![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!
যখন কেউ থাকেনা, নুপুরের শব্দ শোনা যায়!
মনে হয় কেউ আলতো করে আমাকে নিয়ে
পৃথিবীর মত ঘুরে বেড়াচ্ছে-এক এবং অসীমে!
মাতাল করা একটা গন্ধ যেন খুব কাছে এসেই
হারিয়ে যায়-মনে হয় কেউ একজন আমার দিকে
অপলক তাকিয়ে আছে- আমি সেই অদৃষ্টবাদী
চোখদুটো খুঁজতে গিয়ে আলো আঁধারের গোলকধাঁধায়
আমার বিস্ফোরিত অস্তিত্বে বিষাদের স্পর্শ পাই!
চুপিচুপি কেউ একজন জানু পেতে বসে থাকে।
মোহ, নারী কিংবা কবিতার মত ঘোরের প্রহরে
অনুভবের সীমানায়, কিন্তু স্পর্শের বাইরে কোথাও!
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার সব আয়োজনে-আমি তবু
হাত বাড়িয়ে বসে থাকি, শূন্যতা স্পর্শ করি!
মূর্ছনার মত হাসির শব্দ আবার মুহূর্তেই অশ্রুর স্বাদ
কেউ একজন ফিসফিস করে বলে যায়- বোকা ছেলে
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে!
ঘোর, নেশা, কিংবা প্রলয়ের প্রহর কেটে গেলেই বলে দিব।
তোমার অদেখা ভুবনে আমাকে স্বাগতম!
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।
২| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা। +
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
আলোরিকা বলেছেন: ' হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার সব আয়োজনে-আমি তবু
হাত বাড়িয়ে বসে থাকি, শূন্যতা স্পর্শ করি! '
শিরোনাম পড়তে দুবার হোঁচট খেয়েছি - কবি ঠিক লিখেছে তো ! কবিতা পড়ে বুঝলুম ঠিকই আছে
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
জেন রসি বলেছেন: হা হা হা.......
কবিরা একটু ঘোরের মধ্যে না থাকলে কেমনে কি??
ধন্যবাদ আপু। শুভেচ্ছা।
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ রাখাল ভাই। শুভেচ্ছা।
৫| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার সব আয়োজনে-আমি তবু
হাত বাড়িয়ে বসে থাকি ..........
এটাই কবির নিয়তি ।
তবুও বাড়ানো হাত না ছুঁয়ে যাওয়া কারোর অদেখা ভুবনে কবির প্রবেশাকাঙ্খা আসলেই ঘোর কিম্বা নেশা ।
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
জেন রসি বলেছেন: নিয়তিকে অতিক্রম করে নতুন কোন অদেখা ভুবন- অথবা যে নেশায় কখনো মাতাল হওয়া হয়নি তেমন কোন ঘোরের প্রতীক্ষা!
ধন্যবাদ আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।
৬| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই। শুভেচ্ছা।
অনেকদিন আপনার নতুন গল্প পাচ্ছিনা।
৭| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
এস কাজী বলেছেন: জুস জুস হয়েছে মামা একদম জুস (জোস ও হয়েছে)
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১
জেন রসি বলেছেন: জুস হইলেও খারাপ হয়না!! এক্কেবারে গিলে ফেলা যাবে!!
ধন্যবাদ। শুভেচ্ছা।
৮| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
সুমন কর বলেছেন: সুন্দর। +
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২
জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা। শুভেচ্ছা।
৯| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
নুরএমডিচৌধূরী বলেছেন: কেউ একজন ফিসফিস করে বলে যায়- বোকা ছেলে
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে!
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
জেন রসি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
১০| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
শতদ্রু একটি নদী... বলেছেন: ঝাপসা অনুভুতির কবিতা। তবে কবিতাটা বেশ ভালো। কিছু কিছু অংশ দারুন। ভাল্লাগছে।
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭
জেন রসি বলেছেন: অনেকটা আছে আবার নেই- এমন অনুভূতি। ধন্যবাদ নদী ভাই।
১১| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
কাবিল বলেছেন: অনুভবের সীমানায়, কিন্তু স্পর্শের বাইরে কোথাও!
চমৎকার ঝাপসা অনুভুতি।
ভাল লাগলো।
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
জেন রসি বলেছেন: ঝাপসা আবার স্পষ্ট!
