নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

নেমে আসে শূন্য-একের ভেতর!

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮



তুমি এবং আমি কিংবা আমরা
বসে আছি মুখোমুখি, পূর্ব ও পশ্চিমে
ওরা বসে আছে আমাদের ঘিরে, চুপচাপ
ইতিহাস নেই, সময় নেই, তবুও
আমরা চিনেছি ওদের, আমাদের মত!
শুন্যতা নেই, ওদের, আছে ক্ষত!
তোমার রুহের ভেতর কে যেন
এবাদত করে, তোমাকে দেখে দেখে
আমি দেখি মানুষ প্রকৃতি এবং তোমার
অথবা তোমার মন, অদেখা ভুবন!

আহা! আমার দিকে তাকিয়ে থাকা
অপেক্ষা, তৄষ্ণা তোমার, চোখের জল!
শীত নেমে আসে মনের ভেতর!

দেহ দেহ করে যে মন
সে মন মাতম করে, কোন সে অভিশাপ?

এমন সময়ে তুমি এবং আমি, কিংবা আমরা
দেহের ভেতর আগুন জ্বালাই, একে অপরের
মুখে তুলে দেই আদিম পশুর ঝলসান মাংসপিণ্ড!
শরীরে শরীর মিশে গেলে
বিষদাঁত বসায় পৌরাণিক কালসাপ
পৃথিবী থেমে যায়, মৃত্যু মরে যায়, জন্ম জন্ম নেয়!

তারপর! তারপর তোমার অস্তিত্বে জন্ম নেয়
এক অদ্ভুত নির্লিপ্ততা!অথবা ভারসাম্য।
আমি তখন ধ্যানমগ্ন সন্ন্যাসীর মত মরে যাই
তোমার অস্তিত্ব পথে ঘুরে বেড়াই।
ঘুরতে ঘুরতে চলে যাই, অন্যকোথাও।
যেখানে আমার কোন
ইতিহাস নেই, সময় নেই, শুন্যতা নেই
ঠিক ওদের মত, আছে ক্ষত।


চিত্রকর্মঃ Salvador Dali

মন্তব্য ১১৪ টি রেটিং +২০/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা পড়ে গেলাম। মুগ্ধতা রইল।

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই। :)

২| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

এফ.কে আশিক বলেছেন: ভালো লিখেছেন কবি।
শুভ কামনা...

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: শিরোনাম আটকায় রাখছে অনেকক্ষণ।

মৃত্যু মরে যায়, জন্ম জন্ম নেয়!
এই অংশটুকু সর্বাধিক ভালো লাগছে।

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

জেন রসি বলেছেন: যেহেতু কবিতার বিষয়, কিছু একটা আপনাকে কিছু মুহূর্তের জন্য আটকায় রাখছে এইটাই বিশাল সফলতা। :)

৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



নিখুঁত, কিন্তু কিছুটা ক্লিনিক্যাল ধরণের কবিতা: কথা আছে, নিয়ম আছে, জীবনের সৃষ্টি আছে, আবেগ নেই

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

জেন রসি বলেছেন: আচ্ছা। ধন্যবাদ আপনাকে। :)

৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

যূথচ্যুত বলেছেন: আমি, সদ্য ডিপ্রেশন সামলে ওঠা মানুষ। শেষ প্যারাগ্রাফটা'র সাথে অদ্ভুত ভাবে রিলেট করলাম নিজেকে!

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

জেন রসি বলেছেন: অভিনন্দন। এই সামাল দিতে পারার ব্যাপারটা অবশ্যই উদযাপন করা উচিৎ। :)

৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

শায়মা বলেছেন: ওরা কারা!

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

জেন রসি বলেছেন: ইলেন সিসু নিজেকে প্রশ্ন করেছিল "আমি কারা"? ;)

৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

অপ্‌সরা বলেছেন: ওরা কি ইতিহাস!

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

জেন রসি বলেছেন: ওরা কারা? ;)

৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতাটা ভালো লাগলো।

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই। :)

৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লিখেছেন।
ভালো লেগেছে অনেক

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

জেন রসি বলেছেন: একের পর এক পরীক্ষায় সফল হচ্ছেন। পার্টি দিবেন কবে?

