নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

এই যুগ অধৈর্য্য, অসহিষ্ণুতা, আর বদমেজাজের যুগ

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫


১. মোবাইল ফোনে রিং করেছেন কাউকে; কিন্তু সে রিসিভ করছেনা। স্থান-কাল-পাত্র ভেদে ছুড়ে দিলেন একটা ব্যাডওয়ার্ড। নিদেনপক্ষে একটা “ধ্যাত্তরি”। বন্ধু-বান্ধব হলে তো কথাই নেই- খিস্তিুর সুনামি শুরু হয়ে গেলো।
একজনকে জিজ্ঞাসা করেছিলাম তার অনুভুতির কথা, যদি সে ফোনে কাউকে না পায় তাহলে ঐ মুহুর্তে তার কেমন লাগে। জবাবে সে বলেছিলো “চাবায়ে শালাক খাতি ইচ্চা করে”।
২. কোনো কারণে কম্পিউটার অথবা নেট এর যে কোন একটা স্লো। আমাদের চুলগুলো ছিড়তে যদি ব্যাথা না পেতাম তাহলে এতদিনে.........। কাউকে কাউকে দেখেছি নেট স্লো হলে সেই রাগ ঝাড়েন মাউসের উপর। যেন মাউস আছড়ালেই নেটের স্পিড বাড়বে।
৩. স্থান: উত্তরা রাজলক্ষী।
সময়: সন্ধ্যা সাড়ে সাতটা।
আমাদের গাড়ির সামনে আরেকটা গাড়ি পার্ক করতে একটু সময় নিচ্ছিল। ততক্ষণে তার পিছনে গাড়ি এবং বিরক্ত চেহারার মানুষের বিশাল মিছিল। আমাদের গাড়ির পাশে রিকশায় বসা একটা সুন্দরী অপ্সরী বলে ফেললেন “বাল”। অমন একটা পরীর মুখে আপাত অশ্লীল একটা শব্দ শুনে ভীষণ মজা পেয়েছিলাম।
৪. বাস কনডাকটর একবার ছেড়ে দুবার ভাড়া চেয়েছে তো মরেছে। তার জবাব হলো দাতমুখ খিচিয়ে, চোখ বড়বড় করে, যতদুর সম্ভব গলাকে বাজখাই করে-“এক ভাড়া কয়বার চাস”।
কিছু দিন আগেও পত্রিকায় একটা লেখা পড়েছিলাম বাংলাদেশের মানুষের এই উন্মত্ত আচরন নিয়ে। সেখানে ভায়োলেন্স মুভিকে দায়ী করেছিলেন কেউ কেউ। হতে পারে। আমরা আমাদের অবচেতন মনে নিজেকে অনেক কিছুই ভাবি।
আসলে চারপাশে অশান্ত পরিবেশে শান্ত থাকাটা একটা দুরুহ ব্যাপারই বটে। আমাদের দেশের বড়োসাহেবদের মুখে মিথ্যা শুনতে এখন সব কথাই মিথ্যা বলে মনে হয়। অন্ধ ভিক্ষুককে ভিক্ষা দেবার সময় মনে হয়- এ লোক কি আসলেই অন্ধ। চারিদিকের নিরাপত্তাহীন, অনিশ্চিত, সন্দেহজনক পরিবেশ থেকে বাচার চেষ্টা করতে গিয়েই মানুষ তার অবচেতন মনে হয়ে উঠছে হিংস্র..............।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কথা সত্য.... :(

২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২০

আদম_ বলেছেন: ধন্যবাদ বোকা মানুষ। মন্তব্য পেয়ে ভালো লাগলো।

২| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: মন্দ বলেন নাই ভ্রাতা ।
শুভেচ্ছা :)

২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

আদম_ বলেছেন: হ্যালো অপূর্ণ!! কেমন আছেন?
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

গাঁও গেরামের মানুষ বলেছেন: অস্থির সময়। কি আর করা...

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪

আদম_ বলেছেন: গাও গেরামে ও এখন শান্তি নাই।

৪| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৭

আলাপচারী বলেছেন: ঠিক।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

আদম_ বলেছেন: ধন্যবাদ।

৫| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১৪

এ কে এম রেজাউল করিম বলেছেন:
এই যুগ অধৈর্য্য, অসহিষ্ণুতা, আর বদমেজাজের যুগ

এই অভিমত কেমন যেন 'ঠিক ঠিক' মনে হয় ।

চারিদিকে বাংলাদেশের প্রত্যেক পরিবারে উপরের অভিমতের বাস্তবতার প্রতিফলন দেখা যায়।
এর কারন আমার মনে হয় ধরম বিমুখতা ।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭

আদম_ বলেছেন: হতে পারে।
হুজুররা সারাদিন ধর্ম নিয়েই থাকে। তাদের অনেকেরই ব্যবহারটা দেখুন না-জঘন্য।
ধন্যবাদ।

৬| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১০

খেলাঘর বলেছেন:


জনসংখ্যার চাপ।

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

আদম_ বলেছেন: একমত।

৭| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের দেশের বড়োসাহেবদের মুখে মিথ্যা শুনতে এখন সব কথাই মিথ্যা বলে মনে হয়। অন্ধ ভিক্ষুককে ভিক্ষা দেবার সময় মনে হয়- এ লোক কি আসলেই অন্ধ। চারিদিকের নিরাপত্তাহীন, অনিশ্চিত, সন্দেহজনক পরিবেশ থেকে বাচার চেষ্টা করতে গিয়েই মানুষ তার অবচেতন মনে হয়ে উঠছে হিংস্র..............।

+++++++++++++

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

আদম_ বলেছেন: একমত।

৮| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

কলমের কালি শেষ বলেছেন: বড়ই যুক্তিক কথা বলেছেন । এই সময়ে মাথা ঠান্ডা রাখাটা মনে হচ্ছে বিলুপ্তির দিকে আগাচ্ছে ।:(

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

আদম_ বলেছেন: ধন্যবাদ।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো আছি ভ্রাতা :)

আপনি ?

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

আদম_ বলেছেন: ভালো। ধন্যবাদ।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

আহমেদ আলিফ বলেছেন:
ভালো একটা জিনিস খেয়াল করেছেন ভাই!
আপনার চোখ কান দেখছি বেশ সাজাগ!

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

আদম_ বলেছেন: আপনার সাথে কথা নাই। কেনো?
কারণ আপনি বহু যুগ ধরে কোনো পোস্ট দেননা। আপনার জীবনের সব গল্প কি শ্যাষ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.