![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!
কাক ডাকা ভোর
কুকুর ডাকে স্বপ্ন হয়ে
ঘুম প্রহরে মনের ভেতর!
সময় আসে জুজুর মত
ভয় দেখিয়ে ভয়কে নিয়ে
ঘুম ভাঙিয়ে দেয় থাপ্পড়
একটা মানুষ লাফিয়ে উঠে!
সময় বলে বাঁচতে হলে
নাঁচতে হবে! ঘোমটা খুলে।
একটা মানুষ বাসের ভীড়ে
চোখের ভেতর শহর নিয়ে
ন্যুয়ে পড়ে খুব গরমে
ঘামও ঝরে শরীর বেঁয়ে
টপটপাটপ! টপটপাটপ!
একটা মানুষ সন্ধ্যা বেলায়
ক্লান্ত পায়ে হেঁটে বেড়ায়
বিষাদগুলো বাষ্প হয়ে মেঘ হয়ে যায়
বিষাদগুলো মেঘ হয়ে খুব বৃষ্টি ঝরায়
ছাই হবে সব! ছাই হবে সব
দ্রোহের আগুন!
সিগারেট নিভে গেলে
আগুনও নিভে যায়!যেতে হ্য়।
একটা মানুষ
ঘোমটা খুলে নাঁচতে নাঁচতে
বেঁচে থাকতে থাকতে
মরে যেতে যেতে
ফিনিক্স পাখির মত
বোধ হয়ে উড়ে চলে
শূন্য থেকে বিশুদ্ধ শূন্যতায়।
সন্ধ্যা থেকে গাঢ় অন্ধকারে।
জন্মান্ধ চোখ
দৃষ্টি ফিরে পেলে
আবার অন্ধ হয়ে যায়।
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:১০
জেন রসি বলেছেন: দশে দশ কেন দিলেন না!
আপনিও ভালো থাকুন।
২| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ফিনিক্স পাখি খুব ভালো লাগে। কবিতায় বহুল ব্যবহৃত ফিনিক্স পাখি কেমন অদ্ভুত ভাবে পূণর্জন্ম হয় । সুন্দর কবিতা জেন রসি। অনেকদিন পর আপনার কবিতা পাঠ করলাম ।
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫
জেন রসি বলেছেন: আমিও অনেকদিন পর কবিতা লিখলাম। শুভেচ্ছা।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:১৭
লাবণ্য ২ বলেছেন: চমৎকার।
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:১৮
সিগন্যাস বলেছেন: হে মহান রসি,
হাজার বছর পরে ব্লগে দর্শন দেওয়ার জন্য ধন্যবাদ।আপনি কি বর্ষানিদ্রায় ছিলেন?
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪
জেন রসি বলেছেন: না। বর্ষায় ভিজে ভিজে কাকভেজা হয়ে ছিলাম।
সন্ধ্যার পরেই অতিপ্রাকৃত গল্প পড়া শুরু করব ভাবছি।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
মানুষের জীবন, ভাবনা, চারিপাশের পৃথিবী কবিতার লাইনগুলোতে স্হান পেয়েছে, ভালো লাগলো!
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬
জেন রসি বলেছেন: চাঁদাগাজী ভাই কেমন আছেন।
৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
আখেনাটেন বলেছেন: পড়তে বেশ লাগছিল। মর্মবাণীটুকুও উদ্ধারের চেষ্টা করলুম। চমৎকার।
তবে কিছু লাইন মনে হল উড়ে এসে জুড়ে বসেছে। যেমন, দ্রোহের আগুনের পরে...
সিগারেট নিভে গেলে
আগুনও নিভে যায়!যেতে হ্য়।
শেষের দিকেও মনে হল একটু হোঁচট খেলাম। তবুও আপনার ভাবনাটুকুকে শ্রদ্ধা করতেই হয় ব্লগার জেন রসি।
০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
জেন রসি বলেছেন: লজিক্যাল বিশ্লেষণ। মন্তব্য ভালো লেগেছে।
কবিতা মাত্রই আসলে একধরনের প্রতিক্রিয়া। অনুভবের সাথে অনুভবের সংঘাত। কবিতা লিখতে লিখতে মাঝেমাঝে মনে হয় কবিতাকেই ভেঙ্গে ফেলা যায়। সেসব ভাঙ্গা টুকরো গুলো্কে বিচ্ছিন্ন মনে হওয়াটাও স্বাভাবিক।
শুভেচ্ছা।
৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
গাওসেল এ. রাসেল বলেছেন: "জন্মান্ধ চোখে দৃষ্টি ফিরে পেলে আবার অন্ধ হয়ে যায়"
এটা বেস্ট ছিলো।
আরোও লিখুন, লিখতে থাকুন।
০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
জেন রসি বলেছেন: ব্যাখ্যা করতে চাওয়া, অনুভব করতে চাওয়া এইসব আমার টনিক। সুতরাং কিছু না কিছু লিখতেই থাকব।
৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবরুদ্ধ সময়ের/চেতনায় মুক্তি তিয়াসী আত্মার পথ সন্ধানী কাব্যে ভাললাগা!
আমি অবশ্য একটা নিজস্ব ছন্দে পড়ে দারুন রসাস্বাদন করেছি
যেখানে দ্রোহের আগুনের পর -অন্য কিছু চাইছিল মন!
