![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!
কুদ্দুছ একজন কবি। মূলত অনলাইন কবি। কোথাও তার কবিতা ছাপা হয়না। তাই সে অনলাইনেই কবিতা লিখে। কবিতা যদি ফসল হয় তবে কুদ্দুছ হচ্ছে উর্বর জমি। এবং কবি হিসাবে তার প্রসব ক্ষমতা খরগোশের চাইতেও বেশী। ইচ্ছা ঘুম বলে একটা ব্যাপার আছে। অর্থাৎ যখন ইচ্ছা তখন ঘুমিয়ে যাওয়ার ক্ষমতা। কুদ্দুছের আছে যখন ইচ্ছা তখন কবিতা লিখে ফেলার ক্ষমতা। কুদ্দুছ হচ্ছে ইচ্ছে কবি। তা একদিন কুদ্দুছ সামু ব্লগে একটা নিক খুলে। নিকের নাম দ্দুছ। কু বাদ। দ্দুছ নামটার ভেতর বেশ একটা ভাব আছে। ব্লগে নিক খুলেই কয়েক সেকন্ডের মধ্যে দ্দুছ একটা কবিতা লিখে ফেলে।
“ওগো সামু
ইতি, তোমার মামু।
ঘণ্টা খানিক পর তার কবিতা পোস্টে একটা কমেন্ট আসে।
"অনবদ্য। গভীর জলের মাছ যেমন সহজে ধরা যায়না তেমনি আপনার কবিতাও ধরব ধরব করেও ধরতে পারিনি। এখানেই আপনি ইউনিক। নিঃসন্দেহে আপনার কবিতা উত্তরাধুনিক। প্রিয় কবি ব্লগে আপনাকে স্বাগতম।"
পরের তিনদিনের মধ্যেই দ্দুছ ত্রিশটা কবিতা পোস্ট করে ফেলে। তার মধ্যে কিছু কবিতা বেশ পাঠক প্রিয়তা পায়। যেমন,
সুন্দরী সামু,
সব খবর ভালা?
নিজ হাতে আমার গলায়
পড়িয়ে দাওনা মালা।
দাওনা, দাওনা, দাওনা
এ কবিতায় এক বিদগ্ধ ব্লগার মন্তব্য করেন, যে ভালোবাসা হৃদয়ে পোষণ করে আপনি সামুকে মালা পড়াতে বললেন, চোখের পানি ধরে রাখতে পারিনি ভাই। এখনো দুএক ফোঁটা ঝরছে। তবে কসম দ্দুছ ভাই, সামু আপনার গলায় মালা না পড়ালে এ ব্লগে আমি থাকবনা থাকবনা থাকবনা......
মন্তব্য পড়ে দ্দুছ খুব উত্তেজিত হয়ে পড়ে। সাথে সাথে সে লিখে ফেলে,
সামু,
তুমিই কৃষ্ণ
আমি রাঁধা না চৈতন্য
ঠিক বুঝতে পারতেছি না।
একটু বুঝিয়ে দাওনা।
এমন কেন কর!
এ কবিতায় ব্লগ কাঁপানো একজন ব্লগার মন্তব্য করেন। তিনি বলেন, মানুষকে ফানা বিল্লাহ স্টেজে নিয়ে যাওয়ার এক অলৌকিক ক্ষমতা আপনার আছে। আপনার কবিতা পড়ে কিছুক্ষনের জন্য মনে হচ্ছিল সামু পরমাত্মা। আমি আত্মা।পরমাত্মা আমার কাঁধে হাত রেখে বলল, ভয় কি বেটা। চালিয়ে যা। আমিত আছি।
অল্প কিছুদিনের মধ্যেই দ্দুছ বেশ জনপ্রিয়তা পেয়ে যায়। তবে হঠাৎ করেই এক নারী ব্লগারের প্রেমে পড়ে যায় দ্দুছ। তারপর থেকে সামুতে তার আর মন নাই। দেহও নাই।
সে নারীকে উদ্দেশ্য করে একদিন সে কবিতা লিখে,
তুমি ফুল
তবে ফুটোনা
আমি এসে ফুটাবো
তার আগে ফুটোনা কিন্তু।
দ্দুছের কবিতায় সামু বন্দনার বদলে দেখা যায় নারী বন্দনা। তারপর থেকে তার পোস্ট আর প্রথম পাতায় আসেনা। দ্দুছ রাগে ক্ষোভে এবার বিদ্রোহী কবিতা লিখে ফেলে,
প্রেমিকাকে নিয়ে যাব বাড়ি
সামু তোমার সাথে আড়ি
তুমি একটা লম্পট, লুইচ্ছা
আমার সব পোস্ট দিব মুইচ্ছা!