ধন্যবাদ কাবিল ভাই। শুভেচ্ছা।
১২| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় বিলীন হয়ে গেলাম।
জেনি রসি,
অসাধারণ কবিতা। মন ছুঁয়ে গেল।
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
জেন রসি বলেছেন: বিলীন হয়েছেন জেনে আনন্দিত হলাম।
ধন্যবাদ ডানা ভাই। শুভেচ্ছা।
১৩| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগলো ।
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
জেন রসি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
১৪| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
গেম চেঞ্জার বলেছেন: হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার সব আয়োজনে-আমি তবু
হাত বাড়িয়ে বসে থাকি, শূন্যতা স্পর্শ করি!
মূর্ছনার মত হাসির শব্দ আবার মুহূর্তেই অশ্রুর স্বাদ
কেউ একজন ফিসফিস করে বলে যায়- বোকা ছেলে
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে!
ঘোর, নেশা, কিংবা প্রলয়ের প্রহর কেটে গেলেই বলে দিব।
তোমার অদেখা ভুবনে আমাকে স্বাগতম!
ঘোর, নেশা, কিংবা প্রলয়ের প্রহর = চিন্তার স্বাধীনতার প্রতিকূলতা
শুন্যতাকে ভালোবাসা = মুক্তভাবে চিন্তা করার আগ্রহ/ সিদ্ধান্ত
শূন্যতা স্পর্শ করা = মুক্তচিন্তা
মাতাল করা গন্ধ = আবিস্কার, মুক্তচিন্তা করার প্রবল আগ্রহ
আপনার কবিতাকে আমি নিলাম উপলদ্ধি ও মুক্তচিন্তার রুপকে। কি বোকামি হয়ে গেল?
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯
জেন রসি বলেছেন: কবিতা মানেই ডাবল মিনিং। তাই অবশ্যই আপনি বোকামি করেননি। আসলে যা কিছু অজানা তা অনেকটা শূন্যতার মতই। কিন্তু মানুষ অজানাকে জানতে ভয় পায়। আবার অজানাকে জানার, স্পর্শ করবার কিংবা খুলে ভেঙেচুড়ে দেখার ব্যাপারটা হচ্ছে নেশা কিংবা মোহের মত। হোক সেটা মানব মানবীর হৃদয় কিংবা অনন্ত মহাকাল!
অনেক ধন্যবাদ গেম ভাই। শুভেচ্ছা।
১৫| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
রিকি বলেছেন: কোথায় গেছিলেন এতদিন অ্যা---কোন পোস্টই দেন না, আপনার দেখাই পাওয়া যায়না (ভূতের মুখে রামনাম আর কি) !!!!!!
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
জেন রসি বলেছেন: আসলেই দেখি ভূতের মুখে রাম নাম!! আমিত মাঝে মাঝে দেখা দিয়ে যেতাম! আপনিত পুরাই ধ্যানমগ্ন ছিলেন!!
আসলে হঠাৎ আবিষ্কার করলাম লিখতে পারছি না!! তার উপর আবার আসল জ্বর। এখন সব ঠিক হয়ে গেছে। saw মুভির একটা আইডিয়া কাজে লাগছে!! 'Once you're in Hell, only the devil can help you out.'
আপনার খবর কি? অনেকদিন আপনার চমৎকার মুভি রিভিউ পড়া হচ্ছে না! অপেক্ষায় থাকলাম।
১৬| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
রিকি বলেছেন: আমি প্রতিদিন মনে করি, আজকে পোস্ট দিব---কিন্তু এই করে ১১ তারিখ হয়ে গেছে। একটা কাজ নিয়েছি ভাই, সারাদিন ওটার পিছনেই সময় দিতে হয় !!!! প্রিয় ব্লগটাতেও ফাঁকিবাজ হয়ে পড়ছি, কেমন জানি লাগে।
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
জেন রসি বলেছেন: ব্যাপার না! কাজ করাটাই আসল। আশা করি যা করছেন তা করে অনেক আনন্দ পাচ্ছেন। অনেক অনেক শুভকামনা রইল।
১৭| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//শূন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে!//
বাহ্....!
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
জেন রসি বলেছেন: নিউটনের গতির তৃতীয় সূত্র!!
ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই। শুভেচ্ছা।
১৮| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
সাবলীল মনির বলেছেন: দারুণ শব্দের চাষ, ভাল লাগল ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।
১৯| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
কথাকথিকেথিকথন বলেছেন: তোমার অদেখা ভূবনে আমাকে স্বাগতম । হুম !!
সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
২০| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: কেউ একজন ফিসফিস করে বলে যায়- বোকা ছেলে
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে! ------- দারুণ!!!!
