু খুঁজে ফিরে বিস্ময়
সৃষ্টির অতলে ধ্বংসের অবসাদ!
চোখ বুজলেই অতৃপ্ত কোলাহল
ঘুমন্তপুরীর গোলকধাঁধায় তবু
বসে আছে কেউ, খুব গোপনে
যদি কেউ আসে, যদি কেউ ফিরে যায়!!


হুম আসবে!!!!


যমদূত ছাড়া আর কে!!!!!!!!


তাই তো কবি লিখিয়াছিলেন---


মরণরে তুহু মম শ্যাম সম!!!!!!!!!:(



:P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

জেন রসি বলেছেন: যমদূতের সাথে দাবা খেলার ইচ্ছা আছে!!!!!

এমন চাল দিব যে, ওই ব্যাটা নিয়া গিয়াও আবার ফিরাইয়া দিয়া যাবে!!!!!!

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

শুভকামনা রইলো।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

শায়মা বলেছেন: আহারে বালক
একারনেই পায়না সে সৃষ্টি ও সুখের উল্লাস!!!
সৃষ্টির আগেই যদি ধ্বংস নিয়ে ভাবো???
তাইলে আমরা কই যাবো???

হয়েছে এক যন্ত্রনাময়
অতৃপ্ত জেনারেশন, ঘুমন্তপুরীর ছলে
আসলে একাকী দিন দুপুরে ঘুম

আর ধ্যান !!!
আসলে সেটা ধ্যান নহে, হে নবীন
স্বঘোষিত সন্যাসী , তাহারে বলে ঝিম!!!!!!!!

আর মানুষ
কখন ঝিম ধরে জানে সবাই সেটা!!!!!! :P
এবার নিশ্চয় মারবে এইদিকে ছুড়ে ডিম!!!!!!!

কবিতা চমৎকার হইছে শায়মা আপু! আরেকটু হইলে ধ্যান ভাইঙ্গা যাইত!!!!!!!

হাহাহাহাহাহা এইটা পড়ে আরও ধ্যান ভেঙ্গে যাক!!!!!!! হাহাহাহা

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

জেন রসি বলেছেন: বালক নাহয় ভাবে বালকের মত
কিন্তু কেউ সৃষ্টির আগেই দেখে
জীবনের সব বিমূর্ত ক্ষত!
তারপর কেঁদে কেঁদে এক সমুদ্র
ঠিক নিষ্পাপ শিশুর রাগের মত!!!! :P

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

শায়মা বলেছেন: ১৪. ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮ ১
এস কাজী বলেছেন: হয়ে যাও, কি হয়ে যাও ভাউ? B-) কবিতা সুন্দরী হয়েছে। যথারীতি কমেন্ট পড়ে মজা পাচ্ছি। :)


কবিতা সুন্দরী!!!!!!! এইটা কেমন কথা? কবিতারা কি মেয়ে!!!!!!

হাহাহাহাহাহাহাহাহা


যাই হোক কাজীভাইয়া এইখানে কিন্তু আমি বসে আছি । এইদিকে!!!!!! কদমবুচি ডোন্ট ফরগেট!!!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

জেন রসি বলেছেন: কদমবুচি করলে কিছু সালামী দিয়া দিয়েন!!!!!

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

এস কাজী বলেছেন: হায় হায় শ্বাশুরী মা এইখানে। ভুলে গেছি। নেন তিনবার কদমবুচি। হ্যাঁ কবিতা সুন্দর হলে এটা মেয়ে হয়। সুন্দরের স্ত্রীবাচক হল সুন্দরী। যেমন আমি সুন্দর আর তোমার কন্যা সুন্দরী =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

জেন রসি বলেছেন: কাজী ভাই, সুন্দর সব কিছুই কি আপনার কাছে মেয়ের মত মনে হয়!!!!

পোলা সুন্দর হইলে কি মনে হয়!!!!!! ;)

লক্ষন ভয়াবহ!!!!! :P

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১১

শায়মা বলেছেন: এস কাজী বলেছেন: হায় হায় শ্বাশুরী মা এইখানে। ভুলে গেছি। নেন তিনবার কদমবুচি। হ্যাঁ কবিতা সুন্দর হলে এটা মেয়ে হয়। সুন্দরের স্ত্রীবাচক হল সুন্দরী। যেমন আমি সুন্দর আর তোমার কন্যা সুন্দরী =p~



সাবধান তুমি কাকে বেবি বেবি করছো আমি কিন্তু দেখে আসছি!!!!!! সে কিন্তু আমার কন্যা না!!!!!!!! আমার কন্যা অসূর্য্যাস্পর্শা!!!!!!!! তাহার সাথে তেড়িবেড়ি চলবেনা । একটু তেরিমেরি ওপস তেড়িবেড়ি করলেই আমি তোমাকে সেই তেরিমেরি গানের বাংলা ভার্শন শুনাই তোমার জীবন শেষ করবো!!!!!!!!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

জেন রসি বলেছেন: মেয়ে মায়ের মত হবে এইটাই সাভাবিক!!!! :P

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

এস কাজী বলেছেন: না না মোটেও না। এই দেখ লাইনে চলে আসছি। একেবারে সোজা হয়ে গেলাম আম্মাজান :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

জেন রসি বলেছেন: সোজা হয়ে আরামে দাঁড়াইয়া সূর্যের মুখ কন্যার দিকে ফিরাইয়া দেন!!!! ;)

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০

শায়মা বলেছেন: লেখক বলেছেন: বালক নাহয় ভাবে বালকের মত
কিন্তু কেউ সৃষ্টির আগেই দেখে
জীবনের সব বিমূর্ত ক্ষত!
তারপর কেঁদে কেঁদে এক সমুদ্র
ঠিক নিষ্পাপ শিশুর রাগের মত!!!! :P


ঐ এইটা কাকে বলছিস!!!!!!!!!!!!!!!!!!! X(( আমি কিন্তু সব বুঝি



এস কাজী বলেছেন: না না মোটেও না। এই দেখ লাইনে চলে আসছি। একেবারে সোজা হয়ে গেলাম আম্মাজান :)

গুড গুড ভেরী গুড!!! এইতো গুড বয়!!!!!!!!!:)


২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

জেন রসি বলেছেন: নিস্পাপ শিশু সব বুঝে ফেলেছে!!!!