কিন্তু সামু আর দ্দুছকে মুক্তি দেয়না। তার কিছু কিছু পোস্ট এবার ব্লগ থেকেই সরিয়ে ফেলা হয়। জমে উঠে ত্রিভুজ প্রেমের কাহিনী। সামু আর দ্দুছের কাছে পরমাত্মা না। সামু শয়তান। সামু প্রেম বুঝেনা। কবির মন বুঝেনা। সামু বলে, দ্দুছ, হয় তুমি আমার নাহয় তুমি দূরে গিয়া মর। এদিকে ব্লগ ছেঁড়ে চলে গেলে প্রেমিকার নিকের সাথে দ্দুছের আর ভাব বিনিময় হবেনা। লেখা হবেনা তাকে উদ্দেশ্য করে প্রেমের অমর কাব্য। তবে আর বেঁচে থেকে লাভ কি তার? ক্ষতি! শুধুই ক্ষতি আর ক্ষতি!
দ্দুছের মনে হয় সে শয়তানের হাতে বন্দি হওয়া বাংলা সিনেমার নায়িকা। এদিকে তার নায়িকাও সামুর কাছে অভিযোগ করেছে এই পাঁঠা কবিকে ব্যান না করলে সে আর কখনো পাঁঠার মাংস খাবেনা। আর তার জন্য দায়ী থাকবে সামু।
এমন এক সংকটময় অবস্থায় দ্দুছ আবার পোস্ট দেয়,
ছেঁড়ে দে সামু
নিক পাবি কিন্তু মন পাবিনা।
সামু কি দ্দুছকে ছেঁড়ে দেবে? কেউ কি আসবে দ্দুছকে সামুর হাত থেকে বাঁচাতে ? জানতে হলে নিয়মিত চোখ রাখুন সামুর চোখে।
বিঃদ্রঃ ইহা হয় একটি নুইসেন্স রম্য।
০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৬
জেন রসি বলেছেন: সকল প্রশংসা আমার।
২| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩১
মিরোরডডল বলেছেন:
জেসি
০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
জেন রসি বলেছেন:
৩| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
মিরোরডডল বলেছেন:
জেসির এই ফান পোষ্ট পড়ে একটা ফান জোকস মনে হল । হোপ নো ওয়ান মাইন্ড
০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
জেন রসি বলেছেন: হা হা হা........
মন পাইলেত ভিলেনই নায়ক হয়ে যাবে।
৪| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪২
ভুয়া মফিজ বলেছেন: রম্য আমি এমনিতেই ভালা পাই। তার উপরে প্রথমেই শেতাঙ্গ বান্দরের (দেখতে অনেকটা ট্রাম্পের মতো) ছবিটা দেখেই চিৎপটাং; এটা কি সেই বিরহী কবির প্রতিরুপ! কিউরিয়াস মাইন্ড জানতে চায়! পড়ে মজা পেলুম!!
ব্লগের কবি-সকল এমনিতেই আমার উপরে নাখোশ! কাজেই এই নিয়ে আর অধিক কিছু বলাটা ঠিক উচিত হবে না। শুধু এটাই বলি, প্রসব যন্ত্রণা এড়ানোর জন্য উনারা সার্জারির দিকে ঝুকতে পারেন!!!
