নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

এক হৃদয়ের শীতসকালে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২



ভাসবে প্রহর আদর মাখা দুই নয়নে
হৃদয় যেথায় একটু সুখেই খুব গোপনে
কাঁদবে বলে, বিষাদক্ষণে চোখের পাতায়
বৃষ্টি মেখে-মেঘের সাথে খুনসুটি খুব!

তপ্ত রোদে আকাশ যখন ভেঙ্গে পড়ে
হাতের মুঠোয় ইচ্ছেগুলো ফিনিক্স পাখি
উড়বে বলে, সূর্য্যপানে আগুন ধরায়
ছাই হয়ে সব-জন্ম দিবে নতুন প্রভাত!

ঝরা পাতার বিষণ্ণতায়, হাত বাড়ালেই
ছুঁয়ে দিব-স্পর্শসুখে জেগে ওঠার ভান!
এক হৃদয়ের শীতসকালে- মায়ার খেলায়
হাত বাড়ালেই যায় না ছোঁয়া-উষ্ণ আহ্বান!

মন্তব্য ১১৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০

সিপন মিয়া বলেছেন: কিন্তু, শীতের আগমন এতো ধীর কেন?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

জেন রসি বলেছেন: সে আসে ধীরে!!! ;)

ধন্যবাদ ভাই।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ঝরা পাতার বিষণ্ণতায়, হাত বাড়ালেই
ছুঁয়ে দিব-স্পর্শসুখে জেগে ওঠার ভান!
এক হৃদয়ের শীতসকালে- মায়ার খেলায়
হাত বাড়ালেই যায় না ছোঁয়া-উষ্ণ আহ্বান!

বেশ লিখেছেন ।

এক হৃদয়ের শীতসকালে কবিতার নামটাও বেশ হয়েছে ।


২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

শুভকামনা রইলো।

ঈদ মুবারক।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

সুমন কর বলেছেন: চমৎকার এবং প্লাস। ঈদ সংকলনে সংযুক্ত করে দেবো।

ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা।

শুভকামনা রইলো।

ঈদ মুবারক।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

বাড্ডা ঢাকা বলেছেন: বাহ! কি অসাধারণ কবিতা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

ঈদ মুবারক।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

কাবিল বলেছেন: বাহ-- বরাবরের মতই চমৎকার।




ঈদ মোবারক।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

ঈদ মুবারক।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

শায়মা বলেছেন: হায় হায় শরৎকালে শীতের কাব্য!!!

ব্যাপার কি জিনিভাইয়া!!!

হঠাৎ বিরহ জেগে উঠলো কেনো!!!!!!!!!!!

তুমি না সন্যাসি!!!!!!!!!!! #:-S

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

জেন রসি বলেছেন: কবিতায় গ্রীষ্ম, বর্ষা, এবং শীত সবই আছে!!!!

তবে শীত সন্নিকটে বলে শীতকে প্রাধান্য দেওয়া হইছে!!!!!!

কবিতায় বিরহ ভাব আছে!!!!আমি বিরহ মুক্ত!!!!!

সন্ন্যাসী মনেমনে!!!!কবিতায় না!!!!! ;)

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

কাবিল বলেছেন: শায়মা বলেছেন: হায় হায় শরৎকালে শীতের কাব্য!!!

ব্যাপার কি জিনিভাইয়া!!!

হঠাৎ বিরহ জেগে উঠলো কেনো!!!!!!!!!!!

তুমি না সন্যাসি!!!!!!!!!!! #:-S


সন্যাসিরা ধ্যানে থাকলে শীত গরম কিছুই বুঝতে পারে না হা হা হা :P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

জেন রসি বলেছেন: ধ্যানে থাকলে সবই বুঝা যায়!!!!!

তবে সব কিছুকে তখন জলের উপর বাতাসের উড়াউড়ি মনে হয়!!! :P

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: আহালে আমার ধ্যানী ভাইয়াটা!!!!!!! :P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

জেন রসি বলেছেন: আমি কিন্তু ধ্যানের মধ্যে আছি!!!!

তাই চিমটি কাটলেও পিঁপড়ার হেঁটে চলা মনে হয়!!!!! :P

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

কাবিল বলেছেন: লেখক বলেছেন: ধ্যানে থাকলে সবই বুঝা যায়!!!!!

