নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

জীবনে প্রথম বেতন পাবার অভিজ্ঞতা

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৪



পাচশ টাকার ১৬ টা নোট। মোটে আট হাজার টাকা। ম্যানেজার সাহেব হাসি মুখে বললেন “জীবনের প্রথম ইনকাম, বিসমিল্লাহ বইলা হাতে নেন”। ম্যানেজার সাহেবের রুমে জ্বলতে থাকা একশ ওয়াট ফিলিপস বাতিটার মিটমিটে আলোর এক সন্ধ্যায় আমি মহান আল্লহর নাম স্মরণ করে টাকাগুলো হাতে নিলাম। অফিসের কোল ঘেষে বয়ে চলা শীতলক্ষ্যা নদীর উপরে তখন দু-একটি তারা কেবল ফুটছে। সে ঘটনার স্বাক্ষী হয়ে রইলেন বেতনের জন্য অপেক্ষমাণ আমার অন্যান্য সহকর্মীরা। আমার বেতন পাওয়া দেখে তারাও খুব খুশি। অনর্থক, অকারণ, ব্যাখ্যাহীন এক নির্ভেজাল আনন্দ।

অবশ্য এটা আমার জীবনের প্রথম ইনকাম ছিলোনা। এটা ছিলো চাকরীর প্রথম বেতন। অভাবের তাড়নায়, বেচে থাকার লোভে বহু আগেই আমি উর্পাজনের পথে নেমেছিলাম। আই হেইট মাই ন্যাস্টি লাইফ।

টাকাটা নিতে আমার কেন যেন একটু লজ্জা লজ্জা লাগছিলে, মনে হচ্ছিল অন্যের টাকা আমি নিচ্ছি এবং আমি আমার অনুভুতি প্রাণপণে চেপে রাখতে চাইছিলাম। অবশেষে আমি ব্যাপক অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখে কিছুটা নির্বিকার ভাবে কাজটা সারলাম। ফলশ্রুতিতে আমার যথেষ্ট বিনয়ের অভাব এবং আবেগশুন্য ভাব দেখে ম্যানেজার সাহেব যেন একটু বিরক্ত হলেন। নিতান্ত পক্ষে আমার একটু হাসা উচিত ছিলো। কাষ্ঠ, ভদ্রতামূলক হাসি। ম্যানেজার সাহেব আমাকে বললেন আমি যাতে ফোন করে আমার মা কে বেতন পাওয়ার কথাটি জানাই। তার ধারণা আমার বেতন পাওয়ার কথা শুনে মা খুশি হবেন। দুনিয়ার সবাই হয়তো তার প্রথম বেতন পাবার কথাটি মাকেই জানায়।

আমাদের বেতন হতো প্রতি মাসের ২৭-২৮ তারিখের দিকে। সবসময় ম্যানেজার সাহেবের মন-মেজাজ খারাপ থাকলেও বেতনের দিন সকাল থেকেই তার মন খুব ভালো থাকতো। তিনি নিজ হাতে তার বাহিনির সবাইকে বেতন দিতে ভালোবাসতেন। আমরাও সারামাস একজন আরেকজনের পেছনে লেগে থাকতাম, যে যখন সুযোগ পেতাম আরেকজনকে নাকানী চুবানী খাওয়ানোর ধান্দায় থাকতাম। প্রতি মাসের শেষ সপ্তাহটি যেন আমাদের জন্য আর্শীবাদ হয়ে আসতো। টাকা হাতে পেয়ে আমরা সব ভুলে যেতাম। বেতন পাবার প্রথম সপ্তাহটি আমরা খুব ধুমধাম করে কাটাতাম। সবার মধ্যে কেমন জানি একটা বড়লোকি ভাব চলে আসতো। সবচেয়ে বেশি ভাব আসতো ওয়ালিউল্লাহ সাহেবের মধ্যে। বেতন পেলেই ওনার মিসকল দেবার স্বভাবটা কোথায় যেন হাওয়া হয়ে যেত। কারণে অকারণে সবাইকে ফোন করে জ্বালিয়ে মারতেন। আমরা একসাথে চা-বিড়ি খেতে বের হলে বিল দিতেন ওয়ালিউল্লাহ ভাই। মাসের ১৫ তারিখের পর সবার মধ্যে আবার সেই ঝিমমারা অবস্থা। ওয়ালিউল্লাহ ভাই আবার সবাইকে মিসকল দিতে শুরু করেছেন। আহ কবে আসবে ২৭-২৮ তারিখ।

তারপর পদ্মা-মেঘনা-যমুনায় বহুজল গড়িয়েছে, কালের ঘড়ি সহস্রবার অতিক্রম করেছে তার নির্ধারিত দাগগুলো তবু এখনো বেতন পাবার অনুভুতিগুলো পুরনো হয়ে যায়নি। এখনো প্রতি মাসশেষে বেতন পাবার সময় হলে আনন্দে মনটা ভরে উঠে; আবারো চোখে ঝিলিক দিয়ে যায় অধরা স্বপ্নগুলো।

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৯

মদন বলেছেন: +

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৪

আদম_ বলেছেন: ধন্যবাদ মদন।

২| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৪

হেডস্যার বলেছেন:
সত্যিই অনুভুতিটা এরকম।
ভালো লাগলো লেখা। +

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০৫

আদম_ বলেছেন: গুড মর্নিং স্যার।
মন্তব্য পেয়ে ভালো লাগলো।

৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৫

ঢাকাবাসী বলেছেন: সুন্দর!