ব্লগের সকল কবিদের প্রতি আমার লাল সালাম!
০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৮
জেন রসি বলেছেন: কবিরা যাদের উপর নাখোশ হয় তারা মানুষ খুন করতে পারে! তার উপর নিকে যে পিক দিছেন,
মফিজ বলে হালুম
কবি বলে গেলুম!
কবিতাকে নয়। কবিকে ভালোবাসুন।
৫| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
বাংলা ভাষা, কবিতার ভাষা
০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২২
জেন রসি বলেছেন: আমি তোমার ভাষা
তুমি আমার কবিতা!
৬| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: আপনি আপনার ঐতিহ্য বজায় রেখেছেন।সামু ব্লগ থেকে দ্দুস শেষ পর্যন্ত যেভাবে শহীদ হলো তাতে ফিকশন লেখক হিসেবে আপনার ধারা অব্যাহত।তবে আমরা দারুন মজা পেয়েছি। চমৎকার লাগলো আজকের পোস্টটি।
শুভেচ্ছা প্রিয় জেন রসি ভাইকে।
০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৬
জেন রসি বলেছেন: আমার ঐতিহ্য কি? কিভাবেই বা তা বজায় রেখেছি?
মজা দিতে পেরে আনন্দিত।
শুভেচ্ছা পদাতিক ভাই।
৭| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
পদ্মপুকুর বলেছেন: ডার্ট বোর্ডের মাঝখানে কারে রাখছেন সেইডা আগে কন...
০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
জেন রসি বলেছেন: ডার্ট বোর্ডের মাঝখানে ডার্ক ম্যাটার ভেসে বেড়াইতেছে......
৮| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
সাইন বোর্ড বলেছেন: মজা পাইছি !
০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:০৪
জেন রসি বলেছেন: আচ্ছা।
৯| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মজা কি গাছে ধরে
যখন খুশি পাওয়া যায় !
মজা হইলো মনের জিনিষ
যেমন মাখন তুইলা খাইতে হয়।
০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:১০
জেন রসি বলেছেন: গাছে ধরলেও বিপদ! গাছে উঠতে গিয়ে পরে টরে হাত পা ভাঙলে মজা পুরোই মজমা হয়ে যেতে পারে।
তবে মাখন হইলে খারাপ হয়না। নসিলা হলেও চলে!
মন্তব্যের জন্য ধন্যবাদ নুরু ভাই।
১০| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৬
শায়মা বলেছেন: ভাইয়া এই রম্য রচনাটি বড়ই রম্য হইয়াছে। ১০০ তে ১০০০। তবে রম্যের মধ্যে আমার বোধগম্য যাহা হইলো....দুচ্ছাই না মানে রম্যের বয়ানী......
যতই দুচ্ছাই করো দুচ্ছাই কবিরা যেখানে পাইবে ছাই... চাখিয়া দেখিবে তাই...... আকাশ কুসুমে যদি হয় বাগান বিলাসো রচন.....
০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৫
জেন রসি বলেছেন: না মানে ইয়ে...... ফ্যান্টাসি কবিদের একটু আকটু থাকেই....... তবে কেউ কেউ নিজেই ফ্যান্টাসি হয়ে যায় আরকি
১১| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: ভাইরে ভাই এত রসিকতা আসে কই থেকে?!
