নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

হ্যাংওভার

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫১



মগজে ঘামের স্রোত
মগজে জুজুর ভয়।
বেঁচে থাকার তীব্র নেশায়
মগজে দুঃসময়।

মৃত বোধ মাথার ভেতর
শরীরে বেঁচে আছ খুব!
বোধটা উল্টে দিলে
নবজন্ম হবে। বেঁচে থাকা
দৌড়াবে- দৌড়াবে খুব!
যেমন দৌড়ায় শ্রমিকের হৃৎপিণ্ড
ঘামের ফোঁটায় ফোঁটায়।
শ্রমে, ক্লান্তিতে, সঙ্গমে, লড়াইয়ে
জন্ম নেওয়া অস্তিত্বে এক মহাকাল
ডুবে থাকে, এক মানবের তরে!

তবু যে মানুষ যুদ্ধে মাতাল
শান্তির দিনগুলোতে তার হ্যাংওভার হয়!






মন্তব্য ৬৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বোধটা উল্টে দিলে
নবজন্ম হবে। বেঁচে থাকা
দৌড়াবে-

অসাধারন ভিন্ন দৃষ্টি ভঙ্গি :)

ভাল লাগা একরাশ

++++

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:০৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই। :)

২| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৪

শায়মা বলেছেন: তবু যে মানুষ যুদ্ধে মাতাল
শান্তির দিনগুলোতে তার হ্যাংওভার হয়!


হা হা এই লাইন দুইটা পড়ে আমার ক্ষুদ্র মস্তিস্কে তরঙ্গ প্রবাহিত হলো!

২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:০৪

জেন রসি বলেছেন: হাহাহাহাহাহা

কোন তরঙ্গ? ;)

৩| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৬

ঋতো আহমেদ বলেছেন: দৌড়াবে-দৌড়াবে? নাকি দৌড়াবে- দৌড়াবে?

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। ঠিক করে দিয়েছি।

৪| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৬

ব্লগ মাস্টার বলেছেন: দারুণ।

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:১০

এখওয়ানআখী বলেছেন: ম্যাসেজটা সুন্দর। শুভ কামনা কবিকে

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা।

৬| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:১০

অপ্‌সরা বলেছেন: যুদ্ধাংদেহী হ্যাং ওভার তরঙ্গ! :)

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১১

জেন রসি বলেছেন: পৃথিবী ধ্বংস হয়ে যাবেত! ;)

৭| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:১৭

সুমন কর বলেছেন: তবুও বেঁচে থাকতে হয়.......ভিন্ন রকম এবং খুব ভালো হয়েছে।

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৩

জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। শুভকামনা। :)

৮| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে কবি

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ছবি আপু। শুভকামনা।

৯| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৮

অপ্‌সরা বলেছেন: না না আই লাভ মাই ওয়ার্ল্ড!!!!!!! আই লাভ মাই ইউনিভার্স!!!!!!!!!!!!! :)

২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

জেন রসি বলেছেন: ভালোবাসার জন্যই ট্রয় ধ্বংস হয়েছিল! দুনিয়াও হতে পারে! ;)

১০| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


কতক্ষণ মনে থাকবে, কতদিন বেঁচে থাকবে এই কবিতা?

২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

জেন রসি বলেছেন: ন্যানো সেকেন্ড থেকে অনন্ত কাল!

১১| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: বোধটা উল্টে দিলে
নবজন্ম হবে। বেঁচে থাকা
দৌড়াবে- দৌড়াবে খুব!
যেমন দৌড়ায় শ্রমিকের হৃৎপিণ্ড
ঘামের ফোঁটায় ফোঁটায়।
শ্রমে, ক্লান্তিতে, সঙ্গমে, লড়াইয়ে
জন্ম নেওয়া অস্তিত্বে এক মহাকাল
ডুবে থাকে, এক মানবের তরে!
তবু যে মানুষ যুদ্ধে মাতাল
শান্তির দিনগুলোতে তার হ্যাংওভার হয়!" চরণগুলো অনুপ্রেরণামূলক! ভালো লেগেছে!