তবে সব কিছুকে তখন জলের উপর বাতাসের উড়াউড়ি মনে হয়!!! :P


অবশ্য এক চোখা ধ্যান হলে অনেক কিছুই বুঝা যায়!!
ধ্যানের লেজটা ধরে জলের উপর হেটে চলা আর কি B:-/

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

জেন রসি বলেছেন: এক চোখ ধ্যানে মগ্ন আমার, অন্য চোখ খোলা
এক চোখ তাই অতল দেখে, অন্য চোখ ফোলা!!!! ;)

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

সুমন কর বলেছেন: ঈদ সংকলনে সংযুক্ত করে দিয়েছি। !:#P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আনন্দিত হইলাম।

সংকলনে থাকার মজাই অন্যরকম! :)

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

কাবিল বলেছেন: লেখক বলেছেন: আমি কিন্তু ধ্যানের মধ্যে আছি!!!!

তাই চিমটি কাটলেও পিঁপড়ার হেঁটে চলা মনে হয়!!!!! :P


শায়মা আপুর বাবাজী শিং ওয়ালা গরু কিনেছে!!!!
তাই রসি ভাইয়াকে সাবধানে ধ্যানে মগ্ন থাকতে বলা হোল :P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

জেন রসি বলেছেন: সেই শিং ওয়ালা গরুর শিং রাইখা বাকিটা প্রসেস কইরা ধ্যান মগ্ন সকল মানবের কাছে পাঠাইয়া দেওয়া হোক!!!নাহলে তারা কিন্তু জানে গরুর শিং দিয়া কি করতে হয়!!!! :P

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

শায়মা বলেছেন: বিষাদক্ষনে অশ্রু ধোয়া বৃষ্টি জলে
যাক ভেসে যাক দুঃখগুলি গগণতলে
কেউ জানেনা জানবে শুধু আকাশটা ঐ
নীলবেদনা যেথায় জমে ঐ জলদে।

কষ্ট মাখা সুখ যে ছিলো সেই মায়াতে
নয়ন জুড়ে ভালোবাসার আভাস মাখা
ফিনিক্স পাখির হৃদয় পোড়ে সে ইচ্ছেতে
আসবে আবার নতুন প্রভাত নতুন আলো।

ঝরাপাতা গান গেয়ে যায় বিষন্নতায়
হয়না ছোঁয়া, একটি হৃদয় একটি জীবন
শীতের পরে ফাগুন আসে, স্পর্শে হাসে
পরিক্রমার দিচক্রবাল পুণঃ আয়োজন!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

জেন রসি বলেছেন: বিষাদক্ষনে অশ্রু ধোয়া বৃষ্টি জলে
যায় কি মুছে স্মৃতির মত সুখগুলো সব!
যখন সব পড়বে মনে এক নিরালায়
দুঃখ হয়ে এক হৃদয়ে ঝড় হবে খুব!

সুখগুলো সব মায়ার মত কষ্টমাখা
ফিনিক্স পাখির মৃত্যু স্বাদের সৃষ্টিসুখে
হৃদয় পুড়ে ছাই হয়ে যায় সেই আগুনে
যেখানটাতে খুব যতনে স্বপ্নরাখা!

ঝরাপাতা ঝরেই পড়ুক বিষণ্ণতায়
স্পর্শসুখের একমুঠো দুঃখ যায় কি ছোঁয়া!!
শীতের পরে ফাগুন আসে, স্মৃতির মত
ছুঁয়ে দিলেই শীতল হাওয়ার পরশ দিবে!!

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

এস কাজী বলেছেন: মামা মামী টামী থাকলে বলেন শরত কালেই শীত আনার ব্যবস্থা কইরা দিমু। সায়মা মামনি তো আছেই।

কবিতাখানা সুন্দর হয়েছে আগের মতই।

খালি আওয়াজ দিবেন। তারপর দেখিয়ে দিব মামা হাত বাড়ালেই কিসের ছোঁয়া পান B-)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

জেন রসি বলেছেন: চিন্তা নিয়েন না!!শীত আসার সময় হইলে ঠিকই আসবে!!

কবিতাখানা সুন্দর হয়েছে জেনে আনন্দিত হইলাম!!!

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোই লাগলো। ++

সেই সাথে ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মুবারাক!! :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ নদী ভাই।

একটু দৌড়ের উপর আছিলাম।

আশা করি ঈদ ভালোই কেটেছে। :)

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

উর্বি বলেছেন: দারূন লিখা .।.।.।.।.।.।।।
ঈদ মোবারক

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!

ঈদ আশা করি আনন্দেই কেটেছে!