০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৭
জেন রসি বলেছেন: এমনিতেই নাম রসি। তার সাথে কতা লাগিয়ে দিলেই হয়ে গেল রসিকতা।
১২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১৪
অপু তানভীর বলেছেন: আমি আর সামু
নিয়মিত গল্প খামু
০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৮
জেন রসি বলেছেন: একা খাইলে বদ হজম হবে।
১৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১৪
জনৈক অপদার্থ বলেছেন: ভাইরে ভালা পাইলাম
০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৫০
জেন রসি বলেছেন: ভাগ্যিস আমিও অপদার্থ। নাহলে পদার্থে অপদার্থে বিস্ফোরণ ঘটে যেত নির্ঘাত
১৪| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১৬
আহমেদ জী এস বলেছেন: জেন রসি,
০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৫২
জেন রসি বলেছেন: প্রতি উত্তরে কি ইমো দেওয়া যায় ভাবছি।
১৫| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:২৩
নেওয়াজ আলি বলেছেন: মজাই মজা পেলাম পড়ে ।
০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৫২
জেন রসি বলেছেন: মজা পেয়েছেন জেনে আনন্দিত হলাম।
১৬| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১২:০২
রাকু হাসান বলেছেন:
হাহাহাহাহহা ..রম্য অব দ্যা বছর ...।
০৭ ই জুলাই, ২০২০ রাত ১২:১৯
জেন রসি বলেছেন:
ধন্যবাদ রাকু ভাই।
১৭| ০৭ ই জুলাই, ২০২০ ভোর ৫:৫৭
ইসিয়াক বলেছেন: হা হা হা.......।মজার পোস্ট
০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৯
জেন রসি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই।
১৮| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাসতে হাসতে আমার পা ব্যথা হইয়া গেল
রম্য না (১) - হালকা বা অর্থহীন কথাকেও 'অসাধারণ' 'অনবদ্য' বলা প্রাণীর নাম 'ব্লগার'।
রম্য না (২) - দ্দুস নামটা যব্বর হইছে। তবে, ৭ নম্বর কমেন্টে পদ্ম পুকুর কিন্তু দারুণ প্রশ্ন তুলেছেন। কনসিকোয়েন্সের কথা ভাবছি
০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩২
জেন রসি বলেছেন: হা হা হা.......
ইহা একটি নিষ্পাপ নুইসেন্স রম্য।
ধন্যবাদ সোনাবীজ ভাই।
১৯| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৭
মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: এবার কে হালাল হল ?
০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৪
জেন রসি বলেছেন: এসব প্রশ্ন করা হারাম
২০| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
রম্য যব্বর হইছে।
কুদ্দুসের লেখা পেলেই হলো, মন পাওয়ার দরকার নাই.......।হা...।হা...হা.....।
০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৭
জেন রসি বলেছেন: ঠিক! ঠিক!
মনের দরকার নেই! লেখা পেলেই হবে
২১| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৭
নীল আকাশ বলেছেন: ছেঁড়ে দে সামু
নিক পাবি কিন্তু মন পাবিনা।
আমি সামুরে কিছু দিমু না।
ছেঁড়ে দে সামু
নিক পাবি কিন্তু মন পাবিনা।
আমি সামুরে কিছু দিমু না।
ছেঁড়ে দে সামু
নিক পাবি কিন্তু মন পাবিনা।
আমি সামুরে কিছু দিমু না।
ছেঁড়ে দে সামু
নিক পাবি কিন্তু মন পাবিনা।
আমি সামুরে কিছু দিমু না।
কোনটা দ্দুছ খুইজা বাইর করেন? ১০০ তে পাশ মার্ক!
লেখা ভাল হয়েছে।
০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৩
জেন রসি বলেছেন: পরীক্ষায় বসালেন কেন?
পরীক্ষা দেবনা! দেবনা! দেবনা!
I need solicitor
ধন্যবাদ নীল আকাশ ভাই।
২২| ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৪
আর্কিওপটেরিক্স বলেছেন:
০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৬
জেন রসি বলেছেন:
২৩| ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৭
তারেক ফাহিম বলেছেন: ওই শয়তান ছেড়ে দে, মা বকবে
১০ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৭
জেন রসি বলেছেন: হা হা হা
ধন্যবাদ ফাহিম ভাই।
২৪| ০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৭
মোস্তফা সোহেল বলেছেন: ঝীবনে এই প্রথম নুইসেন্স রম্য পড়লাম!!!!!!!!
১০ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৮
জেন রসি বলেছেন: আমিও!