পাঠকের আব্দারী মত বলে ফু দিয়ে উড়িয়ে দিন হা হা হা
ভাবনার কাব্য, ভাবনায় কাব্য
+++
০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
জেন রসি বলেছেন: দ্রোহের আগুনের পর কি চাইছিলেন সেটা নিজস্ব ছন্দে বলে ফেলেন। আমি ইচ্ছে করেই ছন্দ ভেঙ্গে ফেলেছি! জীবনের ছন্দপতন হলে কবিতায়ও হওয়া উচিৎ!
পাঠকের আব্দারী মনের সাথে চিয়ার্স করলাম।
ধন্যবাদ বিদ্রোহী ভাই।
৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ
০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ।
১০| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
কাবিল বলেছেন: অনেক দিন পরে আপনাকে দেখে ভালো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:০০
জেন রসি বলেছেন: কাবিল ভাই, আশা করি ভালো আছেন।
১১| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:১৯
সনেট কবি বলেছেন: ভালো লাগলো
০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:২৮
নীলপরি বলেছেন: বাহ । অনেকদিনবাদে আপনার কবিতা পড়লাম । আর অনবদ্য লাগলো ।
শুভকামনা
০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫০
জেন রসি বলেছেন: আমিও অনেকদিন পর লিখলাম। আশা করি ভালো আছেন নীলপরি আপু।
১৩| ০৫ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৪
সোহানী বলেছেন: আরে অনেকদিন পর!!!!!!!!!!!! কই ছিলেন???????????
০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫১
জেন রসি বলেছেন: সংকটে। সংগ্রামে।
কেমন আছেন?
১৪| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছাই হবে সব দ্রোহের আগুন।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৩৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ।
১৫| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৭
শিখা রহমান বলেছেন: ভালো লেগেছে কবিতা। শুভকামনা।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৩৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ।
১৬| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪
চঞ্চল হরিণী বলেছেন: দার্শনিক কবিতা। অনুভব থেকে উৎসারিত বোধের সাথে বাস্তবের সংঘর্ষ। সীমাবদ্ধ জীবনে 'সময়' সারাক্ষণই জুজু হয়ে পেছনে লেগে থাকে। বেঁচে থাকার জন্য আমাদের নিরন্তর নেচে যেতে হয়। আর এই কষ্টকর শহর সেটা আরও বহুগুণ বাড়িয়ে দেয়। যদিও জানি এসবের কোন অর্থ নেই, সিগারেট শেষের মত জীবনের দৈর্ঘ্য শেষ হলে প্রাণের আগুন নিভে যাবে। সবকিছুই ছাই, ধুলো হয়ে যাবে। তবু বাঁচার জন্য নেচে যেতে হয়। অনুভবে চোখ বন্ধ করলেই চোখ বোধের দৃষ্টি পায়। কিন্তু বেঁচে থাকার তাগিদে খুলে ফেলে আবার অন্ধ হতে হয়। এক চিরস্থায়ী উত্তরহীন বিষণ্ণতা। কিংবা উত্তর....সে বহুদূর।
ভালো লাগলো কবিতাটা অনেক।
নেঁচে- নেচে
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৩৮
জেন রসি বলেছেন: ক্রিটিক্যাল অ্যানালাইসিস।
ধন্যবাদ।
১৭| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দশে দশ কেন দিলেন না!
আপনিও ভালো থাকুন।
আমি তো দসে দশই দিতে চাই
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৩৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
সুমন কর বলেছেন: দৈনন্দিন কথা-বার্তা তুলে ধরেছেন। সুন্দর হয়েছে।
+।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৩৯
জেন রসি বলেছেন: ধন্যবাদ।
১৯| ০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:২৬
রাকু হাসান বলেছেন: খুব ভাল লাগলো .....+++++
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৪০
জেন রসি বলেছেন: ধন্যবাদ।
২০| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৩
মীর সাজ্জাদ বলেছেন: দিন রাত যেন শুধু একটা ঘোরের মধ্যেই আছি, এ বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৪০
জেন রসি বলেছেন: ধন্যবাদ।
২১| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১
সোহানী বলেছেন: ভালো আছি কিন্তু দেশের এ সাধারন ছাত্র-ছাত্রীদের এ অবস্থা দেখে কিছুই ভালো লাগছে না। কিভাবে সব কিছু ঠিক হবে বলতে পারেন?
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৪৩
জেন রসি বলেছেন: অধিকার আদায়ের ব্যাপারে কোন আপোষ করা যাবেনা।
২২| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
জেন ভাই, ভাল আছেন তো
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৪৪
জেন রসি বলেছেন: ভালো আছি। আপনি কেমন আছেন?
২৩| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১২
তামান্না তাবাসসুম বলেছেন: বুলেটের মতো কবিতা !
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৪৫
জেন রসি বলেছেন: ধন্যবাদ।
২৪| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: নিজের ছবিটা আঁকলেন বুঝি?
০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১
জেন রসি বলেছেন: ক্যানভাসে ঝুলে থাকা অস্তিত্ব।
২৫| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২২
উদাসী স্বপ্ন বলেছেন: সব ঠিক আছে? আপনাকে বিক্ষিপ্ত লাগছে
০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩২
জেন রসি বলেছেন: অস্তিত্বের সংকট বলতে পারেন।
২৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ফ্লোটা ভালো লাগছে জেন।
১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৫
জেন রসি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: গুড।
দশে ছয় দিলাম।
ভালো থাকুন।