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২

সাহসী সন্তান বলেছেন: ধুর মিয়া, এহনও দুইডা কাল রাইখা তয় শীতকাল! এত তাড়াতাড়ি আপনি কাঁথা কম্বল লইয়া টানা-টানি শুরু করছেন ক্যান হেইডাইতো মুই বুঝলাম না?

কেমন আছেন ভাই? ঈদ মোবারক!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

জেন রসি বলেছেন: একটু শীত শীত অনুভব করছিলাম! তাই ভেবেছিলাম শীতই চইলা আসছে!!!!

যাইহোক, একটু দৌড়ের উপর আছি!

আপনার খবর ভালো?

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

দর্পণ বলেছেন: হা হা সাহসী সন্তানের কমেন্টে স্যুপার ডুপার লাইক।
মামু মনে হয় কাঁথা কম্বল বড়ই মিসিং করতেছেন। ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

জেন রসি বলেছেন: খালু, আছেন কেমন??

রোদের মধ্যে ঘুরাঘুরি করলে কাঁথা কম্বল আসলেই মিস করি! ;)

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

রিকি বলেছেন: তপ্ত রোদে আকাশ যখন ভেঙ্গে পড়ে
হাতের মুঠোয় ইচ্ছেগুলো ফিনিক্স পাখি
উড়বে বলে, সূর্য্যপানে আগুন ধরায়
ছাই হয়ে সব-জন্ম দিবে নতুন প্রভাত!


ভাই ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্তের মত, কাঁথা থাকুক আর না থাকুক আজ শীত !!!! হেমন্ত গ্যায়ে তেল লেনে !!! ;) ;) ;)
ঈদ মোবারক।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

জেন রসি বলেছেন: কাঁথা থাকুক আর না থাকুক আজ শীত

এই প্রবাদ আবিষ্কার করার জন্য আপনাকে ছেঁড়া কাঁথাময় স্বপ্ন্বের শীত শীত নোবেল দেওয়া হইলো!! ;)

আছেন কেমন?

২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

গেম চেঞ্জার বলেছেন:
হাতের মুঠোয় ইচ্ছেগুলো ফিনিক্স পাখি
উড়বে বলে, সূর্য্যপানে আগুন ধরায়
ছাই হয়ে সব-জন্ম দিবে নতুন প্রভাত!



খুব ভাল লাগল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




স্পর্শসুখে জেগে ওঠার ভান!

ভান কেন ?
এই ভানের কারনেই বোধহয় উষ্ণ ছোঁয়া পেতে চাইলেও এক হৃদয়ের শীতসকালে সেই ছোঁয়া হাত বাড়ালেই পাওয়া যাবে না ! এই তো ?
তবে কেন লিখলেন - " ভাসবে প্রহর আদর মাখা দুই নয়নে
হৃদয় যেথায় একটু সুখেই খুব গোপনে
কাঁদবে বলে --------- " ?

ঈদের শুভেচ্ছা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

জেন রসি বলেছেন: ব্যাপারটা অনেকটা প্যারাডক্সিক্যাল!!!

তাই পেতে চাওয়া, পাওয়া কিংবা না পাওয়া সব সত্য মিথ্যার আবর্তে ঘুরপাক খায়!!

শুভেচ্ছা। :)

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

রিকি বলেছেন: এই প্রবাদ আবিষ্কার করার জন্য আপনাকে ছেঁড়া কাঁথাময় স্বপ্ন্বের শীত শীত নোবেল দেওয়া হইলো!!

ভাই এর থেকে এমনি বেল দিলেও তো পারতেন, শরবত বানিয়ে খেতাম---নোবেল দিয়ে করতাম কি !!!! B-)) প্লিজ লাগে ভাই, নোবেল দিয়েন না !!! :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

জেন রসি বলেছেন: ন্যাড়া নাকি একবারই বেল তলায় যায়!! তবে আপনার যেহেতু বেল খুব পছন্দ পুরা বেল তলাই আপনার কাছে পাঠাইয়া দিব!!! :P

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

রিকি বলেছেন: B-)) B-))

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

জেন রসি বলেছেন: ইহা কি ন্যাড়া নাকি বেলতলা??? ;)

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

রিকি বলেছেন: সামুর সব ইমো ন্যাড়া, সাথে মাথার উপর একটা করে বেল পাতা !!!! মানে দুইটাই !!! :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

জেন রসি বলেছেন: তাহলে আমরা কি করি?? ন্যাড়া ধইরা বেল তলার নীচে খাড়া করাইয়া দেই!!!তারপর বইসা বইসা মজা দেখি!!!সামু কি তবে বেলের কাঁটা?? ;)

২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর একটি কবিতা , অনেক ভালো লাগলো ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো।

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: অসাধারন হয়েছে কবিতাটা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা রইলো।

২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০২

বীরশ্রেষ্ঠ রাজাকার বলেছেন: এই ব্লগে যোগ দেয়ার পেছনে আপনার অবদান আছে, আপনাকে ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

জেন রসি বলেছেন: আমার অবদান কিভাবে আছে ঠিক বুঝলাম না!!!