ধন্যবাদ সোহেল ভাই।
২৫| ০৮ ই জুলাই, ২০২০ সকাল ৭:৫৬
সোহানী বলেছেন: আচ্ছা আমি কবির হয়ে ডিফেন্ড করলাম। একটু বেশী সিরিয়াস মুডে!!! (পুরো মন্তবে কেউই এ কাজটা করে নাই তাই )
- কবি সবাই হতে পারে না। তার জন্য যে প্রতিভা লাগে সেটা সবার থাকে না। যেমন আমারে বোমা মারলেও পেট থেকে এক লাইন বের হবে না।
- কবিতার বই বের না হয়েও কবি হতেই পারে। আর অনলাইনে কবিতা লিখছে ভালো, চুরি করেতো অন্যের কবিতা লিখে নাই
- কবিরা পেমে পড়বে না তো আবুলরা প্রেমে পড়বে??? কবিরা আক্ষরিক অর্থেই বলতে গেলে বিশ্ব প্রেমিক
- আর কোন মহিলা ব্লগার যদি নিজেকে সেরাদের সেরা হিসেবে উপস্থাপন করে এবং আপাময় কবিদের সাথে কবিতায় ভাব বিনিময় করে সেখানে এরকম দু'একজন প্রেমে পড়বে, সেটা এমন কি! এ নিয়ে এতো দু:খিত হবার কিছু নেই। এমন কি মহিলা ব্লগারও এরকম হাবুডুবু প্রেম নিয়ে মোটেও দু:খিত নয়
যাহোক মজার সাথে মজা করালাম। রম্যে সুপার প্লাস..............
১০ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৬
জেন রসি বলেছেন: হা হা হা......
কবি দ্দুছের কাব্য জীবন সার্থক।
এই আনন্দে কবি দ্দুছ দুই মিনিটে একটি কবিতা লিখে ফেলেছে,
"সোহানী সোহানী ওই সোহানী
আপনার জন্য আমি এনেছি
এক গ্লাস বোরহানি।
ওরা কবিতা বুঝেনা
প্রেম বুঝেনা, কবিকে বুঝেনা
ওরা শুধু বুঝে বাসমতী চালের
কাচ্চি বিরিয়ানি।
যে আমার কবিতা বুঝে
সে মানুষ খুন করে
কবিতা লিখতে পারে।
সোহানী, এক গ্লাস বোরহানী খেয়ে
আপনি কি করবেন মানুষ খুন?"
কবি দ্দুছ বলেছে সে আপনার উত্তরের অপেক্ষায় থাকবে। উত্তর না দিলে সে আপনাকে নিয়ে একটার পর একটা কালজয়ী কবিতা লিখতেই থাকবে।
মজা পেলুম। ধন্যবাদ আপু।
২৬| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: কুদ্দুছ থেকে দ্দুছ - রম্য রচনা বেশ!
১০ ই জুলাই, ২০২০ রাত ১০:২৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রোফেসর।
২৭| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৯
হাসান মাহবুব বলেছেন: দ্দুছ এর বিতাতে যে কমেন্টগুলি করা হয়েছে, সেগুলির কাব্যমান যথেষ্ট ভালো।
১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৮
জেন রসি বলেছেন: কারন সেখানে সব দগ্ধ বিদগ্ধ পাঠকরা মন্তব্য করেছেন।
২৮| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৫১
খায়রুল আহসান বলেছেন: দ্দুস নামটার মৌলিকতায় মুগ্ধ!
নুইসেন্স পোয়েট্রীর কথা আগে শুনেছি, কিন্তু নুইসেন্স রম্য? এই প্রথম শুনলাম এবং পড়ে মজা পেলাম!
আমি নিজেও কবিতা লিখি। তাই দ্দুস এর জন্য করুণা হচ্ছে। তিনি যেই হোন (যদি সত্যি সত্যি এমন কেউ থেকে থাকেন), আশাকরি তিনি কোয়ান্টিটির পরিবর্তে এখন থেকে কোয়ালিটির প্রতি মনযোগী হবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০১
আমি সাজিদ বলেছেন: ফানা বিল্লাহতে চলে গেলাম !