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০০
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।
শুভকামনা রইল।
২১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১২
কিরমানী লিটন বলেছেন: হাত বাড়িয়ে বসে থাকি, শূন্যতা স্পর্শ করি!
মূর্ছনার মত হাসির শব্দ আবার মুহূর্তেই অশ্রুর স্বাদ
কেউ একজন ফিসফিস করে বলে যায়- বোকা ছেলে !!!
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে নান্দনিক ভালোলাগার বিশুদ্ধ স্বাদের কবিতা- চমৎকার...
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
জেন রসি বলেছেন: চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
২২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬
মাহমুদ০০৭ বলেছেন: ভালো লাগলো । যদিও কবিতা কম বুঝি। সেভাবে পাঠ করতে জানিনা।
ভাল থাকবেন জেন রসি ভাই ।
আপনার মাক্সবাদী পোস্ট নিয়ে এখনো পড়ে আছি ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
জেন রসি বলেছেন: কবিতা আমি নিজেও খুব একটা বুঝি না। তবে লেখতে মজাই লাগে।
অনেক ধন্যবাদ মাহমুদ ভাই। শুভেচ্ছা।
২৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০০
সাহসী সন্তান বলেছেন: জিনি ভাই, আপনার কবিতা পড়ে কিছু পুরানো স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে! যে স্মৃতি গুলো আজ আর সুখ না দিয়ে শুধু হাহাকার মূলক রব তুলছে.....!
কবিতা ভাল লাগলো! শুভ কামনা জানবেন!
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯
জেন রসি বলেছেন: স্মৃতি এমনই। কখন যে কিভাবে রূপান্তরিত হয়ে যায়! সাহস রাখুন। আসলেই বেঁচে থাকার জন্য অনেক সাহস এবং শক্তির দরকার হয়। অনেক অনেক শুভকামনা রইল।
২৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
আরজু পনি বলেছেন:
শুন্য হৃদয়ে ভালোবাসার বিপদ অনেক !
আলো আধারের কাব্য যেনো ...
++++++++++++
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
জেন রসি বলেছেন: বিপদ আছে বৈকি! কিন্তু নেশা বলে কথা!
অনেক অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইল।
২৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৩
নীলপরি বলেছেন: বাহ ! খুব ভালো ।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।
২৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৭
আজাদ মোল্লা বলেছেন: চমৎকার অদেখা ভুবন ,অনেক সুন্দর হয়েছে লেখাটা ।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।
২৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৩
রুদ্র জাহেদ বলেছেন: হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার সব আয়োজনে-আমি তবু
হাত বাড়িয়ে বসে থাকি, শূন্যতা স্পর্শ করি!
**
কেউ একজন ফিসফিস করে বলে যায়- বোকা
ছেলে
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে!
শুন্য হৃদয়ে!
ঘোর লাগা কবিতা।খুব ভালো লেগেছে।মনন আলোড়িত করার মতো।+++
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।
২৮| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চোখদুটো খুঁজতে গিয়ে আলো আঁধারের গোলকধাঁধায়
আমার বিস্ফোরিত অস্তিত্বে বিষাদের স্পর্শ পাই!
ঘোর লাগা বিষাদ কাব্য
ঝাপসার অনুভূতি;
ক্লান্ত দেহের অমোঘ যাত্রা
নেই কি সেথা যতি ??
রসি ভায়া কেমন আছো
অনেক দিনের পরে;
লাগছে ভালো তোমায় দেখে
ফিরলে ব্লগের ঘরে।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
জেন রসি বলেছেন: যদি কোনদিন থেমে যেতে হয়
আসে অমোঘ যাত্রাবিরতি;
সাথে আসবে প্রলয়, ভয়হীন ক্ষয়
সেথা থেমে যাবে সব গতি!
ভালো আছি। আপনি কেমন আছেন?
২৯| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: "ঘোর, নেশা, কিংবা প্রলয়ের প্রহর কেটে গেলেই বলে দিব।
তোমার অদেখা ভুবনে আমাকে স্বাগতম!" ঘোর, নেশা কিংবা প্রলয়ের প্রহর কেটে যাওয়ার অপেক্ষায়!
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
জেন রসি বলেছেন: সেসব কেটে গেলেই মুক্তি! তারপর আবার নতুন কোন ঘোর কিংবা নেশা!
ধন্যবাদ সাধু ভাই। শুভেচ্ছা।
৩০| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
কলমের কালি শেষ বলেছেন: দারুণ কাব্য । ভাল লাগলো বেশ ।
কেমন আছেন ?