২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ সাধু ভাই।

১২| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

অসাধারণ!

২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ ডানা ভাই।

১৩| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: তবু যে মানুষ যুদ্ধে মাতাল
শান্তির দিনগুলোতে তার হ্যাংওভার হয়!



কবিতায় লাইক ।

২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৪| ২৯ শে জুন, ২০১৭ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




মানুষ অভ্যেসের দাস । তাই শান্তির দিনগুলোতে তার হ্যাংওভার হয়! অভ্যেসের কাজটি না করতে পারলে গা-গতর ম্যাজম্যাজ করে । তাই পৃথিবীতে যুদ্ধ থেমে নেই । সে যুদ্ধ ক্ষমতার জন্যে , ভুখন্ডের জন্যে, শোষনের জন্যে, দু'মুঠো ভাতের জন্যে ............ সর্বক্ষেত্রের জন্যে ।
ঐ "মগজ'চাই যতো গন্ডগোলের । সেখানে বেঁচে থাকার তীব্র নেশা একটা যুদ্ধের অভ্যেস তৈরী করেই দেয় । মগজের এই বোধটাকে উল্টে দেয়া সহজ নয় ।

ভালো লিখেছেন ।
ঈদ পরবর্তী শুভেচ্ছা ।

২৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৩

জেন রসি বলেছেন: মগজের এই বোধটাকে উল্টে দেওয়ার জন্যও যুদ্ধ হতে পারে। বেঁচে থাকার তীব্র নেশা থেকেই। তবে মানুষের পক্ষে যাপিত জীবনের ছোট ছোট কুরুক্ষেত্রগুলো এভয়েড করা সম্ভব নয়। ইউটোপিয়ান ভ্রান্তির বিষণ্ণতা থেকে বরং জীবন যুদ্ধ অনেক বেশী সতেজ। অর্থবহ ।

ধন্যবাদ জী এস ভাই। আশা করি ঈদ আনন্দে কেটেছে। ঈদ পরবর্তী শুভেচ্ছা। :)

১৫| ২৯ শে জুন, ২০১৭ রাত ৯:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই, কৃতজ্ঞতা রাখছি।

শেষ হোক মানব প্রতীক্ষা, মহাকাল পেয়ে যাক মুক্তি।

শুভকামনা রইল।

২৯ শে জুন, ২০১৭ রাত ৯:২৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা।

১৬| ২৯ শে জুন, ২০১৭ রাত ১০:০০

নীলপরি বলেছেন: তবু যে মানুষ যুদ্ধে মাতাল
শান্তির দিনগুলোতে তার হ্যাংওভার হয়!


অসাধারণ । ++++

৩০ শে জুন, ২০১৭ রাত ১২:২০

জেন রসি বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু। :)

১৭| ২৯ শে জুন, ২০১৭ রাত ১১:০৮

ডঃ এম এ আলী বলেছেন: মগজে ঘামের স্রোত
মগজে জুজুর ভয়।
বেঁচে থাকার তীব্র নেশায়
মগজে দুঃসময়।

উপযুক্ত সময়ের উপযোগী কবিতা
ধন্যবাদ জেন রসি ।
শুভেচ্ছা রইল

৩০ শে জুন, ২০১৭ রাত ১২:২১

জেন রসি বলেছেন: ধন্যবাদ আলী ভাই। শুভেচ্ছা। :)

১৮| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:৩০

মেঘের সাথী বলেছেন: "মৃত বোধ মাথার ভেতর
শরীরে বেঁচে আছ খুব!" - জটিল তবে ভালোলাগার মত :D

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

১৯| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:৩০

মোহাম্মদ বাসার বলেছেন: দারুণ। ভাল লাগা ছুঁয়ে গেল।

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

২০| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর হয়েছে।

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

২১| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৯

আলভী রহমান শোভন বলেছেন: এক কথায় অসাধারন :)

তবু যে মানুষ যুদ্ধে মাতাল
শান্তির দিনগুলোতে তার হ্যাংওভার হয়!


