নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

মাতাল করা ধাঁধার আয়োজনে..........

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪




তোমার নগ্নতায়
দৃষ্টি রাখলে ঝড় উঠে
এখানে না, অন্যকোথাও।
যেখানে কবি না, কবিতার চোখ
তোমাকে দেখে দেখে শব্দ আঁকে
শব্দে শব্দে কি ভীষণ উন্মাদনা!
শব্দে শব্দে খসে পরে আভরণ।
শব্দে শব্দে কবি কবিতার ভেতর
তোমাকে মিশিয়ে পান করে
একটি গোপন সুখ, অথবা অসুখ!

তুমি নগ্ন হলে,
অবদমিত সভ্যতা কেঁপে উঠে
এখানে না, অন্যকোথাও
যেখানে কবি না, কবিতার
শরীরে শরীরে খেলা করে, অসভ্যতা।


কোকিল ডাকছে। বসন্ত ডাকছে।
উৎসব শুরু হয়ে গেছে।
মিছিলও শুরু হবে। স্লোগানও।
হাতে হাত রেখে ভালোবাসা হচ্ছে।
চোখে চোখ রেখে অভিমান!
ট্রিগারে আঙ্গুল রেখে গুলিও হবে!
ওরা কয়েকজন মরে যাবে!

বাতাসে আগুন। মনে ফাগুন।
অধরে অধর। শরীরে বুলেট।
যুদ্ধে মৃত্যু। মৃত্যুতে মোক্ষ!

ওরা কয়েকজন সেদিন মোক্ষ লাভ করেছিল!





মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সোহানী বলেছেন: প্রথমটার সাথে পরেরটা সব কিছুই অন্যরকম। দুটিতেই ভালোলাগা....

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১২

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা। :)

২| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সোহানী বলেছেন: প্রথম কমেন্ট আর এখানে সকাল প্রামানিক ভাইরে মতো বলি, চা কফি দাও.....

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

জেন রসি বলেছেন: হাহাহাহাহা......অবশ্যই।



চা পান করুন এবং পান করতে করতে ধ্যান করুন।

৩| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০২

শাহরিয়ার কবীর বলেছেন: মনের মত হয়ে!

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি নগ্ন হলে,
অবদমিত সভ্যতা কেঁপে উঠে
এখানে না, অন্যকোথাও
যেখানে কবি না, কবিতার
শরীরে শরীরে খেলা করে, অসভ্যতা।
অসাধারণ লিখেছেন কবি।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। :)

৫| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: বাতাসে আগুন। মনে ফাগুন।
অধরে অধর। শরীরে বুলেট।
যুদ্ধে মৃত্যু। মৃত্যুতে মোক্ষ!

ওরা কয়েকজন সেদিন মোক্ষ লাভ করেছিল!

সুন্দর +

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩১

জেন রসি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। :)

৬| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় নগ্নতা, কবি না, কবিতার
শরীরে শরীরে খেলা করে, অসভ্যতা! ব্রাভো!

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ ডানা ভাই। :)

৭| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

জাহিদ অনিক বলেছেন: আহ ! প্রথমটা খাসা ।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৫

জেন রসি বলেছেন: বলছেন? ;) ধন্যবাদ জাহিদ ভাই। :)

৮| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৮

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




যুদ্ধ আর প্রেমে তফাৎ নেই কোনও । দুটোই প্রকারান্তরে নগ্ন । যুদ্ধটা বাঁচার তাগিদে আর প্রেমটা মরার তাগিদে !

ভালো লিখেছেন । কনট্রাষ্টটিক ( ফান্টাষ্টিক এর আদলে ) ।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪১

জেন রসি বলেছেন: ধন্যবাদ জী এস ভাই। শুভকামনা। :)

৯| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুটোই ভালো লাগলো। সাবলীল।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪২

জেন রসি বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই। শুভকামনা। :)

১০| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা। :)

১১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতার মধ্যেই সব লুকিয়ে দিলেন। অমৃতসুধা, অদেহ!


কবিতা ভাল লেগেছে।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা। :)

১২| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৪

নীলপরি বলেছেন: যেখানে কবি না, কবিতার
শরীরে শরীরে খেলা করে, অসভ্যতা।


অসাধারণ ।

ওরা কয়েকজন সেদিন মোক্ষ লাভ করেছিল! --

এই লাইনটা মোক্ষম । ++++++++++++

শিরোনামটা অনবদ্য ।

শুভকামনা ।

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু। শুভকামনা। :)













১৩| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবিতা ভালো লেগেছে, কিন্তু তারপরও এজীবনে 'চা খাওয়ার মতো পরিস্থিতিতে' যেতে পারলাম না :(

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। :)

চা ব্যাপারটা আমিও মিস করি। যখন যাই তখন দেখি চা শেষ। ;) তবে তার বদলে হাভানা চুরুট টানা যেতে পারে। :P














১৪| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাভানা চুরুট!!! দিলেন তো আক্ষেপ আরও বাড়িয়ে

তা খাওয়া যেতে পারে... সঙ্গে যদি চে অথবা ক্যাস্ট্রো অথবা নিদেনপক্ষে ম্যারাডোনাকে পাওয়া যায়...
সঙ্গী বিশেষ কিছু পান করা যায় না... ওস্তাদের মানা আছে!

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

জেন রসি বলেছেন: হাহাহাহাহা......