১০| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

শায়মা বলেছেন: ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২ ০
লেখক বলেছেন: ইলেন সিসু নিজেকে প্রশ্ন করেছিল "আমি কারা"? ;)


তুমি কে বা কারা?


উফ কারা কারা করতে করতে আমার তো নৃত্য এসে গেলো....

কারার ঐ লোহ কপাট ....

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

জেন রসি বলেছেন: কবিগুরু বলেছিলেন, ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে!

তার উত্তরেই নজরুল লিখেছিলেন লাথি মার, ভাঙরে তালা.......... :P

১১| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: অদ্ভুত সুন্দর।

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা। :)

১২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

ধ্রুবক আলো বলেছেন: দারুন কবিতা। একরাশ মুগ্ধতা।

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা সম্পর্কে কেবল তিনটে কথা বলা যায়:

বেশ

বেশ

আর বেশ!:)

++

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮

জেন রসি বলেছেন: বেশ! বেশ!

ধন্যবাদ বিলিয়ার ভাই। :)

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:১১

যূথচ্যুত বলেছেন: এই সামাল দিতে পারার ব্যাপারটা অবশ্যই উদযাপন করা উচিৎ

করছি তো! হাতের কাছে যা পাওয়া যায়, নিজেকে সমেত সেই সকল কিছুর মজা উড়িয়ে... =p~

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬

জেন রসি বলেছেন: নাহ! এই মজার মধ্যেও স্বাদ হওয়া তরকারিতে অধিক নুনের মত ডিপ্রেশন মিশে আছে মনে হচ্ছে! তবে ডিপ্রেশনটাকে উপভোগ করতে জানলে লাইফটাইম পার্টিমুড প্রায় নিশ্চিত!

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:



কবিতা পড়ে একটা লাইক !!!! :)

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২০

জেন রসি বলেছেন: মন্তব্য পড়ে একটি ধন্যবাদ। :)

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: সরি জিনি ভাই!!!

সর্বাধিক কাইটেরিয়াতে আকম্মা পোস্টের বিরুদ্ধে প্রতিবাদের অংশ স্বরূপ এই বাড়তি হিট গুলো দিতে হলো!


অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫

জেন রসি বলেছেন: হা হা হা..........

আমি ভেবেছিলাম ভূতের আছর। তাই ফেবুতে স্ট্যাটাস দিয়েছিলাম মজা করে। এই পোস্টের চাইতেও অনেক ভালো পোস্ট ছিল। আমার এই পোস্টও আকাইম্মা! আমার মতই! :P

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০২

জুন বলেছেন: অনেকদিন পর ব্লগে একটি দারুন কবিতা পড়লাম জেন রসি। সত্যি ভালোলাগা
+

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭

জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপু। শুভকামনা। :)

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫

বিলিয়ার রহমান বলেছেন: ১৬ নম্বর মন্তব্যে সর্বাধিক শব্দটির পর পঠিত শব্দটি স্কিপ হয়ে গেছে!

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭

জেন রসি বলেছেন: বুঝেছি! ;)

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

নীলপরি বলেছেন: ইতিহাস নেই, সময় নেই, তবুও
আমরা চিনেছি ওদের, আমাদের মত!
--

এই দুটো লাইন কোট করলেও প্রতিটা লাইনই ভালো লেগেছে । +++++++

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৯

জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি আপু। শুভকামনা। :)

২০| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

দীপংকর চন্দ বলেছেন: মৃত্যু মরে যায়, জন্ম জন্ম নেয়!

মুগ্ধতা!!!

অনেক অনেক শুভকামনা কবি।

ভালো থাকবেন। সবসময়।

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯

জেন রসি বলেছেন: আপনাকে বেশ কিছুদিন পর দেখলাম ব্লগে। ভালো লাগছে।

ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন সবসময়। শুভকামনা।

২১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ভালো লাগা রইল

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

২২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:
লা জবাব...

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

জেন রসি বলেছেন: কবিদের প্রশংসায় মনে একটা আলাদা বল পাওয়া যায়! ;)

ধন্যবাদ ডানা ভাই। :) মাঝখানে কই হাওয়া হইছিলেন?

২৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:



কিছু প্রশ্নের উত্তর খুজছিলাম! পেয়ে গেছি!