এখন রাগে কান্না শুরু না করলেই হইছে!!!!!! :P

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

এস কাজী বলেছেন: লেখক বলেছেন: কাজী ভাই, সুন্দর সব কিছুই কি আপনার কাছে মেয়ের মত মনে হয়!!!!

পোলা সুন্দর হইলে কি মনে হয়!!!!!! ;)

লক্ষন ভয়াবহ!!!!! :

ভাই উপ্রে মুরুব্বী আছে। যেই সেই মুরুব্বী না, একবারে শাশুড়ি মা। ইনি তো দেইখা ফালাইব। আসেন আমরা গুপুনে গুপুনে বলি। B-)

আর কবিতা সুন্দর হলে সুন্দরী বলবনা!! আজব X(( X( X((

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

জেন রসি বলেছেন: না বললেও মুরুব্বী শুইনা ফেলবে!!!এই মুরুব্বীর কাছে মাঝেমাঝে বিমূর্ত কথাবার্তা নাজিল হয়!!!!!!!

এখনো চিন্তা কইরা দেখেন বিয়া করবেন কিনা!!!!!!! কইরা ফেললে আপনিও বিমূর্ত হইয়া যাইতে পারেন!!!!!!! ;)

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

সাহসী সন্তান বলেছেন: আসলেও হাসতে হাসতে মারা যাচ্ছি!! শুনো সকাল থেকে কিন্তু মাথায় চেপেছে ভুত!!!!!!!! একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে!

-আপুনি সব ঘটনাই যে মানুষের মনকে ভাল করে দেবে এমন কোন কথা আছে নাকি? :`> ম্যানেজমেন্ট-এ একটা কথা আছে। সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এই বিষয়টাতো আপনার জানতে হবে? :P

জেন ভাই এত শামুক শাকুম কইরেন না। তাইলে কিন্তু আরো একটা বিগব্যাং হওয়ার সম্ভাবনা প্রবল। :P এখন তো কয়েকটা চাঁদ খসে পড়ছে, তখন দেখবেন সারা পৃথিবী চাঁদ চাঁদ হইয়া যাইবেনে! যদি তেমন কিছু হয় তাইলে আমারে বুলাইনেন, আমি ঝুড়ি লইয়া চাঁদ খুটতে যা.................বো.................!! :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

জেন রসি বলেছেন: ঘটনা হচ্ছে কিছু ক্রিয়ার ফল! সেটা অঘটন হবে কিনা তা নির্ভর করে প্রতিক্রিয়ার উপর!!কিন্তু প্রতিক্রিয়া আবার একটা আপেক্ষিক ব্যাপার! এটা আবার নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে!!!!!

চোখের সামনে একটা বিগ ব্যাং ঘটলে খারাপ হয় না। একটা বিড়ি ধরাইয়া চায়ের সাথে এই দৃশ্য দেখার মজাই অন্যরকম হবে!!!!
আপনাকে অবশ্যই খবর দিব!! এইসব ব্যাপার একা দেইখা মজা নাই!!!!

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

রিকি বলেছেন: জেন ভাই ঝিনুক, শামুক এদের গোত্রীয়ভাবে বোঝাতে মোলাস্কান বলা হয়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

জেন রসি বলেছেন: ধ্যানজগতে বিবর্তনবাদ!

এবার ধ্যানও বিবর্তিত হইতে বাধ্য!

জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য ধন্যবাদ রিকি আপু।

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

শায়মা বলেছেন: ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮ ১
লেখক বলেছেন: মেয়ে মায়ের মত হবে এইটাই সাভাবিক!!!! :P



X((

এস কাজী বলেছেন: না না মোটেও না। এই দেখ লাইনে চলে আসছি। একেবারে সোজা হয়ে গেলাম আম্মাজান :)
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০ ০
লেখক বলেছেন: সোজা হয়ে আরামে দাঁড়াইয়া সূর্যের মুখ কন্যার দিকে ফিরাইয়া দেন!!!! ;)



হাহাাহাহাহাহাহাাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাাহাহা :P


২৪. ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০ ০
এস কাজী বলেছেন: লেখক বলেছেন: কাজী ভাই, সুন্দর সব কিছুই কি আপনার কাছে মেয়ের মত মনে হয়!!!!

পোলা সুন্দর হইলে কি মনে হয়!!!!!! ;)

লক্ষন ভয়াবহ!!!!! :

ভাই উপ্রে মুরুব্বী আছে। যেই সেই মুরুব্বী না, একবারে শাশুড়ি মা। ইনি তো দেইখা ফালাইব। আসেন আমরা গুপুনে গুপুনে বলি। B-)

আর কবিতা সুন্দর হলে সুন্দরী বলবনা!! আজব X(( X( X((


ঐ সাবধান!!!!!!!!! জিনিভাইয়া তোমার মামা শ্বশুর!!!!!!!! তিনাকেও সালাম দাও!


২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

জেন রসি বলেছেন: বিমূর্ত শহর আমার
বিমূর্ত ঘর!!

শায়মা আপু কাজী ভাইরে দেওয়ার জন্য কিছু সালামী পাঠাইয়া দিয়েন!!!
কাজী ভাই, শায়মা আপু যে সালামী দিবে সেটা আমাকে সালাম কইরা দিয়ে দিয়েন!!! ;)

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: ২৫. ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২ ০
সাহসী সন্তান বলেছেন: আসলেও হাসতে হাসতে মারা যাচ্ছি!! শুনো সকাল থেকে কিন্তু মাথায় চেপেছে ভুত!!!!!!!! একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে!