ধন্যবাদ আপনাকে।

২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

শায়মা বলেছেন: এক হৃদয়ের শীতসকালে
ধোয়াশ ঘেরা চায়ের কাপে
ভাসবে স্মৃতি অস্পষ্ট মুখ
কুয়াশ ঘেরা মিথ্যে মায়া।

তখন তোমার মধ্যবয়স
কিংবা জরা থরথর, পৌঢ়বিমুখ
হঠাৎ কোনো একটা শালিক
কিচির মিচির ডাক দিয়ে যায়-

শীত জানালায়, ফাগুন রোদের
আগমনী ঝলক জাগে ঠিক তখনি
একটা কাঁপন তোমার বুকের
পাজর ঘেষে চিনচিনে টান।

ফিনিক্স পাখির পোড়া হৃদয়
আবার জাগে - বিদগ্ধ প্রাণ
ঝরাপাতার মর্মরেতে জাগছে গিতী
বিষাদ তাহার হয়নি ছোঁয়া।

যায় কি কখন?
দুঃখ ছোঁয়া, ব্যথার পরশ
নাজুক ভীষন, পাহাড় ছোঁয়া স্বপ্নটাও
তারচে' সোজা, শিরপারা যায় পায়ে দলে
সুক্ষ ভীষন, খুব যতনে লুকিয়ে রাখা সিন্ধু বিষাদ!!!!!!!!!!!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

জেন রসি বলেছেন: এক হৃদয়ের শীতসকালে
ধূমায়িত স্মৃতির খেলা
উষ্ণ কোন মায়ার মত
চোখ বুজিয়ে ঘুম পাড়াবে!

যদি তখন মৃত্যু আসে
হাসব আমি আপন মনে
বুক আমার কাপবে নাকি?
অধরা এক প্রলয় মাঝে!(কখনই না!!!) ;)

এর পরের অংশ লিখলে শীতসকালে আগুন লেগে যেতে পারে!!!! :P

২৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

শায়মা বলেছেন: মরার পরে হাসবে তুমি !
কি ভয়ানক!
এখন থেকেই ভুত হতে চাও স্বপ্ন দেখো?
ও মাই গড গেছি আমি !!!!!!!!!!!!!!

বুঝেছি বুঝেছি আমি তব অভিসন্ধি
ভুত হয়ে মটকাবে ঘাড় মাথা স্ক্রন্ধি!!!!!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

জেন রসি বলেছেন: হাসব আমি মরার আগে
জম দেখে কাঁদবে রাগে!!

ভূত!! সেত আগেই গত
আমি বর্তমানের মত!! :)

৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: ভাবছি এখন জমটা কে তুমি নাকি জম রাজ?
জমের চাকরী নট করে দেই তুমিই করো তার কাজ!!!!!!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

জেন রসি বলেছেন: আমি চলি নিজের মত!
গুল্লি মারি বাকি সব
চিপায় পইড়া জমবাবা
করেন শুধু রব রব!!!

৩১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: জম করে রাম নাম
আজরাইল রব
ভাইয়া
আসলো এইবার মৌলবাদী
মারলো বুঝি কোপ!!!:(

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

জেন রসি বলেছেন: মৌলবাদী সবগুলা
এক একটা ভাঁড়
আসলে এবার মাইর দিব
নাই কোন ছাড়!!!

৩২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

শায়মা বলেছেন: ওরেব্বাবা কি বলো সব তোমার সাথে নাই
এখন আমি এবার পালাই টেবিলের নীচে যাই!!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

জেন রসি বলেছেন: যেখানে খুশি সেখানে যান
তবে যদি ভয় পান??
ফালা ফালা হবে জান!

৩৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

বীরশ্রেষ্ঠ রাজাকার বলেছেন: আমার ব্লগ ডটকমের একজন ভাইয়ের মুখে আপনার লেখার কথা শোনেছিলাম আর তাই আপনার লেখার লিনক থেকে ঢুকে পরলাম এই গ্রোপে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

জেন রসি বলেছেন: ঠিক আছে। তবে আপনার নিকটি কেমন যেন বিভ্রান্তকর!