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি ভালোই আছি।আপনি কেমন আছেন?
শুভকামনা রইল।
৩১| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
প্রামানিক বলেছেন: কেউ একজন ফিসফিস করে বলে যায়- বোকা ছেলে
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে!
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ ভাই জেন রসি।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২
জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। শুভেচ্ছা।
৩২| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২
মায়াবী রূপকথা বলেছেন: খুব সুন্দর
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।
৩৩| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
শায়মা বলেছেন: নুপুর বেজে যায় রিনি রিনি
আমার মন কয় চিনি চিনি
https://www.youtube.com/watch?v=Z3HGfZ9U8qQ
তোমার কবিতা পড়ে এ গানটাই মনে পড়লো ভাইয়ু!!!!!!
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭
জেন রসি বলেছেন: হা হা হা.........
ধন্যবাদ আপু। আছেন কেমন?
৩৪| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
শায়মা বলেছেন: খারাপ আছি।
একটু একটু ভালো আছি!
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
জেন রসি বলেছেন: কি একটা প্রবাদ আছে না!!! বিন্দু বিন্দু জলকনা.........
তার মানে ভালোর সমুদ্র আসিতেছে!!!
৩৫| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
শায়মা বলেছেন: বিন্দু বিন্দু ধুলিকনা......
সমুদ্র দরকার নেই.... ডাঙ্গাই ভালো
https://www.youtube.com/watch?v=NpG9-nxmUOg
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
জেন রসি বলেছেন: একটা ছাড়া আরেকটাও অচল হয়ে যাবে!!! তাই একটা ভারসাম্য থাকা উচিৎ!!
৩৬| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: তোমার আছে ডাঙ্গা আমার আছে জল
তোমায় আমায় মিলে এমনি কোলাহল
রবিঠাকুর তাইজন্য এই গান খানা লিখিয়াছিলো তাই না ভাইয়ু!!!!!!!!
https://www.youtube.com/watch?v=gqc02ShnlzA
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
জেন রসি বলেছেন: যতদূর জানি উনি ঝড়ের সময় স্থলে থাকতেন আর খরার সময় জলে!!
শুরু আর শেষ বলে কিছু নাই। সবই রুপান্তর।
৩৭| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯
শায়মা বলেছেন: ঐ কে বলছে!!!!!!!!!!!
আমার কবিগুরুকে নিয়ে কিচ্ছু বললে তোমার কিন্তু খবর আছে!!!!!!
তিনি হলেন ,
আমায় পরশ করে, প্রাণ সুধায় ভরে
বুঝি আমার ব্যাথার আড়ালেতে দাঁড়িয়ে থাকে .......
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
জেন রসি বলেছেন: হা হা হা.............
তিনি যে আপনার গুরু , এইটা আপনাকে দেখেই বুঝে ফেলা যায়!
কারন তিনি বলেছিলেন আমার মাথা নত করে দাও হে তোমার............
৩৮| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
শায়মা বলেছেন: তার মানে কি !!!!!!!!!!!!!!!!!!!!!
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
জেন রসি বলেছেন: মানেও আপনার গুরু বলে গেছেন!!!
আমার এই দেহ খানি তুলে ধর!!!!!
৩৯| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
শায়মা বলেছেন: তোমার ঐ দেবালয়ে প্রদীপ করো
নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে .......
আগুনের পরশমনি ছোঁয়ায় প্রাণে.....
জানো এটা কবিগুরু শ্বশানে বসে রচনা করিয়াছিলেন। চিতার আগুন দেখে!!!!! এটা আত্মাশুদ্ধির গান!!!!!!!!! কাজেই এই গান নিয়ে ফাজলামি করলে দেখো তোমার কি হয়!!!!!! শ্বশানের প্রেত্মাতারা ধরবে।
১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
জেন রসি বলেছেন: আমাকে না ধরলেও কবিগুরুকে ধরেছিল এটা নিশ্চিত করে বলা যায়!! তার প্রেমিকা হিসাবে আপনাকেও ধরতে পারে!! তবে ধরতে আসলে ভুত আত্মশুদ্ধির বদলে আত্মহত্যা কইরা আবার মানুষ হয়ে যেতে পারে!!
৪০| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোমার অদেখা ভুবনে আমাকে স্বাগতম! এই লাইন টাইতো একটা কবিতা !!!
অসাধারণ !!
১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
জেন রসি বলেছেন: হা হা........
ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।
৪১| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
শায়মা বলেছেন: লেখক বলেছেন: আমাকে না ধরলেও কবিগুরুকে ধরেছিল এটা নিশ্চিত করে বলা যায়!! তার প্রেমিকা হিসাবে আপনাকেও ধরতে পারে!! তবে ধরতে আসলে ভুত আত্মশুদ্ধির বদলে আত্মহত্যা কইরা আবার মানুষ হয়ে যেতে পারে!!
তোর সাথে কথা নাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
জেন রসি বলেছেন: এই ব্যাপারেও আপনার গুরু বলে গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে...............
৪২| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
অভ্রনীল হৃদয় বলেছেন: বেশ ভালো লেগেছে!
১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
৪৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঘোর, নেশা, কিংবা প্রলয়ের প্রহর কেটে গেলেই বলে দিব।
তোমার অদেখা ভুবনে আমাকে স্বাগতম!
কিন্তু, ঘোর, নেশা, কিংবা প্রলয়ের প্রহর যদি আমৃত্যু না কাটে?
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯
জেন রসি বলেছেন: তাহলে বলবনা। ঘোরের মধ্যেই জীবন কেটে যাবে!
ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।
৪৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
সুলতানা রহমান বলেছেন: আবার তো সেই শূন্য হৃদয় ,
সেই নারী, সেই পুরুষ ,সেই মোহ,
তারপর প্রলয় ৷ এর কি কোন শেষ নেই?
ঘুরতেই থাকবো কি এক চক্রে?
১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
জেন রসি বলেছেন: চক্র ভাঙতে হলে আবার নতুন চক্র গড়ে তুলতে হয়। মোহ কিংবা নেশা থেকে বেড়িয়ে আসলেই আবার নতুন কোন মোহ কিংবা নেশা! এর মাঝেই চলতে থাকে সৃষ্টি আর ধ্বংসের খেলা। এইতো জীবন!
ধন্যবাদ আপু। শুভেচ্ছা।
৪৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
অগ্নি সারথি বলেছেন: চুপিচুপি কেউ একজন জানু পেতে বসে থাকে।
মোহ, নারী কিংবা কবিতার মত ঘোরের প্রহরে
অনুভবের সীমানায়, কিন্তু স্পর্শের বাইরে কোথাও!
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার সব আয়োজনে-আমি তবু
হাত বাড়িয়ে বসে থাকি, শূন্যতা স্পর্শ করি!
মূর্ছনার মত হাসির শব্দ আবার মুহূর্তেই অশ্রুর স্বাদ
কেউ একজন ফিসফিস করে বলে যায়- বোকা ছেলে
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে! - পরম ভাললাগা।
১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।
৪৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: কবিতায় শূন্যতার অদেখা ভুবন। বড় ভালো লাগলো।
১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।
৪৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
অপর্ণা মম্ময় বলেছেন: সবচেয়ে সুন্দর লাইন ---
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে!
শুভকামনা রইলো
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।
৪৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: চুপিচুপি কেউ একজন জানু পেতে বসে থাকে।
মোহ, নারী কিংবা কবিতার মত ঘোরের প্রহরে
অনুভবের সীমানায়, কিন্তু স্পর্শের বাইরে কোথাও!
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার সব আয়োজনে-আমি তবু
হাত বাড়িয়ে বসে থাকি, শূন্যতা স্পর্শ করি!
সুন্দর +
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। শুভেচ্ছা।
৪৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে!
শূন্যতায় ভরা একটি লাইন, মানে না বুঝলেও ভালো লেগেছে।
শুভেচ্ছা।
২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।
শুভকামনা রইলো।
৫০| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৮
উর্বি বলেছেন: পড়তে পড়তে হারায়ে গেসি।
মাগো মা!
+++++++++++
২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১
জেন রসি বলেছেন: হা হা হা হা.........
োোোোঅনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো।
৫১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২
গেম চেঞ্জার বলেছেন: নতুন পোস্ট দিবেন না জিনিভাই!!
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭
জেন রসি বলেছেন: দিবনা কেন?? অবশ্যই দিব!
৫২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১০
গেম চেঞ্জার বলেছেন: এই মাসে মাত্র একটা দিলেন। খুব ব্যস্ত বুঝি??
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩
জেন রসি বলেছেন: আজুহাত দিয়ে আসলে লাভ নেই। কারন ইচ্ছা থাকলেই উপায় হয়! আসলে ইচ্ছেটাই ছিলনা! আপনার খবর ভালো?
