নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

যন্ত্রণার নাম সেলফি

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৬

এই যে আমি! আমাকে দেখুন-এই আবেদন ছাড়া সেলফির আর কোনো কাজ নেই।
চারদিকে শুধু আমি আর আমিত্বের প্রর্দশনী।
এই আমিত্ব নামক পায়খানার প্রদর্শনে আরও একগাদা আর্বজনা ঢালতে প্রাদুর্ভাব হয়েছে নতুন এক ছ্যাবলামো, নাম তার সেলফি।
কি ঘরকা কি ঘাটকা; নিজের সাভ্বাবিক চেহারাকে একটু বিকৃত করে বিশেষ করে চুমু স্টাইলে মুখটাকে বেজির মুখের মতো সুচালো করে সবাই ছবি পোস্ট করছে। মনোবিজ্ঞানে এই বিকারের একটা ব্যাখা হয়তো পাওয়া যেতে পারে।


হয়তো সেদিন বেশি দুরে নয় যেদিন বাবা মৃত্যু শয্যায় শুয়ে ছটফট করছে আর সন্তানেরা সেই দৃশ্য ভিডিও করছে তা ফেসবুকে ছেড়ে মূল্যহীন কিছু লাইক পাবার আশায়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: হয়তো সেদিন বেশি দুরে নয় যেদিন বাবা মৃত্যু শয্যায় শুয়ে ছটফট করছে আর সন্তানেরা সেই দৃশ্য ভিডিও করছে তা ফেসবুকে ছেড়ে মূল্যহীন কিছু লাইক পাবার আশায়।



এতোটা সিরিয়াস হবেন না প্লিজ, তবে এটা ঠিক সেলফি একটি মহামরি রোগে পরিণত হয়েছে।

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৭

আদম_ বলেছেন: বেশিনা, গত ১০ দিনের পত্রিকা পড়ুন, তারপর বলুন "সন্তানের হাতে পিতা-মাতা খুন" এমন সংবাদ কয়টা আছে, আর এটা তো তবু খুন নয় নেহায়েত ভিডিও।

২| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৩

এম ই জাভেদ বলেছেন: সেলফি হল বিকারগ্রস্ত মানুষের আত্মপ্রচারের হাতিয়ার।

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৯

আদম_ বলেছেন: সহমত।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫২

রোদের গল্প বলেছেন: সেলফিকে আরো উস্কাচ্ছে প্রিন্ট মিডিয়াগুলো। প্রথম আলোতে সব ফিচার পাতাতেই সেলফি নিয়ে কোন না কোন ফিচার/ছবি থাকেই।
যেমন আজ ছাপা হয়েছে- 'সেলফি যখন উইফি'

'কান নিয়েছে চিলে' খ্যাত হুজুগে বাঙালি তাতে আরো মত্ত!

আর আমিত্ব নিয়া কি বলিউম।
ফেসবুকে আমিত্বের ঠেলায় হোমপেইজ ওপেন করাই দায়!

একজন শচীন টেন্ডুলকারকে নিয়ে বললে বলা শুরু করে এইভাবে-
আমি ফুটবল তেমন একটা পছন্দ করি না, তবে ক্রিকেটের পাগলা ফ্যান। আমি ছোটবেলায় পাড়ার গলিতে ক্রিকেট খেলতে গিয়ে একবার না যা ঘটনা ঘটসিল...ব্ল্যা ব্ল্যা ব্ল্যা

এদের যন্ত্রনায় ভার্চুয়াল কমিউনিটির ছায়াও মাড়াচ্ছে ইচ্ছে করে না এখন!

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৪

আদম_ বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.