-আপুনি সব ঘটনাই যে মানুষের মনকে ভাল করে দেবে এমন কোন কথা আছে নাকি? :`< ম্যানেজমেন্ট-এ একটা কথা আছে। সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এই বিষয়টাতো আপনার জানতে হবে? :P

জেন ভাই এত শামুক শাকুম কইরেন না। তাইলে কিন্তু আরো একটা বিগব্যাং হওয়ার সম্ভাবনা প্রবল। :P এখন তো কয়েকটা চাঁদ খসে পড়ছে, তখন দেখবেন সারা পৃথিবী চাঁদ চাঁদ হইয়া যাইবেনে! যদি তেমন কিছু হয় তাইলে আমারে বুলাইনেন, আমি ঝুড়ি লইয়া চাঁদ খুটতে যা.................বো.................!! :P
২৬. ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০২ ০
রিকি বলেছেন: জেন ভাই ঝিনুক, শামুক এদের গোত্রীয়ভাবে বোঝাতে মোলাস্কান বলা হয়।




হায়রে গেছি এইসব পন্ডিৎদের মাঝে আমি কই পালাই!!!!!!!!! নাহ আর পারা গেলোনা--- একজন ধ্যান করতে করতে মহাকালের দরজা থেকে শত আলোকবর্ষ দূর হতে চাঁদ তারা সব পেড়ে আনছেন আরেকজন গোয়েন্দাগিরি থেকে ম্যানেজমেন্ট একাউন্টিং এর কিছু বাদ রাখেনননি আবার আরেক সর্ববিদ আসছেন মোলাস্কা আলাস্কা নিয়ে !!!!!!!!!!


এর মধ্যে আবার আসছেন জামাই বাবা সুদর্শন গাজী!!!!!!!!!!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

জেন রসি বলেছেন: না পালাইয়া ধ্যানে বসতে পারেন!!তাতে কাজ না হলে একটা এলএসডি খাইয়া দেখতে পারেন!!! ;)

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

এস কাজী বলেছেন: শায়মা বলেছেন: ঐ সাবধান!!!!!!!!! জিনিভাইয়া তোমার মামা শ্বশুর!!!!!!!! তিনাকেও সালাম দাও!

অহু জিনি ভাইয়া আইমিন জিনি মামা আপনাকে একটা সালাম। আপনার ভাগ্নি এখন কেমন আছে আমাকে একটু জানাবেন? শাশুড়ি মা কে তো সরাসরি জিজ্ঞেস করতে পারছিনা। পাছে না আবার বিয়াদবি হয়ে যায় =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

জেন রসি বলেছেন: শুনেছি সে এখন সূর্যের ভিতরে আছে!!!তাই সূর্য এখনো তাকে স্পর্শ করতে পারে নাই!!!তাই গোপনে একটা পরামর্শ দেই!!! ফিনিক্স পাখির মত সূর্যের দিকে যাত্রা শুরু করেন!! কিছু পাইলেও পাইতে পারেন!!! ;)

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

সাহসী সন্তান বলেছেন: জিনি ভাউ আপাতত ঘুমের মধ্যে থেকে হয়তো পরাবাস্তব কোন স্বপ্নের মধ্যে বিভোর আছেন! সুতরাং এই ভাবে কমেন্টের মাধ্যমে গুতাইয়ে তার ধ্যান ভঙ্গ করার কোন মানে হয় না! :P স্বপ্পন পুরা না হইলে কিন্তু তিনি যায়গাই উল্টা পাল্ট শুর করে দিতে পারেন!! :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

জেন রসি বলেছেন: চিন্তা নাই ভাই!!কেউ যদি ধ্যান ভাঙ্গার চেষ্টা না করে তাইলে ধ্যান কইরা মজা নাই!!ধ্যানের মধ্যে বইসা স্বপ্ন দেখলে কেমনে কি!! ধ্যান কইরা বরং আপেক্ষিক স্বপ্নের পরাবাস্তব স্বরূপ উন্মোচন করা যাইতে পারে!!!

৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

এস কাজী বলেছেন: শায়মা বলেছেন: এর মধ্যে আবার আসছেন জামাই বাবা সুদর্শন গাজী!!!!!!!!!!!!!

গাজী না কাজী

জু ভি হু আম্মজান, পেট ভইরা গেসে। এখন আর খাওন লাগবনা B-)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

জেন রসি বলেছেন: এই আনন্দে একটা মিষ্টি পান মুখে দিয়া আকিজ বিড়ি ধরান!!!!!

৩২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ঈশ্বরের বিরুদ্ধে রিভোল্টে লাভ কি? যা হওয়ার তাই হইছে, সফল হওয়ার উপায় না পাইয়া পুতাইয়া গেছে। তবে বিদ্রোহ একবার করলে আরো যে করবেনা সেই গ্যারান্টী নাই। সন্ধ্যার পর বসবো দেখি আবার। বিরহের পর মিলনের সময় আসছে, এরপর একজোট কইরা অসহযোগে লাগানো যায় নাকি দেখি। যদিও ঈশ্বর কারো অসহযোগিতারও ধার ধারবার কথানা ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

জেন রসি বলেছেন: আমরা আমজনতা অপেক্ষায় থাকলাম! লোকমুখে শুনেছি রিভোল্ট কইরা নাকি লাভ আছে!! তখন নাকি সুপার ইগো নির্লিপ্ত থাকতে পারেনা!! রেগে গিয়ে নির্বাসিত কইরা দেন!! আপনিও চেষ্টা চালাইয়া যান!!! ;)

৩৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: ২৯. ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩ ১
এস কাজী বলেছেন: শায়মা বলেছেন: ঐ সাবধান!!!!!!!!! জিনিভাইয়া তোমার মামা শ্বশুর!!!!!!!! তিনাকেও সালাম দাও!

অহু জিনি ভাইয়া আইমিন জিনি মামা আপনাকে একটা সালাম। আপনার ভাগ্নি এখন কেমন আছে আমাকে একটু জানাবেন? শাশুড়ি মা কে তো সরাসরি জিজ্ঞেস করতে পারছিনা। পাছে না আবার বিয়াদবি হয়ে যায় =p~




হাহাহাহাহাাহাহাহাহাহাহাহাহাহাহাহহাা !!!! আমি এইবার জ্ঞান হারাবো মরেই যাবো বাঁচাতে পারবেনা কেউ! :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

জেন রসি বলেছেন: জ্ঞান হারাইতে পারেন!!তবে মইরা যাইয়েন না!!

