নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

কিছু বাক্য যা মিডিয়ায় পড়তে/শুনতে আর ভালো লাগেনা।

১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬




১. “তদন্ত কমিটি গঠন করা হয়েছে”।
২. “গণতন্ত্র”।
৩. “জনগনকে সাথে নিয়ে আমরা মাঠে থাকবো”।
৪. “জনগন কোনোদিন মেনে নেবেনা”।
৫. “জনগন আমাদের সাথে আছে”।
৬. “জনগনের ক্ষমতা জনগনকে ফিরিয়ে দিন”।
৭. “একটু দুরেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দাড়িয়ে ছিলো”।
৮. “আমরা বিষয়টি দেখছি”।
৯. “লন্ডনে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন.......”
১০. “যে কোন নাশকতা মোকাবেলায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ততপর রয়েছে”।
১১. “জনগনের জান-মাল রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্ববান”।
১২. “ওরা আমাদের কর্মী নয়; বহিরাগত কিছু লোক এই কাজ ঘটিয়েছে”
১৩. “.......জনগন সাড়া দেয়নি”।
১৪. “.......সফল করার জন্য সবাই কে ধন্যবাদ”।
১৫. “শিক্ষার মান কমেনি, বরং বেড়েছে”।
১৬. “প্রশ্ন ফাসকারীদের রেহাই নাই”।
১৭. “গনতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার.....”
১৮. “ আগুনে শরীরে ৯০ ভাগ পুড়ে গেছে.......”
১৯. “কিছু দুস্কৃতিকারীদের ছোড়া পেট্রলবোমা”।
২০. “কোনো আলোচনা নয়”।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

নিলু বলেছেন: জনসেবায় নিয়োজিত , জনকল্যাণে ছড়িয়ে পড় , জনগনের অতন্দ্র প্রহরী , জনস্বার্থে জরুরী কাজ , জনস্বার্থে জারী করা হোলও , এগুলি বাদ পড়ে গেছে যে ভাই , ধন্যবাদ । লিখে যান

১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

আদম_ বলেছেন: লিখে যাবো ইনশাআল্লহ। ধন্যবাদ।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

ঢাকাবাসী বলেছেন: আসলেই কথাগুলো আমাদের দেশে সরকারী বহুল প্রচলিত দুনিয়ার অন্যতম বিরক্তিকর শব্দ।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৮

আদম_ বলেছেন: একমত।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

রাজপুরুষ বলেছেন: “জনগন কোনোদিন মেনে নেবেনা”

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

আদম_ বলেছেন: “যে কোন নাশকতা মোকাবেলায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ততপর রয়েছে”।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.