তবে শেষের এই লাইনদুটি বেশী নজর কেড়েছে।

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ শোভন ভাই। :)

২২| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

২৩| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫১

গেম চেঞ্জার বলেছেন: এই বোধ আপনার আগে অনেকেই অর্জন করেছেন। কিন্তু সফল হয়েছেন খুব কম! :(

অ্যাবসলিউট সাকসেস অবশ্য আশা করাও ভুল।

চলুক। মানুষের সংগ্রাম চলুক।

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৪

জেন রসি বলেছেন: আমি সেই "অনেককে" পর্যবেক্ষণ করেই এই কবিতা লিখেছি। আশা করা ভুলনা। তবে নিরাশ হয়ে যাওয়াটা কৌশলগত দিক দিয়ে ভুল! চলুক। মানুষের সংগ্রাম চলুক।

২৪| ৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তবু যে মানুষ যুদ্ধে মাতাল
শান্তির দিনগুলোতে তার হ্যাংওভার হয়!


অসাধারণ বললেও খুব কমই বলা হয়। মুগ্ধ। শুরুটা দুর্দান্ত।

আহমেদ জী এস ভাইয়ের কমেন্ট যে-কোনো পোস্টের জন্য একটা বাড়তি পাওনা।

শুভেচ্ছা থাকলো।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:২১

জেন রসি বলেছেন: আপনার প্রশংসা বা সমালোচনা দুটোই ব্লগারদের জন্য একটা বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ সোনাবীজ ভাই। আহমেদ জী এস ভাই এর মন্তব্যগুলো অনেক সময় গুরুত্বপূর্ণ পোস্টের মতই অর্থবহ। আপনি এবং জী এস ভাইদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। শুভকামনা। :)

২৫| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরুটা এক কথায় অসাধারণ হয়েছে।
আর শেষের এ চরণ দুটো তো মাস্টারপিসঃ
"তবু যে মানুষ যুদ্ধে মাতাল
শান্তির দিনগুলোতে তার হ্যাংওভার হয়!
"
কবিতায় চতুর্দশতম ভাললাগা + রেখে গেলাম।
শুভকামনা রইলো... হ্যাপী রাইটিং!

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা।

২৬| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৫

জুন বলেছেন: কবিতা সুন্দর হয়েছ জেন রসি ।
+

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ জুন আপু। শুভকামনা।

২৭| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪২

নাগরিক কবি বলেছেন: আমগো ভাত মারতাছেন?? X( মামলা দিমু আফনের নামে। খুব খারাপ ;) হইছে এটা ;)

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৬

জেন রসি বলেছেন: আপনারা কারা? আমি কে? ভাত কি? মামলা কেন? ;)

২৮| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনি কোথায়, ভালো তো?

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

জেন রসি বলেছেন: আমি আছি। ভালোই আছি। আপনি কেমন আছেন?

২৯| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: পড়লাম কবিতাটি আবার । মনে হলো কবিতায় যেন ফরাসি কবি বোদলেয়ার-এর বোধের আমদানী। ভাববাদীতায় ভরা কবিতা 'হ্যাংওভার, যার মধ্যে আছে মৃত বোধ মাথার ভেতর শরীরে বেঁচে থাকা । মনে হল হাওয়া ছুটবে, কাঁপন উঠবে তরল-দৃষ্টিতে ভাসবে মধ্যরাতের সুখ, যেখানে আসবে বোধ সাথে একটি হ্যাংওভার, মাথা শুধু আসবে হ্যাং হয়ে কিছুতে ছাড়বেনা না হ্যাংওভার, দরোজায় করাঘাত হলে কেবলী মনে পড়বে - 'ভোর হলো দোর খোল খুকুমনি ওঠো রে'। দরোজার সন্নিকটে যেতে থামব বার বার । মনে হবে শ্রমে, ক্লান্তিতে, সঙ্গমে, লড়াইয়ে জন্ম নেওয়া অস্তিত্বে এক মহাকাল ডুবে আছে এক মানবের তরে । সুন্দর কবিতাটির বিষয়ে আবারো একরাশ মুগ্ধতা রেখে গেলাম ।