৩৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

সাহসী সন্তান বলেছেন: হায়রে গেছি এইসব পন্ডিৎদের মাঝে আমি কই পালাই!!!!!!!!! নাহ আর পারা গেলোনা--- একজন ধ্যান করতে করতে মহাকালের দরজা থেকে শত আলোকবর্ষ দূর হতে চাঁদ তারা সব পেড়ে আনছেন আরেকজন গোয়েন্দাগিরি থেকে ম্যানেজমেন্ট একাউন্টিং এর কিছু বাদ রাখেনননি আবার আরেক সর্ববিদ আসছেন মোলাস্কা আলাস্কা নিয়ে !!!!!!!!!!

-আপুনি এই ভাবে যদি আপনি সবাইরেই.........দিতে থাকেন, তাইলে কিন্তু এক সময় আপনি নিজেই একা হয়ে যাবেন। আমি যতই আপনার ভাউ হইনা কেন আপনার দলে কিন্তু থাকবার পারুম না! কারন আমি হইলাম গিয়া দশজন আছে যেহানে মুইও আছি সেহানে! আর আমি চাইনা আমার প্রিয় আপুনিডা একা হইয়া যাক! আগেই সাবধান করলাম, ভাই ব্রাদার হিসাবে মোর একটা দ্বায়-দ্বায়িত্ত্ব আছে না? ;)

জিনি ভাই। বিড়ি দুই এক প্যাকেট বেশি কইরা কিনা রাইখেন? বিগব্যাং হইলে কিন্তু দোকান পাট সব ধংস হইয়া যাইবার পারে। সুতরাং বিড়ি ফুরাই গেলে কিন্তু আর কেনন যাইত ন!! :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

জেন রসি বলেছেন: আপু আবার একাই একশো!!! শুধু একশোর একটা বিমূর্ত অবস্থায় থাকে!!যদিও আপুর কাছে সেটা মূর্ত!!!

ভয় নাই! পর্যাপ্ত বিড়ি থাকবে!!! আমরা বিগ ব্যাং থেকে যে আগুনের সৃষ্টি হবে সেটা দিয়া বিড়ি ধরাইয়া টান দিব!!!আমাদের ভিতরেও একটা বিগ ব্যাং ঘটে যাবে!!!তাহলে ব্যাপারটা অন্তর দিয়া ফিল করা যাবে!!!! ;)

৩৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

শায়মা বলেছেন: -আপুনি এই ভাবে যদি আপনি সবাইরেই.........দিতে থাকেন, তাইলে কিন্তু এক সময় আপনি নিজেই একা হয়ে যাবেন। আমি যতই আপনার ভাউ হইনা কেন আপনার দলে কিন্তু থাকবার পারুম না! কারন আমি হইলাম গিয়া দশজন আছে যেহানে মুইও আছি সেহানে! আর আমি চাইনা আমার প্রিয় আপুনিডা একা হইয়া যাক! আগেই সাবধান করলাম, ভাই ব্রাদার হিসাবে মোর একটা দ্বায়-দ্বায়িত্ত্ব আছে না? ;)


কেউ না থাকুক আমার জামাই বাবা আছে! সে একাই একশো!!! :)

আমি হাসতে হাসতে মরে গেলে তোমাদের নেমক হারামী আর দেখতে হবেনা আর সে আমাকে নিশ্চয় এই উপকারটা করতে পারবে মানে হাসতে হাসতে মেরে ফেলাতে!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

জেন রসি বলেছেন: নেমক এবং হারামী দুইটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত!! একটা না থাকলে আরেকটা থাকবে না!!! তবে সবসময় নেমক নিয়া চিন্তিত থাকলে অনেক কিছুকেই হারামী মনে হইতে পারে!!!! ;)

৩৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: লেখক বলেছেন: শুনেছি সে এখন সূর্যের ভিতরে আছে!!!তাই সূর্য এখনো তাকে স্পর্শ করতে পারে নাই!!!তাই গোপনে একটা পরামর্শ দেই!!! ফিনিক্স পাখির মত সূর্যের দিকে যাত্রা শুরু করেন!! কিছু পাইলেও পাইতে পারেন!!! ;)


ঐ ভাইয়া তুমি আমার জামাই বাবাকে আত্মহত্যার বুদ্ধি দাও কেনো???????????

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

জেন রসি বলেছেন: আপনার মেয়েকে কেমনে বিয়া করতে হবে সেটার বুদ্ধি দিলাম!!!এখন সেটা করা যদি আত্মহত্যার মত হয় তাহলে বুঝতে হবে কাজী ভাই মহাপাপ করতে যাইতেছেন!!!!! ;)

৩৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

এস কাজী বলেছেন: শায়মা বলেছেন: কেউ না থাকুক আমার জামাই বাবা আছে! সে একাই একশো!!!

হাউ সুইট আম্মা :)

কিন্তু কে কে কে সেই নচ্ছার আমার আম্মাজানকে কি বলে??? X((

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

জেন রসি বলেছেন: আপনার আম্মাজানকে কে যেন সূর্যের অমাবস্যা বলছিল!!!এখন চাঁদ সূর্য দুটারেই বোম মাইরা উড়াইয়া দেন!!!!! ;)

৩৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

সাহসী সন্তান বলেছেন: ভয় নাই! পর্যাপ্ত বিড়ি থাকবে!!! আমরা বিগ ব্যাং থেকে যে আগুনের সৃষ্টি হবে সেটা দিয়া বিড়ি ধরাইয়া টান দিব!!!আমাদের ভিতরেও একটা বিগ ব্যাং ঘটে যাবে!!!তাহলে ব্যাপারটা অন্তর দিয়া ফিল করা যাবে!!!!