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২

জেন রসি বলেছেন: নতুন কবিতায় আশা করি সেসব প্রতিফলিত হবে। :)

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:২১

মাহমুদ০০৭ বলেছেন: অদ্ভুত ভাল লাগাময় সুন্দর কবিতা । কেন ভাল লাগল তা বুঝতাছিনা , হাহাহা।
ভালো থাকবেন ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

জেন রসি বলেছেন: আপনি জ্ঞানী পাঠক। তাই আপনার ভালো লেগেছে। এসব মূর্খদের জন্য নয়। :P আমি একজন মহাকালজয়ী লেখক। ;) ভালো লাগার এটাই একমাত্র কারন! যাদের তা লাগবে না, ওরা কখনো আলোকিত হতে পারবেনা। :P

২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

মাহমুদ০০৭ বলেছেন: মহাকাল ত জয় করে ফেললেন । :D এবার কি করবেন বলে ঠিক করলেন ?

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪০

জেন রসি বলেছেন: আপনারা যারা পিছিয়ে আছেন তাদের আমার প্রতিভার আলোয় আলোকিত করব। ;) :P

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২

মাহমুদ০০৭ বলেছেন: ফিলিপস বাত্তি না হইলে আমি আলুকিত হইতে রাজি না । কারণ মাছের রাজা ইলিশ বাত্তির রাজা ফিলিপস :D

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

জেন রসি বলেছেন: এইজন্যই বলেছি আপনারা পিছিয়ে আছেন! আপনারা মধ্যযুগের চেয়ে খুব বেশী অগ্রসর হতে পারেন নাই। আপনাদেরকে হতে হবে আমার মত টিউবলাইট। পোস্টমডার্ন টিউবলাইট। সঙ্গে থাকুন। হয়ে যাবেন। :P

২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: বুঝছি । তয় লগে থাকতে হইলে কিছু চা পানির খরচ ত দেয়া লাগে B-)

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:০২

জেন রসি বলেছেন: এ আর এমন কি? আমি আপনাদের চা পানির খরচ দেব! আপনারা আমাকে দেশী বিদেশী............না মানে ইয়ে, বাকিটা ইনবক্সে! :P

২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ২:১২

যূথচ্যুত বলেছেন: আরে না না! সে ভয় নেই। মজা ওড়ানো মানে- ইন আ গুড সেন্স (অব হিউমর) ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

জেন রসি বলেছেন: লাইফটাকে হালকা ভাবে নেওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে।



২৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:১১

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর একটি অর্থবোধক কবিতা পাঠ করে গেলাম
শুভেচ্ছা রইল ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রিয় আলী ভাই। শুভকামনা।



৩০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৭:১৬

মলাসইলমুইনা বলেছেন: কিছু কি বুঝলাম ? হয়তো |কতটুকু ? শিওর না | আমি পরে আবার আসবো এই কবিতার মন্তব্য করতে | এখন আরো কিছু স্টাডি করতে হবে কবিতা ভালো করে বোঝার জন্য |কারো সাজেশন থাকলেও দিতে মোটেই আপত্তি করবেন না কিন্তু |

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

৩২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন, দালির পেইন্টিংটাও চমৎকার।

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

জেন রসি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

৩৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




পর্বতগুলোর মধ্যে সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ততম পথ হলো চূঁড়ো থেকে চূঁড়োয় লাফিয়ে যাওয়া । তেমনি তুমি এবং আমি কিংবা আমাদের দেহ ও রূহের ভেতরের সংক্ষিপ্ততম পথ যোজনা হলো "দাহ " যা "শূন্যতায়" মিলায় । দেহ ও মনের ফারাক থাকেনা ।

তাইতো -
দেহ দেহ করে যে মন
সে মন মাতম করে, কোন সে অভিশাপ?

কবির এই জিজ্ঞাসার জবাবে মানিক বন্দোপাধ্যায় অনেক আগেই বলে গেছেন ----- " শরীর... শরীর ! তোমার কি মন নাই কুসুম !


বেশ জটিল মনে হলো কবিতাটি । সবার তো আর জ্ঞান সমান হয়না , তাই বোধের ভেতরে নেমে আসে জটিলতা !