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৮

আদম_ বলেছেন: প্রতি মাসশেষে বেতন পাবার সময় হলে আনন্দে মনটা ভরে উঠে; আবারো চোখে ঝিলিক দিয়ে যায় অধরা স্বপ্নগুলো।

৪| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২৬

আদম_ বলেছেন: দুনিয়ার সবাই হয়তো তার প্রথম বেতন পাবার কথাটি মাকেই জানায়

৫| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২৯

রাজিব বলেছেন: প্রথম বেতন পাবার অভিজ্ঞতা আসলেই অন্যরকম আনন্দের। তবে আমি অনেক গুলো চাকরি ও কাজ বদলিয়েছি তাই গড়ে ১-২ বছর পর পর প্রথম বেতন বা বিল পেয়েছি। :D :D :D

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪১

আদম_ বলেছেন: বিয়াটাও ওইভাবে কইরেন....১-২ বছর পর পর প্রথম অভিজ্ঞতা হপে (ব্যাপক ফাজলামো মূলক ইমো হইবে)।

৬| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৭

সোহানী বলেছেন: আসলেই অন্য রকম অনুভুতি।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০০

আদম_ বলেছেন: দুনিয়ার সবাই হয়তো তার প্রথম বেতন পাবার কথাটি মাকেই জানায়

৭| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০২

অতৃপ্ত অনুভূতি ! বলেছেন: হুম.............

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০৮

আদম_ বলেছেন: হুমম

৮| ২০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০০

আদম_ বলেছেন: আবারো চোখে ঝিলিক দিয়ে যায় অধরা স্বপ্নগুলো

৯| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৫

লিরিকস বলেছেন: +

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১০

আদম_ বলেছেন: মাইনাস।

১০| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৫

আদম_ বলেছেন: থ্যাংকু

১১| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৯

বোকামানুষ বলেছেন: ভাল লাগলো

কবে যে একটা চাকরি করবো তারপর না বেতন পাবো :(

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১৪

আদম_ বলেছেন: প্রথম বেতন পেয়ে কাকে জানাবেন?
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৭

চড়ুই বলেছেন: জীবনে প্রথম সবকিছুর অনুভূতি একটু অন্যরকমই হয়।

১৩| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩

রোদের গল্প বলেছেন: অভাবের তাড়নায়, বেচে থাকার লোভে বহু আগেই আমি উর্পাজনের পথে নেমেছিলাম। আই হেইট মাই ন্যাস্টি লাইফ।

বাহ! ভালো লাগলো পড়ে। শুধুই গল্প, না অটোবায়োগ্রাফি? নস্টালজিয়া? :)

শুভেচ্ছা!

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২

আদম_ বলেছেন: ধন্যবাদ গুরু। গল্প নয় বাস্তব। একেবারে মাটি ছোয়া বাস্তব গল্প।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮

লিরিকস বলেছেন: গানটা আপনার জন্য।

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

আদম_ বলেছেন: অনেক গুলো ধন্যবাদ আপনার জন্য।

১৫| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৫

শ্রাবণধারা বলেছেন: বেশ ভাল আদম ভাই। আপনার লেখাটা পড়ে নিজের প্রথম চাকরির প্রথম বেতনের ঘটনাটা মনে করার চেষ্টা করলাম। দশ বছর আগের কথা সেটা - কিন্তু না মনে পড়ছে না। তবে আমাদেরও ম্যানেজার সাহেব নিজ হাতে বেশ যত্ন নিয়ে বেতনটা দিতেন। ভদ্রলোকের বাড়ি ছিল ময়মনসিংহ, ভালো মানুষ ছিলেন, আর বেতন দেবার দিনে তিনি আরও বেশি বেশি ভাল মানুষ হয়ে যেতেন। কেমন একটা ধর্মীয় নরম অনুভুতিময় ছিল বেতন পাবার দিনটা :)

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৭

আদম_ বলেছেন: মন্তব্যর জন্য থ্যাংকু তবে আপনার সাথে কথা নাই। কারণ ২০১৩ সালের পর আপনার কোনো পুস্টু নাই । কত সুন্দর জীবনমুখী পোস্ট দিতেন আপনি। এখন কেন দেননা জাতি আজ তা জানতে চায়.............

১৬| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮

ফিলিংস বলেছেন: প্রথম বেতন হাতে নিয়ে আমি আধাঘন্টা খোলা মাঠে হেটেছি..............। মনের আনন্দে

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

আদম_ বলেছেন: হাহাাহাহাহাহাহাহাহা
ব্যাপক ফিলিংস। এই ঘটনা নিয়ে অবশ্যই পোস্ট দিবেন-মজার পোস্ট। এটা আপনার কাছে জাতির (আমার) দাবি, আবদার, অনুরোধ, উপরোধ, নির্দেশ, উপদেশ, আদেশ।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১১

আদম_ বলেছেন: এখনো প্রতি মাসশেষে বেতন পাবার সময় হলে আনন্দে মনটা ভরে উঠে; আবারো চোখে ঝিলিক দিয়ে যায় অধরা স্বপ্নগুলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.