-ভাউ আমার তো এখন থাক্কাই ফিল হইতাছে! B-)) আহঃ সব কিছু চূর্নবিচূর্ন হয়ে যাচ্ছে, শুধু আপনি আর আমি বিড়িতে সুখ টান দিয়া সেই দৃশ্য দেখতাছি! মনডার মধ্যে কি যে লাগতাছে। ও ভাই, এই ঘটনা গুলো রেকর্ড করনের কোন উপায় নাই? :P

কাজী ভাউ শায়মাপুনি যদি আপনের শাশুড়ী আম্মা হন, তাইলে মুই কি হই হেইডা কি কওন লাগবো? মুইও তাইলে কিন্তু আপনের শশুর ফাদার হই। বিষয়ডা মাথাই রাইখেন! :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

জেন রসি বলেছেন: ভাই, মনের ভিতর কেমন লাগা আর আসল জিনিসের মধ্যে তফাৎ আছে!!এখনই যদি সব চূর্ণবিচূর্ণ হয়ে যায় তখন যখন সব কিছুর মত মনও প্রসারিত হতে থাকবে তখন কি করবেন?? এই ঘটনা রেকর্ড করার দায়িত্ব কাজী ভাইয়ের!!

আপনি কাজী ভাইয়ের সম্পর্কে কি লাগেন সেইটা সবার মাথায় আছে!! চিন্তা নিয়েন না!!!

৩৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

শায়মা বলেছেন: কাজী ভাউ শায়মাপুনি যদি আপনের শাশুড়ী আম্মা হন, তাইলে মুই কি হই হেইডা কি কওন লাগবো? মুইও তাইলে কিন্তু আপনের শশুর ফাদার হই। বিষয়ডা মাথাই রাইখেন! :P


ভাইয়া তুমিও তার ছোটমামা শ্বশুর!:)

কাজী বাবা আরেকটা সালাম অথবা কদমবুচি!:)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২

জেন রসি বলেছেন: কাজী ভাই সারাদিন কদমবুচি কইরা কাটালে বিয়া করবে কোন সময়!!!পরে দেখা যাবে বউকেও কদমবুচি করে ফেলবে!! :P

৪০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

এস কাজী বলেছেন: শায়মা বলেছেন: কাজী বাবা আরেকটা সালাম অথবা কদমবুচি!

ভাবতেসি কিছু সালাম এফডিআর করে রাখব। আর কিছু সালাম অগ্রিম শায়মা আম্মুকে জমা দিয়ে রাখব, যাতে প্রয়োজন মত পৌঁছে দিতে পারে।

সাহসী মামা আসেন, একটা দুইটা তিনটা কদম্বুচি নিয়া যান। একটা এখনকার। বাকি দুইটা আগামী দুইদিনের =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

জেন রসি বলেছেন: ভাই আপনিত মনে হইতেছে অতি আনন্দে বউকেও কদমবুচি করে ফেলবেন!!!!!! ;)

৪১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

সাহসী সন্তান বলেছেন: ভাইয়া তুমিও তার ছোটমামা শ্বশুর!

কাজী বাবা আরেকটা সালাম অথবা কদমবুচি!


-ছালাম বা কদমবুচির দরকার নাই। তয় ছোট মামা একটু কোল্ডড্রিংস খাইতে ভাল বাসে! প্রতিদিন চার পাঁচটা করে কোল্ডড্রিংস হইলেই হপে। আর না হইলে কিন্তু মাইয়া ছাড়াই নিমু.............!! কারন এমন গতর পোড়া জামাইয়ের দরকার নাই!! :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৩

জেন রসি বলেছেন: এইটা একটা বিবেচনার কথা বলেছেন।এইসব সাপ্লাই দিতে না পারলে এই ছেলের সাথে মেয়ে বিয়া দেওয়া ঠিক হবেনা!!আপনি আমারে জানাইয়েন কোল্ডড্রিংস নিয়মিত পাইতেছেন কিনা!! না পাইলে কোল্ডড্রিংস হার্ডড্রিংস বানাইয়া কাজী ভাইয়ের কাছে পাঠাইয়া দিমু!!!পরে ওনার কাজে লাগবে!!!! :P

৪২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

শায়মা বলেছেন: ৪০. ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯ ১
এস কাজী বলেছেন: শায়মা বলেছেন: কাজী বাবা আরেকটা সালাম অথবা কদমবুচি!

ভাবতেসি কিছু সালাম এফডিআর করে রাখব। আর কিছু সালাম অগ্রিম শায়মা আম্মুকে জমা দিয়ে রাখব, যাতে প্রয়োজন মত পৌঁছে দিতে পারে।

সাহসী মামা আসেন, একটা দুইটা তিনটা কদম্বুচি নিয়া যান। একটা এখনকার। বাকি দুইটা আগামী দুইদিনের =p~


দেখছো আমার জামাইবাবা কত আদব লেহাজ জানা ভালু ছেলে!!!!!!

বেঁচে থাকো বাবা!!!!!!! অনেক অনেক বড় হও জীবনে। ( সূর্য্যে যাওয়া লাগবে না??)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭

জেন রসি বলেছেন: আসলেই অনেক আদব লেহাজ জানে!!!!

তবে এই দেশে একটা প্রবাদ আছে!!!!!!

অতি ভক্তি চোরের লক্ষন!!!!!!! :P

৪৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

সাহসী সন্তান বলেছেন: দেখছো আমার জামাইবাবা কত আদব লেহাজ জানা ভালু ছেলে!!!!!!

-হু, আদব লেহাজ না অন্য কিছু। /:) কদমবুচি করতে আইসা কাঁছা ধইরা আবার টান না দেয়। এই যুগে তো কাউরেই বিশ্বাস নেই! :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২১

জেন রসি বলেছেন: এইটাও একটা চিন্তার বিষয়!!!কদমবুচি করতে গেলে কাছা খুইলা রাইখেন!! :P তাহলে টান দেওয়ার জন্য আর কাছা খুইজা পাইব না!!!!

৪৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

এস কাজী বলেছেন: সাহসী সন্তান বলেছেন: ভাইয়া তুমিও তার ছোটমামা শ্বশুর!

কাজী বাবা আরেকটা সালাম অথবা কদমবুচি!