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

জেন রসি বলেছেন: পৌরাণিক ঘোড়া দৌড়ায়
পিঠে বসে চাবুক মারে মৃত্যু
এই দৃশ্য দেখতে দেখতে
বলতে বলতে, যাপন করতে করতে
মানুষ একদিন অন্ধ হয়, নির্বাক হয়
তারপর সে আর কিছুই যাপন করেনা।

ধন্যবাদ জী এস ভাই।

৩৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

উম্মে সায়মা বলেছেন: কবিতায় ভালো লাগা....

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

৩৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

জাহিদ অনিক বলেছেন:

জটিল কাব্য !

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

৩৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

শায়মা বলেছেন:
একটি জটিল কাব্যের সরলীকরণ ---- ( ১ম প্যারা দ্রষ্টব্য!) :) :) :)

পূর্ব ও পশ্চিম উত্তর কিবা দক্ষিন
দ্বৈত বৈপরীত্যে বসবাস তোমাদের..

তোমাদের ঘিরে রাখে অজানা ক'জনা
কৌতুহল অঞ্জাত.....
সম্পর্ক বা সময় স্থান কাল পাত্র ভেদে
ওরা নহে আত্মীয় বা বন্ধু স্বজন
তবুও গর্জন, হম্বিতম্বি ও দুঃশ্চিন্তার খোরস্রোত
তোমাদের ঘিরে।

ওরা কারা তার পেয়েছি উত্তর
যাদের বুকে ক্ষত এবং যাহারা জীবন্মৃত
কাজ নেই, কর্ম নেই ওদের
একটাই কাজ অপলক চেয়ে দেখা
তোমাদেরকে ঘিরে ওদের একরাশ
অযাচিত কৌতুহল উচ্ছাস!
তুমি ওদেরকে দেখো
ওরা মানুষ তাদের সাথে গতী ও প্রকৃতি
সব মিলিয়ে দেখো সেই মন কিংবা অজানা ভূবন
যে মনে সন্ধান পেয়েছো তুমি বাস করে কেউ
অন্য কেউ .......
সে কি প্রতিদ্বন্দী তোমার!

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

জেন রসি বলেছেন: পৌরাণিক ঘোড়া দৌড়ায়
পিঠে বসে চাবুক মারে মৃত্যু
এই দৃশ্য দেখতে দেখতে
বলতে বলতে, যাপন করতে করতে
মানুষ একদিন অন্ধ হয়, নির্বাক হয়
তারপর সে আর কিছুই যাপন করেনা।

৩৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:১১

গেম চেঞ্জার বলেছেন: সাময়িক ভাবনার যোজনাময় ভেলকি! ;)

একাগ্রতা থাকলে আরো কিছু করা সম্ভব! সমস্যা হলো, আমার এই ব্যাপারটায় ঘাটতি দেখে দিয়েছে।

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

জেন রসি বলেছেন: সবই ভেলকি অথবা ভেলকির ব্যাখ্যা। ;)

ধন্যবাদ গেমু ভাই।

৩৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:১২

শায়মা বলেছেন: ২য় প্যারার মর্মোদ্ধারের পরে-------- :)

মরে যায় জন্ম, জন্ম নেয় মৃত্যু,
পৌরানিক কালসাপের বিষাক্ত ছোবলে
পৃথিবী গড়গড় চলতে শুরু করে
নিয়ম এবং বেনিয়মের চক্করে।
অপেক্ষাগুলো তখন প্রতীক্ষা হয়ে যায়
তৃষ্ণাগুলো তখন আকন্ঠ জলপিয় নীলকন্ঠি
চোখের জলে সৃষ্টি হয় মরুভূমি কলাহারি।
ঝলসানো মাংসপিন্ডগুলো চেয়ে থাকে নির্বাক
বোবা শত্রুর মত!