চে অথবা ক্যাস্ট্রোর সাথে আর সম্ভব নয়! ম্যারাডোনার সাথে খাওয়া যেতে পারে! তবে তিনি শুধু হাভানা চুরুটে সন্তুষ্ট হবেন বলে মনে হয়না! রেগে গিয়ে আবার কিক মেরে বসেন কিনা কে জানে? ;)

তার চেয়ে ভালো আপনার ওস্তাদের নাম বলুন। :)

১৫| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: =সঙ্গী ছাড়া

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

জেন রসি বলেছেন: বুঝেছি। :)

১৬| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ওস্তাদ??? ওটাও বলতে ওস্তাদের মানা আছে 8-|

ওস্তাদদের দিনকাল যা খারাপ পড়েছে...এ দেখুন ভারতের সাধু-কাম-মুভিহিরো-কাম-কামুক... রাম রহিমের কী অবস্থা!
কত ওস্তাদ এলো গেলো! সাগরেদ শুধু পড়ে রইলো!

তার চে' বরং শিষ্যকে মনে রাখুন। শিষ্য ঠিক থাকলে ওস্তাদ মিলবেই!

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

জেন রসি বলেছেন: ভারতে এখন এ লাইনে খুব কঠিন প্রতিযোগিতা চলছে। এতদিন শুধু গুরুবাদ ছিল। এখন গরুবাদও যুক্ত হয়েছে। তবে কোথাও কোথাও আবার গুরু এবং গরু কমরেড! ;)

আর কথায় আছে, গুরুর চেয়ে ভক্ত বড়, ভক্তের চেয়ে প্রসাদ বড়! ভক্ত প্রসাদ মানে খানাপিনা সাপ্লাই দিলে তাকে কি আর ভুলা যায়! :P গুরু নাহয় আড়ালেই থাকুক! ;)

১৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


//তবে কোথাও কোথাও আবার গুরু এবং গরু কমরেড!// হাহাহা!

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

জেন রসি বলেছেন: =p~ ;)

১৮| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

শায়মা বলেছেন: কবিতা, ছবিতা, নগ্নতা, অসভ্যতা! B:-)


হায় হায় কি লিখলে ভাইয়া!!!!! |-)


নিউ স্টাইল নিউ স্টাইল কবিতা!!!! :)

গুড গুড গুড!!!!!!! :) :) :)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪

জেন রসি বলেছেন: হায় হায় কি লিখলে ভাইয়া!!!!! |-)

কবিতা লিখেছি! B-)

নিউ স্টাইল নিউ স্টাইল কবিতা!!!! :)

আমার নিউ স্টাইল হচ্ছে লেখার সময় স্টাইল নিয়ে না ভাবা! ;)

গুড গুড গুড!!!!!!! :) :) :)

ধন্যবাদ! ধন্যবাদ! ধন্যবাদ! :) :) :)

১৯| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫০

শায়মা বলেছেন: স্টাইল নিয়ে ভাবো না!!!


কি বলো !!!!!!!!

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০০

জেন রসি বলেছেন: ভাবিনা মানে প্রভাবিত হইনা।

ভেতর থেকে দেখিনা। বাইরে থেকে ভেতরটা দেখি। আর কোন সুনির্দিষ্ট কাঠামো বা মতবাদ বা স্টাইল মাথায় রাখিনা।

২০| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


কবিতায় সময়ের স্বাক্ষর দেখছি না; সাধারণ শ্বাসত ভাবনা

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১১

জেন রসি বলেছেন: মানুষ সময়ে আবদ্ধ জীব। তাই সময়ের ছাপ কোন না কোন ভাবে থেকে যায়!

ধন্যবাদ আপনাকে। :)

২১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

উম্মে সায়মা বলেছেন: ১ম টা খুব ভালো....+++

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা। :)














২২| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৯

হাসান মাহবুব বলেছেন: প্রথমটা ভালো লাগে নাই, দ্বিতীয়টা ভালো লেগেছে।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই। :)

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

গেম চেঞ্জার বলেছেন: প্রথমটা জোশ!! ২য়টা নিয়ে বলার কিছু পাচ্ছি না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ গেম ভাই। আপনার খবর ভালো?










২৪| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৪

গেম চেঞ্জার বলেছেন: :) ভালোই। (আপনার খবরও ভালো আশা করছি কারণ আপনিও ব্যস্ত সেটা বুঝা যাচ্ছে।)

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১২:১১

জেন রসি বলেছেন: খবর ভালো। আপনিত পুরাই উধাও।

২৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০২

কবি হাফেজ আহমেদ বলেছেন: তুমি নগ্ন হলে,
অবদমিত সভ্যতা কেঁপে উঠে
এখানে না, অন্যকোথাও
যেখানে কবি না, কবিতার
শরীরে শরীরে খেলা করে, অসভ্যতা।


পুরো একজোড়াই ভালো লেগেছে।

৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ হাফেজ ভাই।

২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: "যেখানে কবি নয়, কবিতার চোখ
তোমাকে দেখে দেখে শব্দ আঁকে
" - বাহ, চমৎকার বলেছেন। ভাল লেগেছে।
ওরা কয়েকজন সেদিন মোক্ষ লাভ করেছিল! - কবিতার সমাপ্তিটা খুব সুন্দর হয়েছে।
পোস্টে ভাল লাগা + +
এ ব্লগে পোস্ট করা আপনার প্রথম গল্প আজিজ সাহেবের গল্প পড়ে একটা মন্তব্য করে এলাম। গল্পটা ছোট হলেও, ভাল লেগেছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যে সবসময়ই অনুপ্রেরণা পাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.