যাইহোক, শুভ ব্লগিং।

৩৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন: না না ভয় কেনো পাবো!!!

তার থেকে টেবিলের নিচে থেকেই গুলি করে দেবো!!!!!!

ঠিকাছে!!!!!!! :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩

জেন রসি বলেছেন: আপনি দেখি গেরিলাও হইতে পারেন!!!

বাহ চমৎকার!

আর কত মুগ্ধ করবেন!!!!!! :P

৩৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

শায়মা বলেছেন: হা হা
শখ খুব গেরিলার মত গুলি করি
শয়তান গরিলাটা এক কোপে মারি
তেল ঢেলে দেবো আমি গলগল করে
ধপ্পাস গরিলাটা পড়বে সজোরে!:)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১

জেন রসি বলেছেন: হা হা হা হা হা...........

গরিলা হয়ে যাবে খুন!
আকাশে থাকবে যখন মুন!!! :P

৩৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০

শায়মা বলেছেন: আজকে আকাশে আছে মুন
কবিরা গাইছে তার গুণ
কবিতায় পড়ছে যে ঘুন
তাই কবি খায় পান দিয়ে চুন!!!!!!



২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৭

জেন রসি বলেছেন: কবিরা করেছে সব ভুল
দেখেও দেখে না মূল
হাতে নিয়ে ঘুরে ফুল
কবিতায় মারে গুল!!!!!! ;)

৩৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো।

৩৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২

কলমের কালি শেষ বলেছেন: ছন্দ মিল কবিতায় ভাল লেগেছে বেশ ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

৩৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

বীরশ্রেষ্ঠ রাজাকার বলেছেন: বীরশ্রেষ্ঠ রাজার জাস্ট একটা নাম আর কিছু নয় আর আপনিও বিভ্রান্ত হওয়ার কোন কারণ।শুভকামনা রইলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

জেন রসি বলেছেন: ঠিক আছে!

শুভকামনা রইলো।

৪০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

বীরশ্রেষ্ঠ রাজাকার বলেছেন: দুঃখিত আগের কমেন্টে একটি ভুল হইছে, আপনার বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

জেন রসি বলেছেন: আমি বিভ্রান্ত হচ্ছি না।

শুভ ব্লগিং।

৪১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক হৃদয়ের শীতসকালে- মায়ার খেলায়
হাত বাড়ালেই যায় না ছোঁয়া-উষ্ণ আহ্বান!


চমৎকার লিখেছেন !!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

৪২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

আমি ময়ূরাক্ষী বলেছেন: ছ্বান্দিক কবিতায় অজস্র ভালোলাগা রইলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ভালো থাকুন সবসময়। :)

৪৩| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬

রোদেলা বলেছেন: ঝরা পাতার বিষণ্ণতায়, হাত বাড়ালেই
ছুঁয়ে দিব-স্পর্শসুখে জেগে ওঠার ভান!
এক হৃদয়ের শীতসকালে- মায়ার খেলায়
হাত বাড়ালেই যায় না ছোঁয়া-উষ্ণ আহ্বান!----------------

আহা ,কি স্নিগ্ধতা...

০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

অনেক আনন্দিত হলাম।

ভালো থাকুন সবসময়।

৪৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

ভালো থাকুন সবসময়।

৪৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮

সাহসী সন্তান বলেছেন: আমার বাড়িতে আসলেন অথচ কিছুই বলে গেলেন না, এটা কেমন হলো? চুপি চুপি গেলেন আবার চলেও আসলেন ব্যাপার কি? আমিতো এদিকে চায়ের অর্ডর দিয়ে বসে আছি! এখন এই চায়ের বিল দিবে কে? :P

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪

জেন রসি বলেছেন: চা এবং বিড়ির বিল নিয়া আমি নিজেই আসতেছি! :P আপনি শুধু চা আর বিড়ির আয়োজন কইরা রাইখেন! ;)

৪৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

পটল বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো।

৪৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

সাহসী সন্তান বলেছেন: বিড়ি কোনটা? এনতাজ, গোপাল, আকিজ, কারিকর, না সোনালী? :P
অবিবাহিত হলে সিগারেটও খেতে পারেন? শেখ, হলিউড, ডার্বি, নেভি, ক্যাপিস্টান, গোল্ডিফ, ব্যানসন? শুধু কোনটার ব্যবস্থা করবো তাই কন? আপনার বলতে দেরি, আমার আয়োজন করতে কোন দেরি হবে না! সেই সাথে খেলাধুলারও আয়োজন আছে! বিড়ির সাথে যেটা সব থেকে ভাল যায় আর কি! :P