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

জেন রসি বলেছেন: বৃক্ষে জ্ঞান ঝুলে অছে। সে বৃক্ষ পাহারা দিচ্ছে এক বিষধর সাপ। মাঝেমাঝে সে গাছে কিছু মানুষ ঢিল মারে। কেউ কেউ ফিরে আসে দুএকটা জ্ঞান কুড়িয়ে। কেউ কেউ দংশিত হয়। সে দংশনে যাদের নেশা হয় তারা জ্ঞানপাপী হয়ে ফিরে আসে। ;)

৩৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:১২

কথাকথিকেথিকথন বলেছেন:





একটা কবিতা দিয়ে অজস্র অদ্ভুত পৃথিবী আঁকা যায়, যা বসবাস করে হৃদয়ে । ওখানের হালচাল কখনো সহজ, কখনো সঙ্গকীর্ণ, কখনো অধরা আর কখনো এসব কিছু ছাড়িয়ে....হয়তো আপনার কবিতার মত- ইতিহাস নেই, সময় নেই, শুন্যতা নেই
ঠিক ওদের মত, আছে ক্ষত। পৃথিবী থেমে যায়, মৃত্যু মরে যায়, জন্ম জন্ম নেয়!

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

জেন রসি বলেছেন: চমৎকার মন্তব্য। ধন্যবাদ আপনাকে।

৪০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুন্য আর একে যেমন প্রযুক্তি বিশ্বে চলছে মহা বিস্ময়
সৃষ্টির আদিতে তারচেও বিস্ময়ে সাজিয়েছেন অগনন ব্রহ্মান্ড সাঁই শুন্য একের খেলায় ;)

মুগ্ধতা ছুঁয়ে রইল পলপল :)

+++

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

জেন রসি বলেছেন: সৃষ্টি, আদি, কল্পনা, ব্যাখ্যা....... ;)

ধন্যবাদ ভাই।

৪১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪

শায়মা বলেছেন: ঐ গেমু কি বলিস!!!!!!!

আমি একে এক মর্মোদ্ধার করিতেসি!!!!!! :-B

এবং সফলতম প্রায়!!!!!!!! :P

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

জেন রসি বলেছেন: সফলতা একটা ভ্রম, ব্যর্থতাও। ;)

৪২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬

শায়মা বলেছেন: কথাকেথি কাথু ভাইয়ু!!!!!


ওরা কারা!!!!!!!

তোমার আছে ডাঙ্গা, আমার আছে জল
ওদের তাতে কি হলো, কেনো এই কোলাহল!!!!!!!!!!!! X((

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

জেন রসি বলেছেন: জটিল প্রশ্ন।

ওরা কারা?

আমরা কারা? ;)

৪৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:২০

কথাকথিকেথিকথন বলেছেন:





@শায়মা- চলেন কোলাহলে মিশে যাই । দীর্ঘশ্বাসগুলো সংগ্রহ করি !

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

জেন রসি বলেছেন: নির্জনতায় দীর্ঘশ্বাসগুলো গভীর হয়।

৪৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:২৭

গেম চেঞ্জার বলেছেন: @শায়মাপু!!!!!!!

হাঃ হাঃ হাঃ

আমিও মর্মোদ্ধার করেছি তো!! :)

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

জেন রসি বলেছেন: সফলতা একটা ভ্রম, ব্যর্থতাও। ;)

৪৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩১

শায়মা বলেছেন: শেষাংষের সরলীকরন বিশ্লেষন ------- :)


ওরা কারা...
এত দিনে পেলে বুঝি পরিচয় ধ্যানমগ্ন সাধক
যে ক্ষত লুকিয়ে বুকে চেয়েছিলো তারা
নির্লিপ্ত কুহক জালে বোধিসত্বের মত
আজ তুমি বয়ে যাও সেই পথ ধরে
ভেসে যাও ভরহীন-
সময় ও শূন্যতাবিহীন কৃষ্ণ গহ্বরে......

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

জেন রসি বলেছেন: সময়ে ডুবে আছে অন্ধকার। অন্ধকারে মোমবাতি জ্বালায় ওরা। তারপর ফুঃ দিয়ে নিভিয়ে ফেলে। আবার মোমবাতিতে আগুন দেয়। মোম গলছে। ম্যাচের কাঠিও ফুরিয়ে আসছে। খেলা থেমে যাবে। এটা নিশ্চিত।

৪৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: ৪৩. ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:২০ ০
কথাকথিকেথিকথন বলেছেন:





@শায়মা- চলেন কোলাহলে মিশে যাই । দীর্ঘশ্বাসগুলো সংগ্রহ করি !


