নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

জীবনক্ষয়ী

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

সূর্য যেন তার সমস্ত আগুন আজ একসাথে ঢেলে দিয়েছে। গনগনে সূর্যের তেজ বংগের অতি বিখ্যাত ভ্যাপসা গরমকে আরও অসহনীয় করে তুলেছে। এক তাড়া কাগজ হাতে, এক দুপুর রোদ মাথায় আমি ঘরের দিকে পা বাড়ালাম। আমি একা নই, আমার মত শত-সহস্র মানুষ। আকাশের লক্ষ-কোটি নক্ষত্রের যেমন কক্ষপথ থাকে তেমনি এই মানুষগুলো্রও কক্ষপথ আছে। যে যার কক্ষপথে ঘুরছে।

গাড়ির হর্ণ, ভ্যান-রিকশার বেল, এ্যালুমিনিয়াম কাটা যন্ত্রের বিকট শদ্ব, মসজিদের চাদা তোলার মাইকের আওয়াজ, হাত-পা কাটা বিকলাঙ্গ ভিক্ষুকদের কাতর চিতকার, ডাস্টবিনের পুতিময় দুগর্ন্ধ, কাদা, ড্রেনে আকটে থাকা কালো থকথকে ময়লা পানি, ধুলোবালি যায়গাটাকে নরক বানিয়ে ফেলেছে।

জীবনক্ষয়ী এই শহরে কোনো সবুজ নেই। চারদিকে শুধু ফালতু ডিজাইনের বিল্ডিং আর মানুষ আর মানুষ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: আজ খুব গরম পড়েছে!

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

আদম_ বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ঢাকা শহরে গেলে আমার যেনো নিশ্বাস নিতেও কষ্ট হয়,

২৭ শে জুন, ২০১৪ রাত ৮:৩৯

আদম_ বলেছেন: রাতের রঙ্গীন ঢাকা
হলুদ আকা বাকা
পিচ ঢালা পথটি
ডাকে আমাকে
বলে হাটো একা একা

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৯

আদম_ বলেছেন: যা কিছু হয়ে গেছে নষ্ট
সবটাই এলোমেলো।
জীবনের গল্পগুলো যেন
রঙ্গিন পাখা পেল।
তারপর পুড়ে পুড়ে একবুক ছাই নিয়ে
ফিরে যাবে সবহারা একজন আজ রাতে।
আলো আধারী ছুয়ে ছুয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

আদম_ বলেছেন: জীবনক্ষয়ী এই শহরে কোনো সবুজ নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.