নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর থাকেন দুরে, ঐ ভদ্র পল্লীতে।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২০

ঐশী যেদিন তার বাবা-মাকে খুব নিপুনভাবে, শৈল্পিক কায়দায় হত্যা করলো সেদিন দুনিয়াজুড়ে হাহাকার পড়ে গিয়েছিলো। হাহাকার পড়ারই কথা-ঐশী তার পিতা-মাতাকে নেশা খাইয়ে অচেতন করে কেটে-ছিড়ে তাদের রক্ত দিয়ে গোসল করেছিলো।
আমাদের বড়ো সাহেবরা একযোগে সেদিন টিভি-পত্রিকায় হুমড়ি খেয়ে পড়েছিলেন; তার অনেকগুলো কারণের একটি হলো ঐশীরা ভদ্রলোক, ঐশীরা বড়লোক, ঐশীরা বাস করে ভদ্র পল্লীতে। কেইবা তেলা মাথায় তেল দিতে ছাড়ে।
গত ২০ অক্টোবর প্রথমআলোতে ছাপা হয় এই ধরণের আরেকটি হত্যার দু:খজনক ঘটনা। এবারও ঘাতক নিজ সন্তান, নিহত দুজন ঘাতকের পিতা-মাতা। নিহতরা হলেন মানিকগন্জের সিংগাইর উপজেলার মহিউদ্দিন প্রামাণিক ও তার স্ত্রী সুফিয়া বেগম। ঘাতক ঐশীর মতো অতোটা ভাগ্যবান নয়, গণধোলাই খেয়ে ঘাতক জাহন্নামের ঠিকানায়।
এবার আর আমাদের বড় সাহেবরা টিভি-পত্রিকায় হুমড়ি খেয়ে পড়লেননা। তার অনেক গুলো কারণের একটি হলো-মহিউদ্দিনরা ভদ্রলোক নন, বড়লোক নন এমনকি ভদ্রপল্লীতেও বসবাস করেননা।
আমাদের বড়কর্তারা জানেন “ঈশ্বর থাকেন দুরে, ঐ ভদ্র পল্লীতে”; অতএব এখানে তাদের গলাবাজি না করলেও চলবে।
আমার মূল বক্তব্য বড়লোক-ছোটলোক নয়। আমার মূল কথা হলো মাদক নামের মহাদানবটি যা সন্তানের হাতে ছুরি তুলে দিচ্ছে পিতা-মাতার গলায় পোচ দেয়ার জন্য সেই মাদকের প্রসংগে। মাদক আজ তৈরি করছে মাতৃহন্তারক এক কালো যুগের সুচনা।
আমাদের বড়সাহেবরা বিমানবন্দরের সোনা উদ্ধারে যতটা মনযোগী, মাদক বন্ধে ততটাই উদাসীন। যার ফলে হাত বাড়ালেই মুড়ি-মুড়কির মতো পাওয়া যায় মাদক। বাংলার মেরুদন্ড যুব সমাজ আজ মাদকাসক্ত হয়ে পড়ছে, তারা একে একে হাতে ছুরি তুলে নিচ্ছে বাবা-মার গলায় চালানোর জন্য।
বড় সাহেবরা চাইলে অনেক কিছুই হয়। জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। হতভাগ্য পিতা-মাতা-সন্তানদের বাচান।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আসুন আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

আদম_ বলেছেন: অবশ্যই। কিছু একটা করতেই হবে। আমি আমার ছোট ভাই-বোন, সন্তানের ছুরির নীচে জীবন দিতে চাইনা।

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
হা .... আদম।
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া সাফল্য আসবে না। কিন্তু ঐক্যবদ্ধ আমরা হতে পারছি কোথায় ...

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

আদম_ বলেছেন: ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমাদের চেয়ে বেশি কার্যকর ভুমিকা রাখতে পারবে আমাদের বড়ো সাহেবরা।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা +
সাপ আর কুকুরের পরে মাদকসেবীকে ঘৃণা করি ।

ভালো থাকবেন ।

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

আদম_ বলেছেন: ধন্যবাদ অপূর্ণ। মন্তব্য পেয়ে ভালো লাগলো।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

সোহানী বলেছেন: @ অপূর্ণ রায়হান , সাপ/কুকুর কিন্তু আপনার উপকারই করে অথচ একজন মাদক সেবী কারো অপকার ছাড়া উপকার করতেই পারে না। তাই তুলনা টা ভালো লাগলো না।

@ লেখক, ঐশীর ঘটনা একটি মাইল ফলক বলবো.. সমাজকে বড় রকমের নাড়া দিয়েছে। মাদকের নেশা আর তথা কথিত ঐ ডিজে পার্টির উচ্ছন্নতা বড়লোকদের পোলাপানের কাজ কর্ম আমাদের চোখের সামনে এনে দিয়েছে। তাই সমাজ একটু হলে ও নড়েচড়ে বসেছে। তাতে কি মাদক ব্যবসা বা মাদক নেয়া কমেছে??? না কমেনি... যেখানে খোদ রক্ষকই বিলিয়ন ডলারের মাদক ব্যবসার সাথে জড়িত সেখানে এটা কখনই কমবে না...... অনেক সমস্যার মতো ও আমরা চোখে রঙ্গীন চশমা পড়ে আছি যে।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১১

আদম_ বলেছেন: সহমত। রঙ্গীন চশমা খুলতে হবে।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

খেলাঘর বলেছেন:


ঐ পল্লীগুলো ডাকাতদের

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

আদম_ বলেছেন: তাই নাকি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.