শুভেচ্ছা রইল

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৬

জেন রসি বলেছেন: বাহ! আপনার মন্তব্যটাই অনেকটা মুক্তগদ্যের মত। আমার ধারনা আপনি যেমন চমৎকার প্রবন্ধ বা ফিচার লিখেন তেমন চমৎকার গল্প কবিতাও আপনি লিখতে পারেন। হয়তো লিখেন। প্রকাশ করেন না। বিভিন্ন পোস্টে আপনার মন্তব্যে তার একটা ছাপ থাকে। অনেক ধন্যবাদ আলী ভাই। শুভরাত্রি। :)

৩০| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ২:০০

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর প্রতি মন্তব্যে প্রিত হলাম । আমি ভাল গল্প লিখতে জানিনা । দুষ্ট পরীর উপর সত্তরের দশকে একটি গল্প লিখে বাংলা সাহিত্যের অধ্যাপক চাচাকে তা দেখাতে গিয়ে গল্প লেখার বিষয়ে যে তাত্বিক সবক তিনি দিয়েছিলেন তা শুনার পরে গল্প লেখার ভুত সেই যে মাথা থেকে নেমে গিয়েছিল তা আর কোন দিন চেপে বসেনি । ইদানিং জীবন থেকে দেখা মুক্তি যুদ্ধের উপর একটি অতি সাদামাটা লেখা লিখছি, শেষ পর্যন্ত হয়তবা আকারে পুস্তক সমতুল্য হয়ে যেতে পারে । চোখের সামনে বিরত্বের সাথে হানাদারদের সাথে যুদ্ধ করতে করতে প্রানপ্রিয় কয়েকজন বন্ধু কিভাবে শহীদ হলেন , একান্ত আলাপ চারিতায় তাদের জীবনের অনেক না বলা কথা , প্রেম বিরহের যন্ত্রনা , তাদের অবর্তমানে তাদের পরিবারের চরম দুরাবস্থার কথা , যা স্মৃতিতে এখনো ভেসে অাছে তা নিয়েই চলছে লেখা তবে জীবদ্দশায় সেটি প্রকাশ করা সম্ভব হবেনা কারণ তাদের জীবনগাথা শুনার সময় কথা দিয়েছিলাম তাদের অনেক কথা এ জীবনে কারো কাছে প্রকাশ করবনা ।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২১

জেন রসি বলেছেন: দুষ্ট পরীর উপর আবার একটি গল্প লিখে ফেলুন আমাদের জন্য। মুক্তিযুদ্ধের উপর লিখছেন জেনে খুব আনন্দিত হলাম। আসলে এখনো আমাদের অনেক ইতিহাস জানা হয়নি। অনেক গল্প পর্দার আড়ালেই থেকে গেছে। আপনি লিখে রাখুন। হয়তো একদিন আপনার পথ ধরেই আমরা অনেক বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে জানতে পারব। শুভকামনা রইলো।

৩১| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:

মানুষ যুদ্ধ ছাড়া বাঁচতে পারে না কারণ সে সুখ খোঁজে । সে যুদ্ধ দৈহিকও হতে পারে, হৃদয়েরও হতে পারে । মানুষ আশায় মগ্ন থাকে, এই যুদ্ধে জয়ী হলে তার সুখ আসবে । কিন্তু না আসলে সে ভাবে ভিন্ন যুদ্ধের কথা । অথচ তার পেরিয়ে যাওয়া সময়েই সুখ নিহিত ছিলো, সে তা অনুভব করে নি। যুদ্ধহীন জীবনটাই সুখ।

কবিতা ভাল লেগেছে ।

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

জেন রসি বলেছেন: হ্যা সুখের বাস মুহূর্তে। কিন্তু মানুষ হয় অতীতে নাহয় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।


৩২| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১০

কালীদাস বলেছেন: সবকিছু কেমন জানি দুইটা করে দেখছি |-)

;)

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯

জেন রসি বলেছেন: হা হা হা....

মাঝেমাঝে কবিতা পড়লে আমারও এমন হয়।








আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.