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭

জেন রসি বলেছেন: আমি যেইটা খাই সেটার নাম কিন্তু কন নাই!!! :Pআয়োজন যেহেতু করবেন একটা হাভানা চুরুটের ব্যবস্থা কইরেন!! ;) তাইলে নিজেকে একটু বিপ্লবী বিপ্লবী মনে হবে!! :P আর খেলার আয়োজন যেহেতু করেছেন সাথে একটু সরবত জাতীয় কিছু থাকলেও খারাপ হয়না!! :P

৪৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪

জুন বলেছেন: শীতকাল এত্তগুলা পঁচা :(

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩

জেন রসি বলেছেন: আমার কিন্তু শীতকাল প্রিয়! :)

ধন্যবাদ আপু।

৪৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:১২

সাহসী সন্তান বলেছেন: শরবত কোন জাতীয়? কড়া না অাকড়া? হুইস্কি, ব্রান্ডি, না বাংলা? ভারতীয় বাংলাও দেওয়া যাবে! কারন আমরা কিন্তু বর্ডার এলাকার বাসিন্দা? শুধু হুকুম করলেই সাথে সাথে ট্রাককে ট্রাক চলে আসবে! :P

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১

জেন রসি বলেছেন: আপাতত গুড় আর চিনির সরবত বানাইয়া রাখেন। আমি আইসা কানেকানে বলে দিব কি লাগবে!!!এইখানে বইলা দিলে আবার গোয়েন্দা বাহিনী আমাকে ফলো কইরা আপনাকে খুঁজে বেড় করে ফেলতে পারে!!! :P

৫০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:০২

সাহসী সন্তান বলেছেন: ধুরো মিয়া, এত কিছু থাকতে শুধু গুড় আর চিনির সরবত? ক্যামনে কি? আমিতো ভাবছিলাম অন্য কিছু? যাহোক, তো গুড়টা কিসের হবে? আঁখ, তাল না খেজুরের?

ভাই আপনি কি গোয়েন্দা বাহিনীকে ভয় পান? আমি এই পৃথিবীতে একমাত্র 'তাকে' ছাড়া কিন্তু আর কাউকেই ভয় পাই না? সাধে কি আর নাম রাখছি সাহসী সন্তান?

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:১১

জেন রসি বলেছেন: ভাই আমি কিন্তু আমার কথা বলি নাই!!!আপনাকে যেন খুঁজে বের করতে না পারে সেইজন্য চুপি চুপি আসতে চাইছিলাম আরকি!!
আমি কিন্তু তাকেও ভয় পাইনা!!! ;)

৫১| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা ও শুভেচ্ছা রইলো।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

ভালো থাকুন সবসময়।

৫২| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৩

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতা। বিরহ বিলাপ ভেঙে ভেঙে পরেছে প্রতি লাইনে। দুর্দান্ত প্রকাশ।

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা ভাই। সবকিছুই ভেঙ্গে চুড়ে যায়!!

শুভকামনা রইলো।

৫৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১

লালপরী বলেছেন: জেন রসি চমৎকার লাগলো কবিতা :)
+++++

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

ভালো থাকুন সবসময়।

৫৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯

মহামহোপাধ্যায় বলেছেন: জনাব, কবিতা ভালো লেগেছে। বেশ অনুভব করেছি।

শীতকাল আমার খুব প্রিয় একটা ঋতু :)

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮

জেন রসি বলেছেন: জনাব, আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম। :)

শীতকাল আমারো প্রিয় ঋতু। :)

৫৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৫৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩

নীলপরি বলেছেন: শীতের আমেজ চলে এসেছে । এ সময়ে কবিতাটা পড়ে ভালো লাগলো ।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

৫৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭

নেক্সাস বলেছেন: ঝরা পাতার বিষণ্ণতায়, হাত বাড়ালেই
ছুঁয়ে দিব-স্পর্শসুখে জেগে ওঠার ভান!
এক হৃদয়ের শীতসকালে- মায়ার খেলায়
হাত বাড়ালেই যায় না ছোঁয়া-উষ্ণ আহ্বান!------ আহা আহা

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা।

৫৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯

রমিত বলেছেন: কবিতাটা খুব সুন্দর হয়েছে!

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো।

৫৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শেষের ৪ লাইন বেশ লেগেছে... সুন্দর কবিতা!

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.