-ছালাম বা কদমবুচির দরকার নাই। তয় ছোট মামা একটু কোল্ডড্রিংস খাইতে ভাল বাসে! প্রতিদিন চার পাঁচটা করে কোল্ডড্রিংস হইলেই হপে। আর না হইলে কিন্তু মাইয়া ছাড়াই নিমু.............!! কারন এমন গতর পোড়া জামাইয়ের দরকার নাই!!

তো এই ব্যাপার?? আররে মাম্মা কি বলেন এসব!! দুই তিনটা কোল্ডড্রিংস এটা কোন ব্যাপার হইল? এক কেইস মানে ২০ টা খাওয়ামু। চিন্তা লইয়েন না :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫

জেন রসি বলেছেন: বেশী খাইলে আবার সমস্যা!! তাই আগে গবেষণা কইরা দেখতে হবে কতটুকু খাওয়া যায়!!! এই গবেষণার দায়িত্ব আপনাকে দেওয়া হইলো!!!!!!! ;)

৪৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

মায়াবী রূপকথা বলেছেন: আজো বসে আছি, ধ্যানমগ্ন খুব!
যদি বলি হয়ে যাও!হয়ে যাবে??


দারুন আকুতি! কবিতাটা খুব ভাল লাগলো

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

আনন্দিত হলাম।শুভেচ্ছা রইলো।

অনেকদিন আগে আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়েছিলাম! আবার কবে লিখবেন??

৪৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

উর্বি বলেছেন: ধ্যান না ছাই। বাসায় বসে বসে মায়ের হাতের রান্না খেয়ে মটু হওয়ার চিন্তা ভাবনা :P :P :P
লিখায় +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩০

জেন রসি বলেছেন: ধ্যান করার জন্য শক্তি লাগবেনা???না খাইলে কেমনে হবে!!!!!দরকার হইলে ধ্যান ভগ্ন কইরা খাইতে হবে!!!! :P

অনেক অনেক ধন্যবাদ উর্বি আপু।

৪৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: সে ছিল এক আদিমতর প্রহর যখন তোমার অপেক্ষায়
আমি বসে ছিলাম অন্য কোথাও, অন্য ভুবনে
পৃথিবীর জন্ম কি হয়েছিল?কেউ কি বলেছিল হয়ে যাও?
অমাবস্যা কি নেমে এসেছিল মায়াবী জোছনার হাত ধরে?
মনে করে রাখার মত মনই ছিলনা না আমার!


এ প‌্যারাটি ভালো লাগল।

৬+।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

জেন রসি বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো

৪৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লাগলো ধ্যানী হওয়ার কবিতা ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

জেন রসি বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো

৪৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪১

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।

কিছু বিষয় অনন্ত ভাবনার!!!

অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

চোখ মেলে বললাম- হয়ে যাও

শুভকামনা পুনরায়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

জেন রসি বলেছেন: কিছু ভাবনা আসলেই অতল তলের মত অধরাই থেকে যায়!

ধন্যবাদ দাদা। শুভকামনা রইলো।

৫০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: হয়ে গেলে ভাল হত । :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

জেন রসি বলেছেন: হয়ে গেলে হয়ে যেত!

ধন্যবাদ সেলিম ভাই। শুভেচ্ছা।

৫১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: দৃষ্টি আর অপলক নির্বাক চেয়ে থাকার উৎসবে!
আজো বসে আছি, ধ্যানমগ্ন খুব!
যদি বলি হয়ে যাও!হয়ে যাবে??

চমৎকার কাব্য কথা। ধন্যবাদ

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

৫২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

শায়মা বলেছেন: ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪ ১
লেখক বলেছেন: আপনার মেয়েকে কেমনে বিয়া করতে হবে সেটার বুদ্ধি দিলাম!!!এখন সেটা করা যদি আত্মহত্যার মত হয় তাহলে বুঝতে হবে কাজী ভাই মহাপাপ করতে যাইতেছেন!!!!! ;)



হাহাহাহাহাহাহাহা কাজীভাইয়া তো এখন ব্লগ ছেড়ে পালাবে!!!!!!!! দেখো জিনিভাইয়া আমার জামাইবাবাকে ভাগানোর জন্য কিন্তু তুমি দায়ী থাকিবা!!!!!!!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪০

জেন রসি বলেছেন: ব্লগ ছাইড়াত যাইতেই হবে!!! সারাদিন ব্লগে বইসা থাকলে বউয়ের খেয়াল রাখবে কেমনে??? ;)

৫৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

এস কাজী বলেছেন: শায়মা বলেছেন: ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪ ১
লেখক বলেছেন: আপনার মেয়েকে কেমনে বিয়া করতে হবে সেটার বুদ্ধি দিলাম!!!এখন সেটা করা যদি আত্মহত্যার মত হয় তাহলে বুঝতে হবে কাজী ভাই মহাপাপ করতে যাইতেছেন!!!!!


না না না না না। এ বাডুন যাবে না না ছিঁড়ে। :) মহাপাপী হব তবুও এ বাডুন যাবে না ছিঁড়ে।

উহ অটা বাঁধন হবে :(

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

জেন রসি বলেছেন: বাঁধন না ছিঁড়লেও ভাইঙ্গা যাইতে পারে!!!!!

৫৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

শায়মা বলেছেন: হা হা কাজী বাবাজী!!! :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

জেন রসি বলেছেন: ভাঙ্গাভাঙ্গির ব্যাপারটা বিবেচনায় রাইখেন!! :P

৫৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮

এস কাজী বলেছেন: লেখক বলেছেন: ভাই আপনিত মনে হইতেছে অতি আনন্দে বউকেও কদমবুচি করে ফেলবেন!!!!!!


X(( X( X(

আমি চোখে চশমা পরি মানে এই না যে আমি চোখে দেখি না X(

আম্মাজান দেখ জিনি মামা কি বলে :((

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২

জেন রসি বলেছেন: অনেক সময় অতি আনন্দে মানুষের ভ্রম হইতে পারে!!তাছাড়া চশমা পড়া মানে চশমা ছাড়া চোখে না দেখা!!!!! :P

৫৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬

শায়মা বলেছেন: এস কাজী বলেছেন: লেখক বলেছেন: ভাই আপনিত মনে হইতেছে অতি আনন্দে বউকেও কদমবুচি করে ফেলবেন!!!!!!