এহ রে কাজ নাই !!!!!!! এত এত কার্বন ডাই অক্সাইড খেয়ে মরি!!!!!!


থু থু !!!!! :-P

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

জেন রসি বলেছেন: গাছেদের কাছে যাওয়া যেতে পারে।

৪৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: ৪৪. ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:২৭ ০
গেম চেঞ্জার বলেছেন: @শায়মাপু!!!!!!!

হাঃ হাঃ হাঃ

আমিও মর্মোদ্ধার করেছি তো!


গুড গুড!!!!!!!!! তাইলে গুড!!!!!!!! :)

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

জেন রসি বলেছেন: হা হা হা

৪৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:



@শায়মা- বস্তুতঃ ওখানে শূন্যতা, গহ্বরের ওরা কাঁদে দীর্ঘশ্বাসে, নাক চোখে কাঁদা ঝরে ! সেই দীর্ঘশ্বাসগুলোয় আমরা আরো হিংস্র হয়ে উঠি, পিশাচ হাসি দিয়ে যেখানে জ্বালাই অনল !

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

জেন রসি বলেছেন: গুড ওয়ান।

৪৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

গেম চেঞ্জার বলেছেন: কার্বন ডাই অক্সাইড!! এটা পান করার সাধ জেগেছে কথা ভাইয়ের!! ;)

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

জেন রসি বলেছেন: নেশা! ;)

৫০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: ৪৮. ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১ ০
কথাকথিকেথিকথন বলেছেন:



@শায়মা- বস্তুতঃ ওখানে শূন্যতা, গহ্বরের ওরা কাঁদে দীর্ঘশ্বাসে, নাক চোখে কাঁদা ঝরে ! সেই দীর্ঘশ্বাসগুলোয় আমরা আরো হিংস্র হয়ে উঠি, পিশাচ হাসি দিয়ে যেখানে জ্বালাই অনল !


ইয়াক থু থু থু!!!! নাক চোখের কাঁদা মানে কি!!!!!! গোবর নাকি!!!!!!!!!! গোবর বা ঘুটেতে আগুন জ্বালানো যায়। তুমি এইসব দিয়ে অনল জ্বালাবে!!!!!!! ইন্নিনিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজীউন!!!!!!! শুনেই আমি মরে গেছি!!!!!!!!!!

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

জেন রসি বলেছেন: হা হা হা

৫১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: ৪৯. ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩ ০
গেম চেঞ্জার বলেছেন: কার্বন ডাই অক্সাইড!! এটা পান করার সাধ জেগেছে কথা ভাইয়ের!! ;)

শুধু কি তাই !!!!!!!!!! নাক চোখের কাঁদা দিয়ে নাকি আগুন!!!!!!!!!

ইয়াক থু!!!!!!!!!!!!!!!!!!!!!


আঁমি কিঁন্তু মঁরে গেঁছি! এঁই কঁমেন্ট লিঁখছে আঁমার ভূঁতং!!!!!!!!!!

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

জেন রসি বলেছেন: মৃত্যুর পর ভূত মানুষ হয়!

৫২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন:




@শায়মা- আমি একটু কাঁদা ছোঁড়াছোঁড়ির সাহিত্য চর্চা করতে চেয়েছিলাম । এই উত্তর পড়িয়া অচিরেই সাহিত্য প্রতিভার স্বাদ গেলো মরিয়া !

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

জেন রসি বলেছেন: হা হা হা

৫৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

৫৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

৫৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের (সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ) ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

জেন রসি বলেছেন: দেখেছি। ভাবছি।

ধন্যবাদ ভাই।

৫৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২২

কালীদাস বলেছেন: অনেকটুকু বুঝেছি। কয়েকটা কমেন্টের সাথে মিলিয়ে বুঝলাম মনে হয় ঠিকই বুঝেছি; আর না হলে কমেন্টকারীরাও ভুল বুঝেছে B-)

কবিতা নিয়ে আর নেই ভয়, ব্লগ এখন কপিপেস্টের সীমার বাইরে ;)

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

জেন রসি বলেছেন: হা হা। সবাই ঠিক। কবি এবং পাঠক।

কবিদের ভয় পেলে চলে না।

ধন্যবাদ ভাই।

৫৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

ফয়সাল রকি বলেছেন: ভালই।

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.