৫৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫
গেম চেঞ্জার বলেছেন: হুমম। ভালই। লেখাগুলোর কোন কূলকিনারা করতে পারছি না। ৬০-৭০টি লেখা পেন্ডিং। বুঝেন ঠ্যালা।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২১
জেন রসি বলেছেন: লিখে ফেলুন। আমরাও আলোকিত হই।
৫৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৬
নিমগ্ন বলেছেন: জিনিভাই তো বেবাক বুদ্ধিমান!! তারপরেও আপনের উপ্রে স্টিম চালাই দিলো...... ক্যামনে কি?
আশা করি হেল্প করতি হপু না। বনের জন্তু জানোয়ারের 'থেকে এমনকি ফুল থেকেও দূরে থাকাটা মঙলজনক.........!!
ডোন্ট মাইন্ড!!
২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
জেন রসি বলেছেন: নিমগ্ন ভাই, কি বললেন ঠিক বুঝতে পারলাম না! কারন আমি এমনিতেই জন্তু জানোয়ার এবং ফুল থেকে দূরে থাকি। কারন সেগুলোর মধ্যে কি যেন আছে যা নাকি এ্যালার্জির প্রভাবক হিসাবে কাজ করে। ডাক্তারের পরামর্শ! আপনার এ্যালার্জি থাকলে আপনিও এসব থেকে দূরে থাকুন! এইটা আমার পরামর্শ!
৫৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
পার্থ তালুকদার বলেছেন: কেউ একজন ফিসফিস করে বলে যায়- বোকা ছেলে
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে! -------- চমৎকার !!!
শুভকামনা জানবেন ।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভকামনা রইলো।
৫৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩
নিমগ্ন বলেছেন: হ ভাই! আমিও দূরে থাকি.............
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
জেন রসি বলেছেন: সেটাই উত্তম!
৫৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুনের খোঁজে আপনার বাড়ি থেকে ঘুরে গেলাম ।
১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
জেন রসি বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই।
৫৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
উই আর মিসিং ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
জেন রসি বলেছেন: ব্যাক।
একটু বিজি ছিলাম। তাই ব্লগে সময় দিতে পারিনি।
৫৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
জুন বলেছেন: হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার সব আয়োজনে-আমি তবু
হাত বাড়িয়ে বসে থাকি, শূন্যতা স্পর্শ করি!
কিন্ত
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে!
জেন রসি চমৎকার কবিতায় অনেক ভালোলাগা ।
+
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
৬০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
সাহসী সন্তান বলেছেন: জেন ভাই কতদিন পর! আই মিস ইউ ভাই! ছিলেন কই.....??
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
জেন রসি বলেছেন: পৃথিবীতেই ছিলাম! আছি!
৬১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
সাহসী সন্তান বলেছেন: কি ব্যাপার কিছুই বলছেন না কেন?
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
জেন রসি বলেছেন:
৬২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ শব্দ বুনন। চমৎকার ভালো লেগেছে। ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভকামনা রইলো।
৬৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!
ঘুম ভেঙ্গেছে???????????????
আবারও হ্যাপী বার্থডে!!!!!!!!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
জেন রসি বলেছেন: ঘুমাইলে ঘুম ভাঙবেই!!!
ধন্যবাদ! ধন্যবাদ!
৬৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
শায়মা বলেছেন: ঘুম পাড়ানী মাসীপিসি মোদের বাড়ি আসেনা
খাট নেই পালং নেই আর সে ভালোবাসেনা!!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
জেন রসি বলেছেন: ঘুম পাড়ানী মাসীপিসি মনের মধ্যে আছে!
খাট পালং ছাড়াই সে ডাকলে আসে কাছে!
৬৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
রিকি বলেছেন: জেন ভাইয়ের বার্থডে কালকে না??? আমার ভূত তাড়াবে বলেছিল যে !!!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
জেন রসি বলেছেন: ভূতপূর্ব, অভূতপূর্ব সব তাড়াইয়া ভবিষ্যতের ভূত ডেকে নিয়ে আসব!!!
নো প্রবলেম!
৬৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
শায়মা বলেছেন: বাপরে গেছি !!!!ভুঊঊঊঊঊত!!!!!!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১
জেন রসি বলেছেন: ভবিষ্যতে গেলেই ভূতের দেখা পাবেন!!
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
জুন বলেছেন: কেউ একজন ফিসফিস করে বলে যায়- বোকা ছেলে
শুন্যতাকে ভালোবাসতে হলে বিলীন হতে হবে! শুন্য হৃদয়ে!
ঠিক ঠিক ঠিক জেন রসি।
+