X(( X( X(

আমি চোখে চশমা পরি মানে এই না যে আমি চোখে দেখি না X(

আম্মাজান দেখ জিনি মামা কি বলে :((


হাহাহাহাহাাহাহহাাহাহা বলাও যায়না কাজীবাবা আমার জিনিভাইয়া বুদ্ধিমান লোক ভুত ভবিষ্যৎ বলতে পারেন।:(
তুমি কালকেই লেজার করে নেবে!:)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

জেন রসি বলেছেন: পরে কাজী ভাই গান গাবেন,

চশমাটা খসে গেলে মুশকিলে পরি
দাদা আমি এখনো যে, ইস্কুলে পড়ি
কব্জির জোড়ে আমি পারব না!!!!!!

:P

৫৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



হয়ে যাও বললেই যদি হয়ে যেত , তবে এমন কবিতা লেখার দরকার হতোনা ।

তবে প্রথম স্তবকে " হয়ে যাও: বলে কিন্তু সব কোলাহল থামা হয়ে গিয়েছিল, মানে থামিয়ে দিয়েছিলেন । পরজীবী আলো ও থেমে গিয়েছিলো ।
তাই যে জন্যে ধ্যানমগ্ন, তার জন্যে শুধু খুব ধ্যানমগ্ন থাকলেই হবেনা ; "হয়ে যাও" কলতে হবে........তাহলেই হয়ে যাবে । কোনও য়দি-টদি নেই ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১

জেন রসি বলেছেন: তবুও অপেক্ষা থাকে! অতীতের অজানা অধ্যায় থেকে জন্ম নেয় সংশয়! সেই সংশয়ের মুহূর্তে যদি কিন্তুরাও ভর করে অধরা বিস্ময় নিয়ে!

ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

শুভকামনা রইলো।

৫৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

শায়মা বলেছেন: ১৬. ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯ ১
পরী আন্টি বলেছেন: আপুনি এত সুন্দর করে কবিতা লিখো কি করে?আমাকে শিখাবে আপুনি?


ভাইয়া সামওয়ান ইজ ট্রাইং টু কপি মি। হা হা সে খুবই বড় অভিনে্ত্রী হতে পারবে। হাহাহাহা প্রথমে রাগ লাগছিলো। এখন হাসি পাচ্ছে। মানুষের খেয়ে কাজ না থাকলে অন্যকে কপিও করে বেড়ায় ! হাহাহাহাহাহাহাহাহা

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৭

জেন রসি বলেছেন: কবিতার লাইন মনে পড়ল!!!

দেখে যেন মনে হয় চিনি উহারে!! ব্যাপার হইছে কেউ একজন মনে হয় আবার ঘাস চাবাইতে আসছে!!আপনি কি সুইচে টিপ দিছিলেন নাকি?? আমি এক খেলনা ছাগলকে চিনি!!! সুইচে চাপ দিলেই সেই ছাগল ঘাস খেতে চলে আসে!!!!

৫৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৯

শায়মা বলেছেন: আমিও চিনি উনি মন্ডল সাহেবের কন্যা! মনে হয় পুরবে জনমে আমার পরদাদী ছিলো!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৭

জেন রসি বলেছেন: আমার মনে হয় ওই ব্যাটা ছাগু না ছাগী এইটা সে নিজেও জানেনা! কিন্তু নিজেকে ছাগু প্রমান করার জন্য সবসময় ছাগলের ডাক দিয়া জানান দেওয়ার চেষ্টা করে যে, সে আসলে ছাগু!!!!

৬০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে ছিল এক আদিমতর প্রহর যখন তোমার অপেক্ষায়
আমি বসে ছিলাম অন্য কোথাও, অন্য ভুবনে...
আরিব্বাস,ফিলিংস্‌টা ঠিক এম্নি ছিলো
এই না হলে কবি!?!
মারহাবা

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

জেন রসি বলেছেন: আপনার ছড়া পইড়া আমিও মুগ্ধ। :)

ধন্যবাদ ভাই।

৬১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কন্যার মার বিবাহ হয় নাই । কন্যার হাজবেন্ড বেশ ঢং শুরু করেছে । তারে কে বুঝাবে সারাদিন পুতুল খেললে মেয়ে সূর্যের মুখ দেখবে কিভাবে। এস কাজী সাহেবের জন্য সমবেদনা । :(


জন রেসি ভাইয়া খুব ধ্যান মগ্ন থেকে একটা বর (আশীর্বাদ) দেন । এই অচল অবস্থার নিরসন হওয়া দরকার ।
আমিও খুব ধ্যান মগ্ন হইলাম । পরিশ্রমের চেয়ে ধ্যানে থাকাই ভাল বোধ হয় । !:#P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

জেন রসি বলেছেন: সেলিম ভাই, ধ্যানমগ্ন হয়ে যান!! অচল অবস্থার নিরসন আপনি নিজেই করে ফেলতে পারবেন।

৬২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতাটা দেখছি সব কমেন্টেটর এর ফোকাসের বাইরে চলে গেছে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

জেন রসি বলেছেন: কবিতা উপলক্ষ মাত্র! আড্ডাটাই আসল! মজাটা সেখানেই! ;)

চমৎকার লেগেছে জেনে আনন্দিত হলাম।

ধন্যবাদ গিয়াসলিটন ভাই। :)

৬৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: কবিতা উপলক্ষ মাত্র! আড্ডাটাই আসল! মজাটা সেখানেই!

-দারুন বলেছেন ভাই! সেটাইতো কথা! পোস্ট একটা হইলেই হইছে। গ্যাজানোটাই হলো মেন! তো আছুইন কেমন?

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

জেন রসি বলেছেন: ভালো আছি! আপনার খবর ভালো?

৬৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

শায়মা বলেছেন: সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: কবিতা উপলক্ষ মাত্র! আড্ডাটাই আসল! মজাটা সেখানেই!

-দারুন বলেছেন ভাই! সেটাইতো কথা! পোস্ট একটা হইলেই হইছে। গ্যাজানোটাই হলো মেন! তো আছুইন কেমন?


কিন্তু ভাইয়া এই গেজাগেজি দেখে তো কিছু কুটনা, হিংসুটে বুড়ার লেজালেজি মানে লেজ বের হয়ে যায় যায়। একের পর এক নিক বানিয়ে কিউ কিউ শুরু করে !!!!! কাল একজন আমাকে বলে জাবিতে নাট্যকলায় না পড়লে নাকি আমি এই নাট্য কলা পোস্ট লিখতে পারবোনা। তার লেখার ধরনেই বুঝলাম এই সেই কুটনা বুড়া যার আত্মীয়া আমাদের নিউ এ্যাঙ্জেলখালাম্মা। মানে একই মায়ের পেটের জমজভাই। তখন চেক করে দেখলাম একজনের জন্ম হয়েছে আরেকজনের কয়েকঘন্টা আগে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

জেন রসি বলেছেন: ক্রিয়া থাকলে প্রতিক্রিয়াও থাকবে! তবে প্রতিক্রিয়া দেখানোর অনেক রাস্তা আছে! কারো সাথে কারো মতের মিল না হলে সেটা নিয়ে গঠনমূলক আলোচনা করা যেতে পারে। তবে আপনি যাদের কথা বললেন তারা সেটা পারে না বলেই অন্য রাস্তা ধরে প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে যা শুধু তাদেরকে ভুল পথেই নিয়ে যায়। চিন্তার কিছু নাই। সৃষ্টিসুখের উল্লাসে মেতে থাকুন।

শুভ ব্লগিং।

৬৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

সাহসী সন্তান বলেছেন: জেন ভাই ভাল আছি! আজ অনেক দিন পর বাড়িতে যাবো। ভীষন আনন্দিত। আমার প্রিয় গ্রাম, গ্রামের মানুষ, আমার বন্ধুরা আর সব থেকে বড় কথা আমার সুইট আম্মুকে দেখতে পাবো! দোয়া কইরেন!

আপুনি একটা বিষয়কি দুনিয়াতে যে কত রকমের মানুষ আছে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারে না! কেউ আছে কাউরে বাঁশ দেওয়ার জন্য, আর কেউ থাকে সেই বাঁশ খাওয়ার জন্য। সব থেকে বড় সমস্যা হলো তাদের পরিচয় বলতে কোন কিছু নেই! যাহোক, আপু আপাতত ঐটা নিয়ে আর কিছু বলার দরকার নেই! দেখেন তার পরবর্তি পদক্ষেপ কি হয়?

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

জেন রসি বলেছেন: আপনার আনন্দ দেখে আমিও আনন্দিত হলাম।প্রিয় গ্রামে প্রিয় মানুষদের সাথে সুন্দর কিছু সমর অতিবাহিত করবেন এই শুভকামনা রইলো।তবে নেক্সট টাইম আমাকে দাওয়াত দিয়েন!!

ঠিক বলেছেন।দুনিয়ায় অনেক রকম মানুষ আছে। অনেক রকম মানুষের অনেক রকম স্বপ্ন।তাই একের ইচ্ছার সাথে অপরের ইচ্ছা দ্বান্দিক অবস্থানে যাবে এটাই স্বাভাবিক। তবে কিছু মানুষ আছে তারা শুধু ঝামেলা করতেই পছন্দ করে।সেটা তাদের কাছে এক ধরনের নেশার মত!

৬৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

মায়াবী রূপকথা বলেছেন: কবিতারা আমার জন্য নয় ভাইয়া । মাঝে মাঝে এসে পড়ে যাই তাতেই আনন্দ :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

জেন রসি বলেছেন: কবিতারা আপনার জন্য। তবে আপনি নিজেই মনে হয় কবিতাদের ছেড়ে দূরে আছেন।

অনেক ভালো থাকুন সবসময়। :)

৬৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০০

হামিদ আহসান বলেছেন: হয়তবা ............

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

জেন রসি বলেছেন: হয়তবা ...........

ধন্যবাদ হামিদ ভাই।

শুভকামনা রইলো।

৬৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

উর্বি বলেছেন: ধ্যান ভাংছে। নাকি মাথায় পানির বালতি উপুর করা লাগবে ? :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

জেন রসি বলেছেন: বালতিতে অন্যকিছু থাকলে ভালো হয়!!! এই যেমন লাল নীল পানি!!! :P

৬৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

উর্বি বলেছেন: আচ্ছা তাই হপে :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

জেন রসি বলেছেন: এই কথা শুইনাই অর্ধেক ধ্যান ভাইঙ্গা গেছে!!! :P

৭০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৯

উর্বি বলেছেন: হেহেহেহেহেহেহীহেহেহেহেহেহেহে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

জেন রসি বলেছেন: হাসিও ধ্যানভঙ্গের কারন হইতে পারে! :)

৭১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

উর্বি বলেছেন: হুম। নাক হীনতা ও ধ্যানভঙ্গ এর কারন হইতে পারে :P

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

জেন রসি বলেছেন: আরে!!!! নাক না থাকলে ধ্যান করব কেমনে????? নাক আছে!!!!!:P

৭২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

উর্বি বলেছেন: নাই নাই। প্রমাণ দেন নাই :P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৩

জেন রসি বলেছেন: আছে!! আছে!! ওই যে আপনার সেই চিত্রকর্মের নাক!!!ওইটাত আমার কাছ থেকে ধার করে নেওয়া!! :P

৭৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

উর্বি বলেছেন: িহিহিহিহিহিহিহিহিহিহি
ঈদ মোবারক

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

জেন রসি বলেছেন: ঈদ মোবারক। :)

৭৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: মাথার একহাত উপর দিয়ে গেল।।।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০

জেন রসি বলেছেন: হা হা হা হা............

ব্যাপার না!!

সব মাথার মধ্যে দিয়া যাইতে হবে এমন কোন কথা নাই!

৭৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: তা অবশ্য ঠিক।। তবে বুঝতে পারলে ভালো লাগত।।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

জেন রসি বলেছেন: ঠিক বলেছেন।

বোঝার চেষ্টা করেছেন বলে আপনাকে ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.